চা পাতা

Tea leaves insects treatment: চা বাগানের সবুজ পাতায় লাল পোকার হানা! কীভাবে রেহাই পাবেন জানালেন কৃষি বিশেষজ্ঞ

জলপাইগুড়ি: রেড স্পাইডারের হামলায় নাকাল ডুয়ার্সের চা বাগান। চিন্তায় কপালে ভাঁজ পড়েছে চা শ্রমিকদের। কীভাবে হবে অর্থ উপার্জন? ভেবেই দিশেহারা অবস্থা চা বাগানের মালিক থেকে শুরু করে শ্রমিকদের। সবুজ গালিচায় যদি পাতাই না থাকে তা হলে অর্থ উপার্জনও হবে না তাদের। রোজগারের পথে ভিলেন হয়ে দাঁড়িয়েছে রেড স্পাইডার। আবহাওয়ার খামখেয়ালিতে উত্তরের চা বলয়ে ‘রেড স্পাইডারে’র হামলা শুরু। দোসর হয়েছে রাক্ষুসে‘সবুজখেকো’পোকা “লুপার”।

উত্তরে গরমের পারদ চরচড়িয়ে বাড়তেই রেড স্পাইডার এবং লুপারের হামলায় চা পাতা ধ্বংসের পথে। রোগ পোকার হাত থেকে চা বাগানকে বাঁচাতে বড় চা বাগান কর্তৃপক্ষ পোকা মোকাবিলার ব্যবস্থা নিলেও বিপাকে পড়েছেন উওরবঙ্গে হাজার ক্ষুদ্র চা চাষি। তাঁদের কথায়, কৃত্রিম সেচ এবং রাসায়নিক ওষুধ স্প্রে জরুরি হয়েছে। কিন্তু খরচ এতটাই যে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণে, একদিকে যেমন চা পাতার উৎপাদন কমে যাওয়ার শঙ্কা বেড়েছে।

আরও পড়ুন:লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা অ্যাকাউন্ট থেকে তুলতে গিয়ে হাওয়া, স্বামী এখন ২ ফুটফুটে সন্তান নিয়ে…

অন্যদিকে চা পাতার গুণমান তলানিতে পৌঁছনোর আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয় নিয়ে জলপাইগুড়ি কৃষি দফতরের আধিকারিক ডঃ মেহবুব আহমেদ জানান, প্রতিটি বাগানকে জল সেচের ব্যবস্থা করতে হবে এবং যেসব কীটনাশক দেওয়া দরকার সেসব কীটনাশক বিকেলের দিকে ব্যবহার করতে হবে তা হলেই একমাত্র এই সমস্যার মোকাবিলা করা সম্ভব হবে। উত্তরের বহু চা বাগানের চা পাতার রং এখন তাপের প্রভাবে ঝলসে গেছে। একদিকে যেমন চা পাতা নষ্ট হয়ে যাচ্ছে অন্যদিকে, ঝলসে লাল রঙ ধরছে পাতায়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুরজিৎ দে