গাছের চারা বিতরণ করা হচ্ছে

Bangla Video: ফলের বাগান তৈরি করে হয়ে উঠুন স্বনির্ভর! বিনামূল্যে গাছ দিচ্ছে উদ্যানপালন দফতর

মালদহ: ফলের চাষ করেই স্বনির্ভর হতে পারবেন। আর এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে উদ্যান পালন দফতর। উদ্যোগী কৃষকদের এই উদ্যান পালন দফতর পক্ষ থেকে বিভিন্ন ফলের গাছ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

আপনার চাষের জমি থাকলেই সেখানে আপনি তৈরি করতে পারবেন এই সমস্ত ফলের বাগান। যেগুলি চাষ করে আপনি বছরের পর বছর মোটা টাকা আয় করতে পারবেন। চারা গাছ কেনার জন্য বা লালন পালনের জন্য কেমন কোন খরচ নেই। সরকারিভাবে উদ্যান পালন দফতরের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে এই সমস্ত ফলের চারা গাছ।

আরও পড়ুন: সীমান্তের জিরো গ্রাউন্ডে বিশেষ এই দেবীর পুজো! বহু ভক্তের ভিড়

এমনকি সেগুলির রক্ষণাবেক্ষণ পরিচর্যা করার জন্য সমস্ত রকম সাহায্য করা হচ্ছে দফতরের পক্ষ থেকে। এই বছর মালদহ জেলা উদ্যান পালন দফতরের পক্ষ থেকে প্রায় ১১ রকমের ফলের চারা বিতরণ করা হচ্ছে। প্রায় ছয় লক্ষ চারা গাছ গোটা মালদহ জেলা জুড়ে বিলি করা হবে কৃষকদের মধ্যে। এই সমস্ত চারা গাছ গুলির মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির আম গাছ, নারকেল, লিচু পেয়ারা কলা বারোমাসি কাঁঠাল, পেঁপে, লেবু সহ অন্যান্য ফলের গাছ।

উদ্যানপালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, মালদহ জেলায় এ বছর প্রায় ছয় লক্ষ চারা গাছ বিতরণ করা হচ্ছে। কৃষকেরা আবেদন করলেই চারা গাছ পাবেন। এবছর ১১ রকমের ফলের গাছ দেওয়া হচ্ছে। উদ্যানপালন দফতর সূত্রে জানা গিয়েছে এই বছর মালদহ জেলায় সবচেয়ে বেশি বিতরণ করা হবে আম গাছের চারা। এই বছর চারটি প্রজাতির আমগাছ বিতরণ করা হচ্ছে কৃষকদের মধ্যে। এছাড়াও উচ্চ ফলনশীল পেয়ারা ও উচ্চ ফলনশীল কলা গাছ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের বারোমাসি কাঁঠাল গাছ প্রদান করা হচ্ছে। এই কাঁঠাল গাছের সারাবছর ফলন হবে। কৃষকেরা উদ্যান পালন দফতরে আবেদন করলেই এই সমস্ত চারা গাছগুলি পাবেন।

হরষিত সিংহ