How To Make Money: বাদাম থেকেই হাতে আসবে মোটা টাকা !

ধান ,গম কিংবা ভুট্টা নয় চিনা বাদাম চাষ করে ভাল টাকা উপার্জন করুন। উৎপাদন খরচ ও পরিশ্রম কম হওয়ায় চিনে বাদাম চাষের দিকে ঝুঁকছেন চাষিরা। উত্তর দিনাজপুর জেলার বহু চাষি বর্তমানে চিনেবাদাম চাষের সঙ্গে যুক্ত। জানা যায় বিঘা প্রতি বাদাম চাষে খরচ ৬ হাজার টাকা। আর প্রতি বিঘায় বাদাম উৎপাদন হয় ছয় থেকে সাত মণ ।
ধান ,গম কিংবা ভুট্টা নয় চিনা বাদাম চাষ করে ভাল টাকা উপার্জন করুন। উৎপাদন খরচ ও পরিশ্রম কম হওয়ায় চিনে বাদাম চাষের দিকে ঝুঁকছেন চাষিরা। উত্তর দিনাজপুর জেলার বহু চাষি বর্তমানে চিনেবাদাম চাষের সঙ্গে যুক্ত। জানা যায় বিঘা প্রতি বাদাম চাষে খরচ ৬ হাজার টাকা। আর প্রতি বিঘায় বাদাম উৎপাদন হয় ছয় থেকে সাত মণ ।
প্রতি মণ বাদাম ২০০০ টাকা দরে বিক্রি হলে মোট বিক্রি ১২০০০ টাকা। এতে খরচ বাদে লাভ হয় ৬ হাজার টাকা। কিভাবে এই চিনাবাদাম চাষ করতে হয় এ ব্যাপারে কৃষি বিশেষজ্ঞ রাধিকা রঞ্জন দেবভূতি জানান, চিনা বাদাম একটি স্বল্পমেয়াদি অর্থকারী ফসল।
প্রতি মণ বাদাম ২০০০ টাকা দরে বিক্রি হলে মোট বিক্রি ১২০০০ টাকা। এতে খরচ বাদে লাভ হয় ৬ হাজার টাকা। কিভাবে এই চিনাবাদাম চাষ করতে হয় এ ব্যাপারে কৃষি বিশেষজ্ঞ রাধিকা রঞ্জন দেবভূতি জানান, চিনা বাদাম একটি স্বল্পমেয়াদি অর্থকারী ফসল।
এই চিনা বাদামে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম। এই চিনা বাদামে তেলের পরিমাণ বেশি। চিনা বাদাম থেকে তেল ও তৈরি হয়। উত্তর দিনাজপুরের মাটি অম্ল মাটি, তাই মাটিতে চিনাবাদাম চাষ করতে গেলে প্রথমে চুন ব্যবহার করতে হয়।
এই চিনা বাদামে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম। এই চিনা বাদামে তেলের পরিমাণ বেশি। চিনা বাদাম থেকে তেল ও তৈরি হয়। উত্তর দিনাজপুরের মাটি অম্ল মাটি, তাই মাটিতে চিনাবাদাম চাষ করতে গেলে প্রথমে চুন ব্যবহার করতে হয়।
জমিতে বিঘা প্রতি এক কুইন্টাল চুন দিয়ে তারপর সেই জমিতে চিনা বাদাম চাষ করলে এর থেকে ভাল ফলন পাওয়া যায়। এই চিনা বাদাম তিন ঋতুতে চাষ করা যায়।এই চিনা বাদাম চাষের জন্য হালকা বেলে দোঁআশ মাটি বেশি উপযোগী ।
জমিতে বিঘা প্রতি এক কুইন্টাল চুন দিয়ে তারপর সেই জমিতে চিনা বাদাম চাষ করলে এর থেকে ভাল ফলন পাওয়া যায়। এই চিনা বাদাম তিন ঋতুতে চাষ করা যায়।এই চিনা বাদাম চাষের জন্য হালকা বেলে দোঁআশ মাটি বেশি উপযোগী ।
এই চিনা বাদাম চাষের জন্য বিঘা প্রতি ১৫ থেকে ২০ কেজি বীজের প্রয়োজন হয়।এই চিনা বাদামের বিভিন্ন ধরনের জাত থাকে তার মধ্যে যে কোন একটি জাত বেছে নিতে হবে। বাসন্তী বাদাম (ডিজি-২), ঝিঙ্গা বাদাম (এসিসি ১২) ত্রিদানা বাদাম, বাড়ি চিনা বাদাম, এছাড়া বিভিন্ন জাতের চিনা বাদাম রয়েছে যার মধ্যে একটি জাত বেছে নিতে হবে।
এই চিনা বাদাম চাষের জন্য বিঘা প্রতি ১৫ থেকে ২০ কেজি বীজের প্রয়োজন হয়।এই চিনা বাদামের বিভিন্ন ধরনের জাত থাকে তার মধ্যে যে কোন একটি জাত বেছে নিতে হবে। বাসন্তী বাদাম (ডিজি-২), ঝিঙ্গা বাদাম (এসিসি ১২) ত্রিদানা বাদাম, বাড়ি চিনা বাদাম, এছাড়া বিভিন্ন জাতের চিনা বাদাম রয়েছে যার মধ্যে একটি জাত বেছে নিতে হবে।
এই চিনা বাদাম চাষের জন্য জমিতে বেশি পরিমাণে কম্পোস্ট সার , গোবর সার, পাতা পঁচা সার প্রয়োজন। এভাবেই খুব সহজে আপনি অল্প জমিতে এই চিনা বাদাম চাষ করে মোটা টাকা লাভ করতে পারেন
এই চিনা বাদাম চাষের জন্য জমিতে বেশি পরিমাণে কম্পোস্ট সার , গোবর সার, পাতা পঁচা সার প্রয়োজন। এভাবেই খুব সহজে আপনি অল্প জমিতে এই চিনা বাদাম চাষ করে মোটা টাকা লাভ করতে পারেন