চলছে চোখের চিকিৎসা 

South 24 Parganas News: সুন্দরবনে বাড়ছে চোখের সমস্যা, সমাধানে নন্দকুমারপুরে তৈরি উন্নতমানের হাসপাতাল

নন্দকুমারপুর: দিনের পর দিন সুন্দরবনের বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা দিচ্ছে চোখের সমস্যা। সেই সমস্যা সমাধান করতে যেতে হচ্ছিল প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরের হাসপাতাল গুলিতে। সেজন্য এই সমস্যা দূর করতে নন্দকুমারপুরে তৈরি হচ্ছে উন্নতমানের হাসপাতাল। উন্নতমানের চিকিৎসা মিলবে এখানে। সুন্দরবনের বিভিন্ন এলাকার প্রধান সমস্যা হল যোগাযোগ ব্যবস্থার সমস্যা। এই সমস্যার জন্য সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষজন অধিকাংশ সময় চোখের চিকিৎসা সঠিক সময়ে করেন না।ফলে সমস্যা বাড়ে দিনের পর দিন।

আরও পড়ুন:  রোদ যত চড়া হয় ততই রোজগারের সুযোগ বাড়ে! অসহায় মানুষগুলো শেষে পেল স্বস্তি

এই সমস্যা সমাধান করতে নন্দকুমারপুরে তৈরি হল উন্নতমানের চক্ষু হাসপাতাল। আধুনিক যন্ত্রপাতি দিয়ে এখানে চিকিৎসা করা হবে। বছরে ২০০০ মানুষের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে এখান থেকেই। পরে সুন্দরবনের আরও অনেকেগুলি দ্বীপে খোলা হবে এই কেন্দ্র। এই হাসপাতাল নিয়ে আশাবাদী উদ্যোক্তারা। তারা জানিয়েছেন সুন্দরবনের এই হাসপাতাল কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন বড় চক্ষু হাসপাতালকে টেক্কা দেবে। সুন্দরবনে এধরণের বড় চক্ষু হাসপাতাল তৈরি হওয়ায় খুশি সকলেই। আগামী দিনে সুন্দরবন এলাকার মানুষজনের চোখের সমস্যা দূর করতে এই হাসপাতাল যে কাজ করবে তা আর বলার অপেক্ষা রাখেনা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নবাব মল্লিক