হেলিপ্যাড 

Purba Bardhaman News: বর্ধমানের এই বিদ্যালয়ে রয়েছে রেজিস্টার্ড হেলিপ্যাড! কারণ জানলে অবাক হবেন

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় এমন এক বিদ্যালয় আছে, যেখানে রয়েছে রেজিস্টার্ড হেলিপ্যাড। অস্থায়ী ভাবে হেলিপ্যাড নির্মাণের দৃশ্য অনেক সময় দেখা যায়। কিন্তুএই বিদ্যালয়ে রয়েছে রেজিস্টার্ড হেলিপ্যাড। নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন। তবে অবাক হলেও আদতে এটাই সত্যি। বর্ধমানের এই নির্দিষ্ট বিদ্যালয়ের খেলার মাঠের এক পাশেসরয়েছে এই হেলিপ্যাড। কিন্তু স্কুলের মধ্যে হেলিপ্যাড কেন?  জেনে নেওয়া যাক।

পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মাজিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ে এই হেলিপ্যাড রয়েছে। প্রধান শিক্ষক সুব্রত কুমার সাহা বলেন  “এটি একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এর সঙ্গে বহু মানুষের নাম জড়িয়ে আছে। এই বিদ্যালয়ে দীর্ঘ ৪০ বছর ধরে সম্পাদক হিসেবে কাজ করেছেন অজিত কুমার পাঁজা। তিনি ব্যস্ততম মানুষ ছিলেন, বিভিন্ন মন্ত্রিত্ব পদ সামলেছেন। কিন্তু ব্যস্ততার মাঝেও তিনি বিদ্যালয়ে আসতেন এবং তাঁর সময়কালে এই হেলিপ্যাড তৈরি করা হয়েছিল।” তিনি ভারত সরকারের প্রাক্তন মন্ত্রী।

বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও মাঝে মধ্যেই তিনি হেলিকপ্টারে করে এই বিদ্যালয়ে আসতেন।সেই কারণেই নাকি তৈরি করা হয়েছিল এই হেলিপ্যাড।সুব্রত বাবুআরও বলেন, “ব্যস্ততার মাঝেও তিনি নিজের গ্রামের বিদ্যালয়কে গুরুত্ব দিতেন। আমরা শুনেছি, এমনও হয়েছে বিদ্যালয়ের আয়োজিত মিটিং শেষ করে তিনি হেলিকপ্টারের চেপে আবার দিল্লিতে মিটিংয়ের জন্য রওনা হয়েছিলেন। আমরা এখনও সেই হেলিপ্যাড স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রেখেছি।”

আরও পড়ুন: রাতের অন্ধকারে পড়েছিল কুয়োয়! উদ্ধার পূর্ণবয়স্ক বাঘরোল

আরও পড়ুন: রাতে আপন খেয়ালে বাঁশিতে সুর তোলেন, হালকা আবহে ভরে যায় কলেজ প্রাঙ্গণ, চিনে নিন তাঁকে

বর্তমানে হেলিকপ্টারে চেপে কেউ আর বিদ্যালয়ে আসেন না। অজিত বাবুও বেশ কয়েকবছর আগেই গত হয়েছেন। তবে বর্তমানে কেউ আসা-যাওয়া না করলেও , অজিত বাবুর স্মৃতি বিজড়িত হেলিপ্যাড আজও রয়েছে বিদ্যালয়ে। হেলিপ্যাডের রক্ষণাবেক্ষণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বনোয়ারীলাল চৌধুরী