বীরভূম, লাইফস্টাইল Home Remedies for Boils: ফোঁড়া পাকছে না? বা পেকে গেলেও ফাটছে না? অসহ্য যন্ত্রণা? এই ঘরোয়া উপায়ে ফোড়া সারান মাত্র ১ রাতেই Gallery October 14, 2024 Bangla Digital Desk এই ঠান্ডা গরমের আবহাওয়ায় অনেকের গায়ে লোম ফোঁড়া হয়ে থাকে। তবে এই ফোঁড়া থেকে ঘরোয়া পদ্ধতিতে সমাধান মিলবে।এমন জানাচ্ছেন বিশিষ্ট ডাক্তার পারমিতা সেনগুপ্ত। যেমন নিমপাতা এই নিম পাতা সকালবেলায় খালি পেটে তিন থেকে চারটে নিমপাতা গরম জল দিয়ে চিবিয়ে খেলে রক্ত পরিষ্কার হবে।এর পাশাপাশি নিমপাতা বেটে ফোঁড়ার মধ্যে লাগাতে পারেন তাতেও মিলবে উপকার। জলে নিমপাতা আর কাঁচা হলুদ বাটা দিয়েও স্নান করতে পারেন।লবঙ্গ, তেজপাত, নিমপাতা, তুলসিপাতা আর হলুদ একসঙ্গে ফুটিয়ে স্নানের জলে ব্যবহার করুন।এতেও কিন্তু উপকার পাওয়া যায়। ক্যাস্টর অয়েলে আছে শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। যা ফোঁড়া সারাতে দুর্দান্ত কাজ করে। ফোঁড়া না পাকা অব্দি প্রতিদিন এই তেল ব্যবহার করুন। ঘরোয়া সমাধান হিসেবে কাঁচা শসাবাটা ব্যবহার করে দেখতে পারেন। কাঁচা শসা বেটে বা পেস্ট করে আক্রান্ত স্থানে লাগিয়ে রেখে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।দিনে দুই–তিনবার এমন করুন।