অফবিট পর্যটন কেন্দ্র 

Off beat tourist destinations: উত্তরবঙ্গে তো অনেক গেলেন, পুজোয় চলুন ছবির মতো সুন্দর অচেনা ছ’টি জায়গায়

চিলাপাতাঃ জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা জাতীয় উদ্যানের মধ্যবর্তী হাতি করিডোর চিলাপাতা একটি ঘন বনভূমি। এটি হাসিমারা শহর থেকে সামান্য দূরে এবং আলিপুরদুয়ার থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।  বন্যপ্রাণী ফটোগ্রাফার এবং অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের জন্যে সেরা ঠিকানা। ঘন বনের অভ্যন্তরের পরিবেশের স্বাদ উপভোগ করেন।
চিলাপাতাঃ জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা জাতীয় উদ্যানের মধ্যবর্তী হাতি করিডোর চিলাপাতা একটি ঘন বনভূমি। এটি হাসিমারা শহর থেকে সামান্য দূরে এবং আলিপুরদুয়ার থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।  বন্যপ্রাণী ফটোগ্রাফার এবং অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের জন্যে সেরা ঠিকানা। ঘন বনের অভ্যন্তরের পরিবেশের স্বাদ উপভোগ করেন।
টোটো পাড়াঃ এবার পুজোতে আপনি যদি পাহাড় এবং জঙ্গলের মধ্যবর্তী অ্যাডভেঞ্চার টুরের মধ্যে থাকতে চান তা হলে টোটোপাড়া গ্রামের মধ্যেই রয়েছে পর্যটকদের থাকার ব্যবস্থা। স্বল্প খরচের মধ্যেই গ্রামের দেশি মুরগি সহ বিভিন্ন গ্রামের অর্গানিক সবজির খাবার-দাবার রয়েছে। আগে থেকেই বুকিং করে নিন।
টোটো পাড়াঃ এবার পুজোতে আপনি যদি পাহাড় এবং জঙ্গলের মধ্যবর্তী অ্যাডভেঞ্চার টুরের মধ্যে থাকতে চান তা হলে টোটোপাড়া গ্রামের মধ্যেই রয়েছে পর্যটকদের থাকার ব্যবস্থা। স্বল্প খরচের মধ্যেই গ্রামের দেশি মুরগি-সহ বিভিন্ন গ্রামের অর্গানিক সবজির স্বাদ নিতে পারেন। আগে থেকেই বুকিং করে নিন।
গেরিগাঁও গ্ৰামঃ অসাধারণ শান্তির খোঁজ রয়েছে এই গ্রামে। পুজোর ছুটিতে এক-দু'দিনের এই অফবিট জায়গায় ঘুরে আসুন । তারপর তা যদি পাহাড়ের কোলে হয় তাহলে তো আর কথাই নেই। এই রকমই পাহাড় ঘেরা অফবিট ডেস্টিনেশনের এক নতুন ঠিকানা হতে পারে ভারত-ভূটান সীমান্তের জয়গাঁর পাহাড়ি গ্রাম গেরিগাঁও।
গেরিগাঁও গ্ৰামঃ অসাধারণ শান্তির খোঁজ রয়েছে এই গ্রামে। পুজোর ছুটিতে এক-দু’দিনের এই অফবিট জায়গায় ঘুরে আসুন। তারপর তা যদি পাহাড়ের কোলে হয়, তাহলে তো আর কথাই নেই। এই রকমই পাহাড় ঘেরা অফবিট ডেস্টিনেশনের এক নতুন ঠিকানা হতে পারে ভারত-ভূটান সীমান্তের জয়গাঁর পাহাড়ি গ্রাম গেরিগাঁও।
বৈকন্ঠপুর জঙ্গলঃ শিলিগুড়িতে নামার পর এক রাত্রি বৈকুন্ঠপুর জঙ্গলের চারদিক ঘুরে আসতে পারেন। মনে থেকে যাবে আজীবন। ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই জায়গায় রাতে যাপনের পাশাপাশি থাকবে উত্তরের চিংড়ি, বোরলি থেকে শুরু করে নানান স্বাদের খাবারের সম্ভার। ইতিহাসকে জানবার এবং গ্রামের সংস্কৃতিকে কাছ থেকে পরখ করে দেখবার অনন্য সুযোগ হাতছাড়া করবেন না।
বৈকন্ঠপুর জঙ্গলঃ শিলিগুড়িতে নামার পর এক রাত্রি বৈকুন্ঠপুর জঙ্গলের চারদিকে ঘুরে আসতে পারেন। মনে থেকে যাবে আজীবন। ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই জায়গায় রাত্রিযাপনের পাশাপাশি থাকবে উত্তরবঙ্গের চিংড়ি, বোরলি থেকে শুরু করে নানান স্বাদের খাবারের সম্ভার। ইতিহাসকে জানার এবং গ্রামের সংস্কৃতিকে কাছ থেকে পরখ করে দেখবার অনন্য সুযোগ হাতছাড়া করবেন না।
চিসাংঃ চিসাং কালিম্পং জেলার একটি ছোট মনোরম গ্রাম। জায়গাটি নাথুলা রেঞ্জ এবং ভুটানের তেন্দু উপত্যকার অসাধারণ দৃশ্য চোখ ধাধায়। চিসাং এর আসল সৌন্দর্য তার অনন্য ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিহিত।  ঔষধি ভেষজ এবং জৈব এলাচের বিশ্ব-বিখ্যাত উৎপাদনের জন্যও পরিচিত চিসাং।
চিসাংঃ চিসাং কালিম্পং জেলার একটি ছোট মনোরম গ্রাম। জায়গাটি নাথুলা রেঞ্জ এবং ভুটানের তেন্দু উপত্যকার অসাধারণ দৃশ্য চোখ ধাঁধায়। চিসাংয়ের আসল সৌন্দর্য তার অনন্য ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিহিত।  ঔষধি ভেষজ এবং জৈব এলাচের উৎপাদনের জন্যও পরিচিত চিসাং।
রিম্বিকঃ ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় স্থান রিম্বিক। এখানকার অন্যতম দর্শনীয় পর্যটন স্পট হল রিম্বিক মঠ, তিব্বত এবং নেপালের স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। দর্শনার্থীরা হিমালয়ের সমৃদ্ধ ঐতিহ্য দেখতে এবং মঠের প্রত্নবস্তু, প্রার্থনার আচারগুলি সামনে থেকে দেখার সুযোগ সিংগালিলা ন্যাশনাল পার্ক, তার বৈচিত্র্যময় বন্যপ্রাণী এবং মনোরম হাইকিং ট্রেইলের জন্য পরিচিত এই এলাকার কাছাকাছি আরেকটি বিশিষ্ট আকর্ষণ। সিঙ্গালিলা রিজ ট্রেক জাতীয় উদ্যানের কেন্দ্রীয় ইভেন্টগুলির মধ্যে একটি। সারা বিশ্ব থেকে অভিযাত্রীরা হিমালয় পর্বতশৃঙ্গের পাশাপাশি কুখ্যাত কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখার জন্য জড়ো হয়।
রিম্বিকঃ ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় স্থান রিম্বিক। এখানকার অন্যতম দর্শনীয় পর্যটন স্পট হল রিম্বিক মঠ, তিব্বত এবং নেপালের স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। দর্শনার্থীরা হিমালয়ের সমৃদ্ধ ঐতিহ্য দেখতে এবং মঠের প্রত্নবস্তু, প্রার্থনার আচারগুলি সামনে থেকে দেখার সুযোগ রয়েছে। সিংগালিলা ন্যাশনাল পার্ক, তার বৈচিত্র্যময় বন্যপ্রাণী এবং মনোরম হাইকিং ট্রেইলের জন্য পরিচিত এই এলাকার কাছাকাছি আরেকটি বিশিষ্ট আকর্ষণ। সিঙ্গালিলা রিজ ট্রেক জাতীয় উদ্যানের কেন্দ্রীয় ইভেন্টগুলির মধ্যে একটি। সারা বিশ্ব থেকে অভিযাত্রীরা হিমালয় পর্বতশৃঙ্গের পাশাপাশি কুখ্যাত কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখার জন্য জড়ো হয়।