বাসক

Health Tips: ঝোপেঝাড়ে পড়ে থাকে! আগাছা ভেবে অবহেলা করেন? এটাই সর্দি-কাশির যম! ব্রঙ্কাইটিসের মহৌষধ, মধু মিশিয়ে খেলেই দ্বিগুণ উপকার, দুর্গন্ধ নিমেষে গায়েব

কাশি, বুকে ব্যথার সমস্যায় ভুগছেন, এই পাতায় উপকার।
কাশি, বুকে ব্যথার সমস্যায় ভুগছেন, এই পাতায় উপকার।
বাসক পাতাকে সর্দি কাশির যম বলে মনে করা হয়। তাই এই আবহাওয়া পরিবর্তনের সময়ে এই পাতার গুরুত্ব অপরিসীম।
বাসক পাতাকে সর্দি কাশির যম বলে মনে করা হয়। তাই এই আবহাওয়া পরিবর্তনের সময়ে এই পাতার গুরুত্ব অপরিসীম।
টিবি-ব্রঙ্কাইটিসের সমস্যা কাটাতে সাহায্য করে বাসক।এই পাতায় থাকে কিছু অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকে। যা হুপিং কাশি, ব্রঙ্কাইটিসের মতো সমস্যাকে দূর করতে সাহায্য করে।
টিবি-ব্রঙ্কাইটিসের সমস্যা কাটাতে সাহায্য করে বাসক।এই পাতায় থাকে কিছু অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকে। যা হুপিং কাশি, ব্রঙ্কাইটিসের মতো সমস্যাকে দূর করতে সাহায্য করে।
বিশেষজ্ঞরা মনে করেন,ঠান্ডা লাগলে বাসক পাতার সঙ্গে মধু মিশিয়ে খেলে উপশম মেলে।
বিশেজ্ঞরা মনে করেন, ঠান্ডা লাগলে বাসক পাতার সঙ্গে মধু মিশিয়ে খেলে উপশম মেলে।
পুষ্টিবিদ কৌশিক দাস বলেন, মাংস পেশিতে টান থেকে শুরু করে, ব্রণর সমস্যায় বাসক পাতা ত্বককে ভাল রাখতেও সাহায্য করে।
পুষ্টিবিদ কৌশিক দাস বলেন, মাংস পেশিতে টান থেকে শুরু করে, ব্রণর সমস্যায় বাসক পাতা ত্বককে ভালো রাখতেও সাহায্য করে।
গায়ের দুর্গন্ধ সরাতে বাসক পাতা বেশ কার্যকরী।
গায়ের দুর্গন্ধ সরাতে বাসক পাতা বেশ কার্যকরী।