জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত 

Heavy Rainfall: অতিবৃষ্টিতে জীবনযাত্রা বিপন্ন গ্রামের, বক্সা পাহাড়ে ধস! প্রাণ হাতে নিয়েই ‌যাতায়াত স্থানীয়দের

আলিপুরদুয়ার: প্রবল বৃষ্টিতে বক্সা পাহাড়ে ধস,আর এর ফলে খুবই বিপদজনক অবস্থায় প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের।বক্সা পাহাড়ে রয়েছে ১৩ টি গ্রাম।

অতিবৃষ্টিতে জীবনযাত্রা বিপন্ন গ্রামের মানুষদের।এছাড়া অসুস্থ রোগীদের পাহাড় থেকে হাটাপথে নিচে নামিয়ে আনতে খুবই সমস্যায় পড়তে হচ্ছে বক্সা পাহাড়ের বাসিন্দাদের। একনাগারে বৃষ্টির কারণে গভীর রাতে ধস নামে বক্সা পাহাড়ের সদর বাজার এলাকায়। যার ফলে সমস্যায় পড়েন বাসিন্দারা।পাশাপাশি, ধস পড়ায় ক্ষতিগ্রস্ত হয় সরকারি জলের প্রকল্পের পাইপও।ফলে জল কষ্টেও ভুগছেন বাসিন্দারা।জল প্রবেশ করছে এলাকাবাসীদের ঘরে।প্রশাসনের কাছে সাহায্যের আর্জি বক্সা পাহাড়ের বাসিন্দাদের।

আরও পড়ুন – অবসর নিয়ে নিয়েছিলেন! কিন্তু খেলবেন বিরাট- রোহিত, মেগা ঘোষণা বোর্ড সচিব জয় শাহের, কোথায়, কখন জয়-বীরু ফের একসঙ্গে

কালচিনি ব্লকের প্রত্যন্ত ও দুর্গম এলাকা হল বক্সা পাহাড়। মূলত গাড়ি চলাচলের রাস্তা না থাকায় পাহাড়ের এই আঁকাবাঁকা ও পাথুরে পথ দিয়েই যাতায়াত করতে হয় বাসিন্দাদের। কেউ অসুস্থ হলে কাঁধে করে সেই পথ দিয়েই নিয়ে আসা হয় রোগীকে। ধস নামায় আরও সমস্যায় পড়েছেন বাসিন্দারা। ধসের ফলে সমতল থেকে বক্সার একাধিক গ্রামে চলাচল ও যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায়। তবে দরকারে সেই পথ দিয়েই পারাপার হচ্ছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে বক্সা পাহাড়ের বাসিন্দারা জানান, সান্তালবাড়ি থেকে বক্সা ফোর্ট ওঠার পথ,সহ একাধিক পাহাড়ি গ্রামে যাওয়ার রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এছাড়া জলের পাইপও ক্ষতিগ্রস্ত হয়েছে।শীঘ্র কোনো ব্যবস্থা না নিলে কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের জানান হয়েছে বৃষ্টি থাকায় কাজ করা যাচ্ছে না।
Annanya Dey