রাত পোহালেই শনিবার শ্রাবণ সংক্রান্তি৷ শ্রাবণ সংক্রান্তির পুণ্যতিথিতে অনেক বাড়িতে মনসাপূজা হয়৷ আবার এটা মহাদেবের মাস বলে দেবাদিদেবের পুজোও করা হয়৷

Sawan Sankranti Dos & Donts: রাত পোহালেই শ্রাবণ সংক্রান্তি! ৫ টা বা ৭ টা লবঙ্গ দিয়ে এই কাজ করলেই বাস্তুদোষ কেটে হবে অর্থবৃষ্টি

রাত পোহালেই শনিবার শ্রাবণ সংক্রান্তি৷ শ্রাবণ সংক্রান্তির পুণ্যতিথিতে অনেক বাড়িতে মনসাপূজা হয়৷ আবার এটা মহাদেবের মাস বলে দেবাদিদেবের পুজোও করা হয়৷
রাত পোহালেই শনিবার শ্রাবণ সংক্রান্তি৷ শ্রাবণ সংক্রান্তির পুণ্যতিথিতে অনেক বাড়িতে মনসাপূজা হয়৷ আবার এটা মহাদেবের মাস বলে দেবাদিদেবের পুজোও করা হয়৷

 

এ বছর শ্রাবণমাসের শেষ দিন পড়েছে শনিবার৷ তাই গুরুত্ব ও মাহাত্ম্য বেড়েছে বহুগুণে৷ কারণ সপ্তাহের এই দিনটি শনি মহারাজেরও দিন৷
এ বছর শ্রাবণমাসের শেষ দিন পড়েছে শনিবার৷ তাই গুরুত্ব ও মাহাত্ম্য বেড়েছে বহুগুণে৷ কারণ সপ্তাহের এই দিনটি শনি মহারাজেরও দিন৷

 

এই দিনে করুন কিছু নির্দিষ্ট কাজ৷ জীবনে বাধা বিপত্তি দূর হয়ে পূর্ণ হবে মনস্কামনা৷ বলছেন পণ্ডিত রাজকুমার শাস্ত্রী৷
এই দিনে করুন কিছু নির্দিষ্ট কাজ৷ জীবনে বাধা বিপত্তি দূর হয়ে পূর্ণ হবে মনস্কামনা৷ বলছেন পণ্ডিত রাজকুমার শাস্ত্রী৷

 

শ্রাবণ সংক্রান্তির দিন খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ুন৷ প্রথমে নিজের করতল দর্শন করুন৷ তার পর ভূমিকে প্রণাম করে সেখানে আপনার পা ফেলুন৷
শ্রাবণ সংক্রান্তির দিন খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ুন৷ প্রথমে নিজের করতল দর্শন করুন৷ তার পর ভূমিকে প্রণাম করে সেখানে আপনার পা ফেলুন৷

 

এদিন মহাদেবের পুজোয় নিবেদন করুন পঞ্চামৃত, কালো তিল, কালো অড়হর ডাল এবং তাঁর প্রিয় নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল৷
এদিন মহাদেবের পুজোয় নিবেদন করুন পঞ্চামৃত, কালো তিল, কালো অড়হর ডাল এবং তাঁর প্রিয় নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল৷

 

শিবলিঙ্গে কালো তিল এবং অড়হর ডাল নিবেদন করলে দূর হয় বাস্তুদোষ৷ ভাগ্যসঙ্কট কেটে গিয়ে জীবনে আসে অর্থবৃষ্টি৷
শিবলিঙ্গে কালো তিল এবং অড়হর ডাল নিবেদন করলে দূর হয় বাস্তুদোষ৷ ভাগ্যসঙ্কট কেটে গিয়ে জীবনে আসে অর্থবৃষ্টি৷

 

এদিন পুজোয় অবশ্যই ধুনো ব্যবহার করুন৷ নারকেলের ছোবড়ায় ধুনো দিয়ে সেই ধোঁয়া ছড়িয়ে বাড়ির সব কোণে৷
এদিন পুজোয় অবশ্যই ধুনো ব্যবহার করুন৷ নারকেলের ছোবড়ায় ধুনো দিয়ে সেই ধোঁয়া ছড়িয়ে বাড়ির সব কোণে৷

 

পুজোর থালায় রাখুন ৫টি বা ৭ টি বৃন্ত-সহ নিখুঁত লবঙ্গ৷ পুজো হয়ে যাওয়ার পর ধুনোর সঙ্গে জ্বালান এই লবঙ্গগুলি৷ ধুনো না থাকলে কর্পূরের সঙ্গেও জ্বালাতে পারবেন লবঙ্গদানাগুলি৷ বাড়ির সর্বত্র ছড়িয়ে দিন সেই পবিত্র ধোঁয়া৷ দূর হবে বাস্তুদোষ৷
পুজোর থালায় রাখুন ৫টি বা ৭ টি বৃন্ত-সহ নিখুঁত লবঙ্গ৷ পুজো হয়ে যাওয়ার পর ধুনোর সঙ্গে জ্বালান এই লবঙ্গগুলি৷ ধুনো না থাকলে কর্পূরের সঙ্গেও জ্বালাতে পারবেন লবঙ্গদানাগুলি৷ বাড়ির সর্বত্র ছড়িয়ে দিন সেই পবিত্র ধোঁয়া৷ দূর হবে বাস্তুদোষ৷