দক্ষিণ দিনাজপুর, লাইফস্টাইল Health Tips: দাদ-চুলকানিতে নাজেহাল? ওষুধ নয়, এই সহজ ঘরোয়া উপায়ে ২ দিনে পাবেন মুক্তি Gallery October 15, 2024 Bangla Digital Desk “রসুনে প্রাকৃতিক অ্যান্টি-ফাঙ্গাল এজেন্ট রয়েছে যা ছত্রাকের সংক্রমণ দূর করতে সাহায্য করে। একটি রসুনের খোসা ছাড়িয়ে পাতলা টুকরো করে কেটে নিয়ে লবঙ্গের সঙ্গে চুলকানির জায়গায় রেখে তার চারপাশে একটি ব্যান্ডেজ বেঁধে রাখলে উপশম মেলে।” “নিম বহু শতাব্দী ধরে ত্বক সংক্রান্ত সমস্যায় ব্যবহৃত হয়ে আসছে। দাদ ও চুলকানি থেকে মুক্তি পেতে নিম পাতা জলে ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে এই জল দিয়ে স্নান করলে নিমিষেই আরাম মেলে।” “অ্যালোভেরা-র অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। অ্যালোভেরা পাতা থেকে জেল বার করে চুলকানির জায়গায় লাগিয়ে রেখে দিন। এটি ত্বককে ময়শ্চারাইজ করে যাতে ত্বক শুষ্ক না হয় এবং চুলকানি থেকেও মুক্তি দেয়।” “হলুদ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা আঘাত,জ্বালাপোড়া এবং চুলকানির মতো সমস্যা দূর করতে কার্যকর। হলুদ ও জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে তুলোর সাহায্যে যেখানে চুলকাচ্ছে সেখানে লাগালে উপকার মেলে।” “হালকা গরম জলে এক কাপ বেকিং সোডা মিশিয়ে আক্রান্ত যায়গায় সরাসরি লাগান,এর অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য চুলকানি কমায়।”