Luxury Tour: পাহাড়ের কোলে সুইমিং পুল! বুক জলে ডুবে ছুঁয়ে ফেলুন মেঘ! ছবি দেখেও চোখের শান্তি

পাহাড় মানেই আবেগ পাহাড় মানেই ভালবাসা, প্রত্যেক বছরই এই ভালবাসার টানে দূর দূরান্ত থেকে উত্তরবঙ্গের পাহাড় জঙ্গলে ঘেরা এই শান্ত শীতল পরিবেশে সময় কাটাতে দূরদূরান্ত থেকে ছুটে আসে পর্যটকেরা। আবার অনেকেরি ইচ্ছে থাকে দিনের আলোয় পাহাড়ের কোলে সুইমিং পুলে গা ভিজিয়ে পাহাড়কে উপভোগ করার। এখানে আসলে আপনার সেই স্বপ্নও পূরণ হবে। (সুজয় ঘোষ) 
পাহাড় মানেই আবেগ পাহাড় মানেই ভালবাসা, প্রত্যেক বছরই এই ভালবাসার টানে দূর দূরান্ত থেকে উত্তরবঙ্গের পাহাড় জঙ্গলে ঘেরা এই শান্ত শীতল পরিবেশে সময় কাটাতে দূরদূরান্ত থেকে ছুটে আসে পর্যটকেরা। আবার অনেকেরি ইচ্ছে থাকে দিনের আলোয় পাহাড়ের কোলে সুইমিং পুলে গা ভিজিয়ে পাহাড়কে উপভোগ করার। এখানে আসলে আপনার সেই স্বপ্নও পূরণ হবে। (সুজয় ঘোষ)
চারিদিকে উঁচু উঁচু পাহাড় জঙ্গলে ঘেরা এই জায়গায় রয়েছে শান্তির ছোঁয়া। পাহাড়ের কোলে পাহাড় কেটে তৈরি হয়েছে সুইমিং পুল, এই সুইমিং পুলে স্নান করতে করতে থাকবে দুচোখ ভরে পাহাড়কে উপভোগ করার সুযোগ।শহরের এক ঘেয়েমি জীবন ছেড়ে পাহাড়ের ঝর্ণার জলে পরিপূর্ণ এই সুইমিং পুল এর ঠান্ডা জলে গা ভাসিয়ে নানারকম সুস্বাদু খাবার খাওয়ার মজাটা যেন একটু আলাদা। (প্রতীকী ছবি)
চারিদিকে উঁচু উঁচু পাহাড় জঙ্গলে ঘেরা এই জায়গায় রয়েছে শান্তির ছোঁয়া। পাহাড়ের কোলে পাহাড় কেটে তৈরি হয়েছে সুইমিং পুল, এই সুইমিং পুলে স্নান করতে করতে থাকবে দুচোখ ভরে পাহাড়কে উপভোগ করার সুযোগ।শহরের এক ঘেয়েমি জীবন ছেড়ে পাহাড়ের ঝর্ণার জলে পরিপূর্ণ এই সুইমিং পুল এর ঠান্ডা জলে গা ভাসিয়ে নানারকম সুস্বাদু খাবার খাওয়ার মজাটা যেন একটু আলাদা। (প্রতীকী ছবি)
এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন এখানে প্রচুর হোমস্টে থাকলেও এই জায়গাটি রাস্তার থেকে দূরে একদম নিরিবিলি জায়গায় ,এখানে থাকলে যেমন থাকবে প্রকৃতি কে উপভোগ করার সুযোগ তেমনি পাহাড়ের কোলে সুইমিং পুলে স্নান করার মজা। (প্রতীকী ছবি)
এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন এখানে প্রচুর হোমস্টে থাকলেও এই জায়গাটি রাস্তার থেকে দূরে একদম নিরিবিলি জায়গায় ,এখানে থাকলে যেমন থাকবে প্রকৃতি কে উপভোগ করার সুযোগ তেমনি পাহাড়ের কোলে সুইমিং পুলে স্নান করার মজা। (প্রতীকী ছবি)
তাহলে আর দেরী কিসের এই পুজোর ছুটিতে বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে ঘুরে আসুন দার্জিলিং যাওয়ার পথে রোহিণীর কাছে চিসোপানি।পাহাড় জঙ্গলের মাঝে এই সুন্দর জায়গায় রাত্রিযাপন করলে নিমিষেই মন ভাল হয়ে যাবে আপনার। (প্রতীকী ছবি)
তাহলে আর দেরী কিসের এই পুজোর ছুটিতে বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে ঘুরে আসুন দার্জিলিং যাওয়ার পথে রোহিণীর কাছে চিসোপানি।পাহাড় জঙ্গলের মাঝে এই সুন্দর জায়গায় রাত্রিযাপন করলে নিমিষেই মন ভাল হয়ে যাবে আপনার। (প্রতীকী ছবি)
পাহাড়ি এই গ্রামে থেকে দেখা যাবে রাতের ঝকমকে জোনাকির মতো জ্বলতে থাকা শহর শিলিগুড়ি। দার্জিলিং গিয়েছেন অথচ এই জায়গায় যাননি তাহলে মিস করছেন । তাই আর দেরি না করে অবশ্যই ঘুরে আসুন দার্জিলিং এর বুকে ছোট্ট একটি গ্রাম চিসোপানি থেকে। (প্রতীকী ছবি)
পাহাড়ি এই গ্রামে থেকে দেখা যাবে রাতের ঝকমকে জোনাকির মতো জ্বলতে থাকা শহর শিলিগুড়ি। দার্জিলিং গিয়েছেন অথচ এই জায়গায় যাননি তাহলে মিস করছেন । তাই আর দেরি না করে অবশ্যই ঘুরে আসুন দার্জিলিং এর বুকে ছোট্ট একটি গ্রাম চিসোপানি । (প্রতীকী ছবি)