Heavy Rain, Rainfall, বৃষ্টিপাত, প্রবল বৃষ্টি, জলমগ্ন পাহাড়, জলের স্রোতে ভেসে গেল গাড়ি, জাতীয় সড়কে ধস,

Darjelling News: জলের স্রোতে ভেসে গেল গাড়ি, জাতীয় সড়কে ধস! প্রবল বৃষ্টিতে জলমগ্ন পাহাড়

দার্জিলিং: টানা গরমের পর পাহাড়ে লাগাতার বৃষ্টি। প্রবল বৃষ্টির জেরে ফের বন্ধ পশ্চিমবঙ্গ সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। মঙ্গলবার সকাল থেকেই পাহাড় জুড়ে ভারী বৃষ্টিপাত। যার জেরে দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের রাস্তা দিয়ে নদীর মতো বয়ে চলছে জলের স্রোত, আর সেই স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি।

অন্যদিকে ফের ধস ১০ নং জাতীয় সড়কের বীরিকধারা ২১ মাইলের কাছে। গত জুন মাসে প্রবল বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই জায়গা ফের বৃষ্টির জেরে ১০ নং জাতীয় সড়কে ধস জলে ভাসছে গাড়ি। আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দা। সেইসঙ্গে আতঙ্কিত পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরাও।

আরও পড়ুন: পুষ্টির ভাণ্ডার, ভিটামিনে ঠাসা, করে হজম, কমায় বাড়তি ওজন, তবু কাদের খাওয়া বারণ পেঁপে? ভুল করবেন না, এখনই জানুন

সামনেই দুর্গাপূজা তার আগে ফের বৃষ্টিপাতের জেরে ধসে ক্ষতিগ্রস্ত ১০ নম্বর জাতীয় সড়কের জেরে কপালে হাত পড়েছে সিকিম এবং কালিম্পং এর ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটকদের।

পর্যটনের ভরা মরশুমে যদি ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকে সে ক্ষেত্রে সিকিম বা কালিম্পং যেতে হলে পর্যটকদের অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে পাশাপাশি সমস্যায় পড়বে স্থানীয় বাসিন্দারা।

সুজয় ঘোষ