বেতন না মেলায় কর্মবিরতির ডাক

South Dinajpur News: মাসের পর মাস বেতন নেই! অবশেষে কাজই বন্ধ করে দিলেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা

দক্ষিণ দিনাজপুর: দিন দিন বকেয়ার পরিমাণ বাড়ছে। বর্তমানে বকেয়ার পরিমাণ প্রায় আড়াই কোটি দাঁড়িয়েছে। নয় মাস পার হয়ে যাবার পরেও মিলছে না বেতন। ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হাসপাতালে ১০৫ জন কর্মীসহ তাদের পরিবারকে। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও এজেন্সির মালিককে একাধিকবার জানিয়েও সমাধান হয়নি। তাই নিয়মিত বেতনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো ভবনের অস্থায়ী কর্মীদের।

অস্থায়ী কর্মীদের পক্ষ থেকে জানা যায়,টাকা চাইতে গেলে বলছে ৫০০ নাও, ১০০০ টাকা নাও। শুধুমাত্র জেলা হাসপাতাল নয়, ওই এজেন্সির মাধ্যমে কাজ করা গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের অস্থায়ী কর্মীরাও বন্ধের ডাক দিয়েছে। এনিয়ে আগেই জেলার অস্থায়ী কর্মীরা বিষয়টি নিয়ে জেলা হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছিলেন। এদিকে অস্থায়ী কর্মীরা কর্মবিরতি করলে হাসপাতালের পরিষেবা ব্যহত হলে রোগী সহ তাদের পরিজনদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে। হাসপাতালের নোংরা আবর্জনা পরিস্কার হবে না।

আরও পড়ুন:স্বামী স্ত্রী-র সম্পর্ক তলানিতে এসে ঠেকল! জ্যোতিষের পরামর্শে কয়েকটি বদল, পুরনো প্রেম ঘরে ফিরল বলে…

অভিযোগ, গত বছর সেপ্টেম্বর মাস থেকে নিয়মিত টাকা পাচ্ছেন না এজেন্সি। যার ফলে অস্থায়ী কর্মীদের সময়মতো বেতন দিতে পারছেন না তাঁরা। এদিকে এনিয়ে ওই এজেন্সির তরফ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসককে লিখিত বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোন লাভ হয়নি। বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো ভবনে প্রায় ১০০-র বেশি অস্থায়ী কর্মী রয়েছে। বালুরঘাটে জেলা হাসপাতালের পুরোনো ভবনে কর্মীরা একটি এজেন্সি মাধ্যমে কাজ করে থাকেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী