বল নিয়ে দিলীপ 

Dilip Ghosh: হোক প্রচার, খেলতে বাধা কোথায়? বর্ধমানে মাঠ দাপিয়ে ফুটবল খেললেন প্রার্থী দিলীপ ঘোষ

পূর্ব বর্ধমান: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী হলেন দিলীপ ঘোষ। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই জোর কদমে প্রচার চালাচ্ছেন বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ। নির্বাচনী প্রচারের চাপ তো রয়েছেই, কিন্তু তার পাশাপাশি যেন নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন রয়েছেন দিলীপ ঘোষ। যে কারণে প্রচার চলাকালীন তিনি যেখানেই থাকছেন প্রায় দিন প্রাতঃভ্রমণে দেখা যাচ্ছে দিলীপ বাবুকে।

সেরকমই এদিনও বর্ধমান শহরের টাউন স্কুলের মাঠে প্রাতঃভ্রমণে আসেন , বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ। এর আগেও তাঁকে বর্ধমান শহরের টাউন হল ময়দানে, মোহনবাগান মাঠে প্রাতঃভ্রমণ করতে দেখা গিয়েছে। তবে এদিন টাউন স্কুলের মাঠে সম্পূর্ণ ভিন্ন মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে। সকালে যেন একদম ফুরফুরে মেজাজে ছিলেন দিলীপ ঘোষ। এর আগে দিলীপ ঘোষকে ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল। কিন্তু এদিন দিলীপ ঘোষকে টাউন স্কুলের মাঠে দেখা যায় ফুটবল খেলতে। বল নিয়ে রীতিমতো যেন তিনি দাপিয়ে বেড়ালেন মাঠে।

বেশ কয়েকটি গোল দিতেও তাঁকে দেখা যায়। এই ফুটবল খেলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “গোলও দি, শটও মারি। আমাদের একদম টার্গেট ফিক্সড।” মঙ্গলবার সকালে বর্ধমানের টাউন স্কুলের মাঠে প্রাতঃভ্রমণ করেন দিলীপ ঘোষ। তারই সঙ্গে তিনি ফুটবলও খেলেন। প্রসঙ্গত প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে নেমেছেন বিজেপির এই হেভি ওয়েট নেতা দিলীপ ঘোষ। প্রচারের ক্ষেত্রেও বিভিন্ন সময় তাকে বিভিন্ন ভাবে দেখা গিয়েছে।

আরও পড়ুন –   তাপমাত্রা বাড়তে বাড়তে সামনের সপ্তাহে কত হবে জানেন? এপ্রিলের শুরুতেই এমন দুর্ভোগ ভাবতেও পারবেন না

আরও পড়ুন –   গরমের ছুটি ঘোষণা রাজ্যের, লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য বিরাট খবর! কবে থেকে কতদিন ছুটি? জানুন

তবে বিশেষত আজ মঙ্গলবার দিলীপ ঘোষের মেজাজ সত্যিই যেন ছিল অন্য রকম। একদম খুশ মেজাজে সকলের সঙ্গে তাঁকে দেখা যায়। টাউন স্কুলের মাঠে প্রাতঃভ্রমণ শেষ করার পরে দিলীপ ঘোষ বর্ধমান শহরের বাদামতলা এলাকায় যোগ দেন চা-চক্রে। সেখানেও তাঁর খুশ মেজাজি লক্ষ্য করা যায়। প্রসঙ্গত প্রচার চলাকালীন অনেকেই এই জনপ্রিয় নেতার সঙ্গে সেলফি তোলার জন্য এগিয়ে আসেন।

তবে মঙ্গলবারের ছবিটা ছিল একটু অন্যরকম। একজন সমর্থক দিলীপ ঘোষের সঙ্গে সেলফি তোলার জন্যে ফোন নিয়ে এগিয়ে যেতেই দিলীপ বাবু নিজেই সেই ফোন তাঁর হাতে নিয়ে নেন। ফোন নেওয়ার পরে ক্যামেরা অন করে সমর্থকদের সঙ্গে সেলফি তোলেন তিনি। সব মিলিয়ে দিলীপ ঘোষকে কেন্দ্র আজ কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। বল নিয়ে গোল আর ফোন নিয়ে সেলফি, খোশ মেজাজের সঙ্গেই শেষ হয় দিলীপ ঘোষের সকালের কর্মসূচী।

বনোয়ারীলাল চৌধুরী