হিরণ চট্টোপাধ্যায়

BJP: চরম রেগে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে এলেন, একরাশ ক্ষোভ উগরে হিরণ যা বললেন…

ঘাটাল: নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকলে কী কাজ করবে? ফের জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আনলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। নির্বাচনের দিনও ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন হিরণ, এ বার ফের পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন গণনাকেন্দ্রেও। সকালে গণনা কেন্দ্রে প্রবেশ করলেও বেরিয়ে তিনি একরাশ অভিযোগ করেন। তার অভিযোগ, সার্ভিস কার্ড দেখতে চাইলে দেখাচ্ছে না কমিশনের সদস্যরা।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রে দু’বারের বিদায়ী সাংসদ দেবের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিজেপির হিরণ। মঙ্গলবার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে গণনা চলছে ঘাটাল লোকসভা কেন্দ্রের। এ দিন সকালে তিনি গণনা কেন্দ্রে প্রবেশ করেন। তবে বেশ কিছুক্ষণ থাকার পর গণনা কেন্দ্র থেকে বাইরে এসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন।

আরও পড়ুনঃ ৫২ বছর পর, জ্যোতি বসুর গড় উদ্ধার করতে পারবেন CPIM-এর তন্ময়? তুঙ্গে জল্পনা

তিনি অভিযোগ করেছেন সার্ভিস কার্ড দেখতে চাইলে তাকে দেখানো হচ্ছে না। অন্যদিকে বেশ সার্ভিস আইডি কার্ড ছাড়া অস্থায়ী কর্মীদের গণনা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। স্বাভাবিকভাবে তিনি প্রশ্ন করলে তার কোন সদুত্তর তিনি পাননি। শুধু তাই নয়, এরপর তিনি ইলেকশন কমিশনের সিইওর কাছে ফোনের মধ্য দিয়ে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। এ ছাড়াও ইলেকশন অবজারভার-সহ পিআরও-র বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

প্রসঙ্গত, এ বারে ঘাটালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ এবং তৃণমূলের ভোটে লড়ছেন দীপক অধিকারী ওরফে দেব। দেব দু’বারের সাংসদ। তবে এবারে নির্বাচনে জোর হাড্ডাহাড্ডি ঘাটালের।

রঞ্জন চন্দ