অনেকেই দিনের বেলা ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে। তবে সুরাপানে আসক্ত একজন ব্যক্তি দিনের বেলায় হাজার ব্যস্ততার মাঝেও একটু ফাঁক খুজে মদ্যপান করবেন। দিনের বেলা মদ্যপানের এই অভ্যেস থেকে বোঝা যায়, সেই ব্যক্তি অ্যালকোহলে আসক্ত কি না!

বলুন তো বিশ্বের কোন দেশে সব থেকে বেশি মদ বিক্রি হয়? ভারত ধারে-কাছে নেই!

মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তবে বহু মানুষ নিয়মিত মদ্যপান করেন। অনেকে অবশ্য শখেও পান পেয়ালায় চুমুক দেন।
মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তবে বহু মানুষ নিয়মিত মদ্যপান করেন। অনেকে অবশ্য শখেও পান পেয়ালায় চুমুক দেন।
ভারতের মধ্যে সব থেকে বেশি মদ বিক্রি হয় ছত্তিশগঢ়ে। তার পর ত্রিপুরা। তবে জানেন কি, সারা বিশ্বের মধ্যে কোন দেশে সব থেকে বেশি মদ বিক্রি হয়!
ভারতের মধ্যে সব থেকে বেশি মদ বিক্রি হয় ছত্তিশগঢ়ে। তার পর ত্রিপুরা। তবে জানেন কি, সারা বিশ্বের মধ্যে কোন দেশে সব থেকে বেশি মদ বিক্রি হয়!
এই তালিকায় সবার উপরে আছে জার্মানি। সেখানে একজন বাসিন্দা সারা বছরে গড়ে ১২.৭৯ লিটার মদ পান করেন।
এই তালিকায় সবার উপরে আছে জার্মানি। সেখানে একজন বাসিন্দা সারা বছরে গড়ে ১২.৭৯ লিটার মদ পান করেন।
দ্বিতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড। সেখানে জন প্রতি ১২.৭৫ লিটার মদ বিক্রি হয় প্রতি বছরে।
দ্বিতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড। সেখানে জন প্রতি ১২.৭৫ লিটার মদ বিক্রি হয় প্রতি বছরে।
তিন ও চার নম্বরে যথাক্রমে রয়েছে স্পেন ও লুক্সেমবার্গ।
তিন ও চার নম্বরে যথাক্রমে রয়েছে স্পেন ও লুক্সেমবার্গ।
পাঁচ ও ৬ নম্বরে রয়েছে ফ্রান্স ও স্লোভেনিয়া।
পাঁচ ও ৬ নম্বরে রয়েছে ফ্রান্স ও স্লোভেনিয়া।
পর্তুগাল, অস্ট্রিয়া, পোল্যান্ড, ইউনাইটেড কিংডম রয়েছে সাত, আট, ৯ ও দশ নম্বরে।
পর্তুগাল, অস্ট্রিয়া, পোল্যান্ড, ইউনাইটেড কিংডম রয়েছে সাত, আট, ৯ ও দশ নম্বরে।