ছুটির দিন হলেই মন চায় পাহাড় আর পাহাড়। এই পাহাড়ের টানে প্রত্যেক বছর দূর-দূরান্ত থেকে উত্তরবঙ্গে ছুটে আসে প্রচুর পর্যটক। গরমের ছুটি হোক বা পুজোর ছুটি পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে পাহাড়। পাহাড়ে ঘুরতে আসা প্রচুর পর্যটক ঘুরতে এসেই বিভিন্ন লোকাল নেপালি জনজাতির হাতের তৈরি খাওয়ার টেস্ট করে থাকে।

Darjeeling rainfall alert: উত্তরবঙ্গ জুড়ে ভয়ঙ্কর দুর্যোগ! প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ফালাফালা হবে একাধিক জেলা

এই সপ্তাহেও বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না গোটা বাংলা। উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপ আছে। ফলে বৃষ্টি চলবে।
এই সপ্তাহে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না গোটা বাংলা উত্তর থেকে দক্ষিণ। দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপ আছে ফলে বৃষ্টিপাত চলবে।
বুধবার দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে।
বুধবার দার্জিলিং, কালিম্পং ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের ৫ জেলায় হলুদ সতর্কতা জারি থাকায় সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার এই পাচ জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের পাঁচ জেলায় হলুদ সর্তকতা জারি থাকায় সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবারও এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।
আইএমডির রিপোর্ট অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী সাতদিন উত্তরের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন উত্তরের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।