হেলমেট পড়ে সাইকেলে দেবাশিস

Helmet Use: ‘চোখে আঙুল দাদা’- গায়ে নামাবলী, মাথায় হেলমেট, সাইকেল চালিয়ে কোথায় যাচ্ছেন পুরুত মশায়

মুর্শিদাবাদ:  বাইক চালানোর সময়ে অনেকেই হেলমেট ব্যবহার করেন না। কিন্তু নিজের সুরক্ষার কথা মাথায় রেখে পেশায় পুরোহিত দেবাশিস ভট্টাচার্য হেলমেট পড়েই তিনি দু’পায়ের প্যাডেল ভর করে সাইকেল চালিয়ে থাকেন। বহরমপুর শহরে হেলমেট পরেই সাইকেল চালিয়ে মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছেন দেবাশিস ভট্টাচার্য।

হেলমেট না পড়ে বাইক চালাতে গিয়েই দুর্ঘটনার সম্মুখীন হতে হয় বহু  আরোহীকে। মাথায় হেলমেট না থাকার কারণে জীবনহানির মতো মারাত্মক ক্ষতিও হয়ে যেতে পারে৷ যার কারণে নিত্যদিন বেড়েই চলেছে দুর্ঘটনার সংখ্যা। তারপরেও অনেক বাইক আরোহী এখনও পর্যন্ত মাথায় হেলমেট ব্যবহার করেন না। সেই বাইক আরোহীদের হেলমেট ব্যবহার  করার জন্য বার্তা দিয়ে এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেন বহরমপুরের এই পুরুত ঠাকুর৷

আরও পড়ুন – T20 World Cup 2024: সুপার ৮ এ পৌঁছেই বদলে গেল যুদ্ধের ছক, প্লেয়িং ইলেভেনের কম্বিনেশনের ব্লু প্রিন্ট ফাঁস, কার গলায় কোপ

বহরমপুর শহরের যুবক পেশায় পুরোহিত। দৈনন্দিন বিভিন্ন দেব দেবির মন্দিরে পুজো করে থাকেন। বহরমপুর শহরে সাইকেল চালিয়ে বিভিন্ন মন্দিরে যাওয়া বা আসার সময়ে তিনি সাইকেল চালিয়ে যাত্রা করে থাকেন। তবে তার দাবি, যে সমস্ত বাইক আরোহী আছেন, যাঁরা হেলমেট ব্যবহার করেন না তাঁদের জন্য মূলত তাঁর এই হেলমেট পরে সাইকেল চালানোর প্রয়াস৷

মুর্শিদাবাদ জেলাতে দৈনন্দিন গড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু সংখ্যার বৃদ্ধি হচ্ছে। বারবার পথ নিরাপত্তা সপ্তাহের কথা বলা হলেও সুরাহা হয়নি। দৈনন্দিন বিনা হেলমেটেই বাইক চালাতে গিয়েই ঘটে দুর্ঘটনা। বহরমপুরের যুবকের এ হেন কাণ্ডে সবাই  ভূয়সী প্রশংসা করেছেন।

Kaushik Adhikary