সরকারি হাসপাতালে বিনামূল্যে জটিল অপারেশন সফল

Rare Operation at Government Hospital: উল্টোদিকে হার্ট! ১০ লাখে ১ জনের বিরল রোগ, সরকারি হাসপাতালে সফল অপোরেশনে শরীর ঠিক হল

কল্যানি: ফের বিরল অস্ত্রপ্রচার করে নজির গড়ল কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতাল৷ এক রোগিণীর শরীরের ভেতরে হার্ট থেকে বৃহদান্ত্রের অবস্থান সম্পূর্ণ উল্টোদিকে৷ Siatus Inversus Totalis(সাইটেস ইনভার্সাস টোটালিস) এই নাম হয়তো অনেকেই শোনেননি। এটি একটি বিরল রোগ। যা ১০ লাখ মানুষের মধ্যে একজনের কম মানুষের মধ্যে এই রোগ দেখা যায়।

জন্ম থেকেই শরীরের ভেতরের সব কিছু উল্টো অবস্থায় থাকে। যেমন হার্ট থাকার কথা মানুষের বুকের বাম দিকে, কিন্তু এই ক্ষেত্রে হার্ট রয়েছে বুকের ডান দিকে। এমনকি বৃহদান্ত্র থেকে অন্যান্য প্রতঙ্গ উল্টোদিকে অবস্থান। নদিয়ার চাকদহের বাসিন্দা ৬২ বছর বয়সী আরতী গুহ চৌধুরী পেটে ব্যাথা ও রক্তপ্লতা নিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর হাসপাতালের শল্য চিকিৎসক পি কে মোহন্ত জানতে পারেন বিরল রোগের কথা।

আরও পড়ুনIllegal Construction Eviction: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল একাধিক বেআইনি নির্মাণ, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই নড়েচড়ে বসল জেলা প্রশাসন!

এরপর হাসপাতালে তাকে ভর্তি করে প্রায় দু ঘণ্টা ৩০ মিনিটের প্রচেষ্টায় সাত সদস্যের চিকিৎসক দল বৃহদান্ত্রের বিরল অস্ত্রপ্রচার করেন। যেহেতু সব কিছু শরীরের ভেতরে উল্টোদিকে সেহেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অস্ত্রপ্রচার। আপাতত রোগিনী সুস্থ ও স্থিতিশীল। স্বাভাবিকভাবেই এর আগে এই ধরনের অপারেশন সরকারি হাসপাতালে খুব একটি চোখে পড়েনি বলেই জানা যায়। বিনা ব্যয়ে সরকারি হাসপাতালে এই চিকিৎসা পেয়ে খুশি রোগীও তার পরিবার।

Mainak Debnath