এসি চলছে, কিন্তু ঘর ঠিক মতো ঠান্ডা হচ্ছে না? ‘এই’ পার্টস খারাপ হয়নি তো? সাবধান!

দেশের বিভিন্ন জায়গায় বর্ষার আগমন ঘটলেও অস্বস্তির গরম কিন্তু কাটছেই না। আর গরম থেকে মুক্তি দিতে পারে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি। তবে এসি-র নিয়মিত রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। আর এসি যাতে ঘর ঠান্ডা করতে পারে, তার জন্য এসি-র ফিল্টার নিয়মিত পরিষ্কার রাখা আবশ্যক।
দেশের বিভিন্ন জায়গায় বর্ষার আগমন ঘটলেও অস্বস্তির গরম কিন্তু কাটছেই না। আর গরম থেকে মুক্তি দিতে পারে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি। তবে এসি-র নিয়মিত রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। আর এসি যাতে ঘর ঠান্ডা করতে পারে, তার জন্য এসি-র ফিল্টার নিয়মিত পরিষ্কার রাখা আবশ্যক।
বিশেষ করে ১-২ মাস অন্তর এই ফিল্টার পরিষ্কার করা উচিত। আসলে এসি ফিল্টার পরিষ্কার রাখলে এসি-র কর্মদক্ষতা বাড়ে। সেই সঙ্গে এসি ইউনিটে কম এনার্জি লাগে, ফলে বিদ্যুৎ বিলও অনেকাংশে সাশ্রয় হয়। এছাড়া নিয়মিত এসি ফিল্টার পরিষ্কার রাখা হলে যন্ত্রের আয়ুও বেড়ে যায়।
বিশেষ করে ১-২ মাস অন্তর এই ফিল্টার পরিষ্কার করা উচিত। আসলে এসি ফিল্টার পরিষ্কার রাখলে এসি-র কর্মদক্ষতা বাড়ে। সেই সঙ্গে এসি ইউনিটে কম এনার্জি লাগে, ফলে বিদ্যুৎ বিলও অনেকাংশে সাশ্রয় হয়। এছাড়া নিয়মিত এসি ফিল্টার পরিষ্কার রাখা হলে যন্ত্রের আয়ুও বেড়ে যায়।
এসি ইউনিটের ফিল্টার পরিষ্কার করতে কী কী সরঞ্জামের প্রয়োজন?প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল - স্ক্রুড্রাইভার, ব্রাশ অ্যাটাচমেন্ট-সহ ভ্যাকুয়াম ক্লিনার, নরম ব্রাশ অথবা নরম কাপড়, মাইল্ড ডিটারজেন্ট, উষ্ণ গরম জল এবং স্প্রে বোতল।
এসি ইউনিটের ফিল্টার পরিষ্কার করতে কী কী সরঞ্জামের প্রয়োজন?
প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল – স্ক্রুড্রাইভার, ব্রাশ অ্যাটাচমেন্ট-সহ ভ্যাকুয়াম ক্লিনার, নরম ব্রাশ অথবা নরম কাপড়, মাইল্ড ডিটারজেন্ট, উষ্ণ গরম জল এবং স্প্রে বোতল।
এসি ফিল্টার পরিষ্কার করার উপায়:এসি ইউনিট বন্ধ:
কাজ শুরু করার আগে এসি ইউনিট বন্ধ করতে হবে অথবা আনপ্লাগ করতে হবে। এতে কোনও দুর্ঘটনা ঘটবে না।
এসি ফিল্টার পরিষ্কার করার উপায়:
এসি ইউনিট বন্ধ:
কাজ শুরু করার আগে এসি ইউনিট বন্ধ করতে হবে অথবা আনপ্লাগ করতে হবে। এতে কোনও দুর্ঘটনা ঘটবে না।
ফিল্টার বের করা:এসি-র ফিল্টার খুঁজে তা বার করে আনতে হবে। আসলে এসি মডেলের উপর ভিত্তি করে এসি ইউনিটের এক এক জায়গায় থাকে ফিল্টার। উইন্ডো এবং স্প্লিট সিস্টেমের ক্ষেত্রে ফিল্টার থাকে ফ্রন্ট গ্রিল অথবা প্যানেলের পিছনে।
ফিল্টার বের করা:
এসি-র ফিল্টার খুঁজে তা বার করে আনতে হবে। আসলে এসি মডেলের উপর ভিত্তি করে এসি ইউনিটের এক এক জায়গায় থাকে ফিল্টার। উইন্ডো এবং স্প্লিট সিস্টেমের ক্ষেত্রে ফিল্টার থাকে ফ্রন্ট গ্রিল অথবা প্যানেলের পিছনে।
ফিল্টার পরীক্ষা:ফিল্টার পরীক্ষা করে দেখতে হবে তাতে ধুলো-ময়লা জমা হয়েছে কি না। যদি দেখা যায়, ফিল্টারটি ধুলোয় ভরে গিয়েছে, তাহলে তা পরিষ্কার করতে হবে। তবে তা ক্ষতিগ্রস্ত হলে পরিবর্তন করতে হবে।
ফিল্টার পরীক্ষা:
ফিল্টার পরীক্ষা করে দেখতে হবে তাতে ধুলো-ময়লা জমা হয়েছে কি না। যদি দেখা যায়, ফিল্টারটি ধুলোয় ভরে গিয়েছে, তাহলে তা পরিষ্কার করতে হবে। তবে তা ক্ষতিগ্রস্ত হলে পরিবর্তন করতে হবে।
ফিল্টারের মধ্যে থাকা ধুলো ময়লা ভ্যাকুয়াম ক্লিনারের মাধ্যমে পরিষ্কার করতে হবে। তার জন্য ব্রাশ অ্যাটাচমেন্ট ব্যবহার করতে হবে।
ফিল্টারের মধ্যে থাকা ধুলো ময়লা ভ্যাকুয়াম ক্লিনারের মাধ্যমে পরিষ্কার করতে হবে। তার জন্য ব্রাশ অ্যাটাচমেন্ট ব্যবহার করতে হবে।
ধুয়ে নিতে হবে:এবার উষ্ণ গরম জলের মধ্যে মাইল্ড ডিটারজেন্ট অথবা ডিশ সোপ মিশিয়ে সেই মিশ্রণের মধ্যে ফিল্টার ভিজিয়ে রাখতে হবে প্রায় ১৫-৩০ মিনিট মতো। তা ভিজিয়ে রাখার পরে নরম ব্রাশ অথবা কাপড় দিয়ে ঘষে ঘষে ফিল্টারটি পরিষ্কার করতে হবে। এভাবে ধুলোময়লা পরিষ্কার করে নিতে হবে।
ধুয়ে নিতে হবে:
এবার উষ্ণ গরম জলের মধ্যে মাইল্ড ডিটারজেন্ট অথবা ডিশ সোপ মিশিয়ে সেই মিশ্রণের মধ্যে ফিল্টার ভিজিয়ে রাখতে হবে প্রায় ১৫-৩০ মিনিট মতো। তা ভিজিয়ে রাখার পরে নরম ব্রাশ অথবা কাপড় দিয়ে ঘষে ঘষে ফিল্টারটি পরিষ্কার করতে হবে। এভাবে ধুলোময়লা পরিষ্কার করে নিতে হবে।
শুকিয়ে নিতে হবে:সাবানের অবশিষ্টাংশ ধুয়ে নিতে হবে। এরপর জল ঝরিয়ে নিয়ে তা হাওয়ায় শুকিয়ে নিতে হবে।

ফিল্টার রি-ইনস্টল:

এবার পরিষ্কার করা ফিল্টার যথাস্থানে ইনস্টল করতে হবে। এরপর প্যানেল অথবা গ্রিল ঠিক ভাবে আটকে দিতে হবে। এবার এসি ইউনিট চালিয়ে দেখে নিতে হবে যে, সেটা সঠিক ভাবে কাজ করছে কি না।
শুকিয়ে নিতে হবে:
সাবানের অবশিষ্টাংশ ধুয়ে নিতে হবে। এরপর জল ঝরিয়ে নিয়ে তা হাওয়ায় শুকিয়ে নিতে হবে।
ফিল্টার রি-ইনস্টল:
এবার পরিষ্কার করা ফিল্টার যথাস্থানে ইনস্টল করতে হবে। এরপর প্যানেল অথবা গ্রিল ঠিক ভাবে আটকে দিতে হবে। এবার এসি ইউনিট চালিয়ে দেখে নিতে হবে যে, সেটা সঠিক ভাবে কাজ করছে কি না।