শিক্ষক অমল আচার্য 

Higher Secondary Examination 2024: বাংলার বিশাল সিলেবাস হাতের মুঠোয়! ‘ফিনিশিং টাচ’ কেমন হওয়া উচিত, জেনে নিন

বাঁকুড়া: বাংলা সাহিত্যের সিলেবাস বেশ বড়। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে যথেষ্ট সংশয়ের একটি জায়গা। সেই সংশয়ের জায়গাগুলি সুন্দর করে বুঝিয়ে দিলেন বাঁকুড়া জিলা স্কুলের বাংলা বিভাগের শিক্ষক অমল আচার্য্য। শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে ৫ নম্বরের দুটি বড় প্রশ্ন আসে। মাত্র দু’টি প্রশ্নের জন্য পড়তে হয় অনেক। শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের সিলেবাসও বেশ বড়। এই অংশে রয়েছে বাংলা সাহিত্যের গানের ধারা, চলচ্চিত্রের ধারা, বিজ্ঞানের ধারা এবং শিল্পের ধারা। প্রত্যেকটি ধারা থেকেই চলে আসতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে কী পড়বেন আর কী পড়বেন না বুঝে উঠতে পারছেন না? কীভাবে তুলবেন ১০/১০?

শিক্ষক অমল আচার্য জানান, “গানের ধারার সিলেবাস প্রকৃতপক্ষেই পড়ে শেষ করা অসম্ভব। সে ক্ষেত্রে কিছু বাছাই করা প্রশ্ন তৈরি করে গেলে আত্মবিশ্বাস বেশি থাকবে বলে মনে করছেন বাংলার শিক্ষক। সেই কারণে এই বছর কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত, অতুলপ্রসাদ সেন এবং হেমন্ত মুখোপাধ্যায়ের গান আসার সম্ভাবনা অত্যন্ত বেশি।

আরও পড়ুন: পারিবারিক বিবাদের জেরে চরম বিপাকে মাধ্যমিক পরীক্ষার্থী, শিকেয় উঠল পড়াশোনা

আরও পড়ুন: নিয়োগে কড়া নিয়ম আছে কেন্দ্র, চাকরিতে দুর্নীতি আটকাতে নয়া আইন

বাংলার গানের ধারার পরের অংশ হল চলচ্চিত্রের ধারা। গতবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের ধারা প্রশ্নে এসেছিল। এই বছর ঠিক কোন জায়গাগুলিতে গুরুত্ব বেশি বললেন বাংলার শিক্ষক অমল আচার্য। তিনি জানান এই বছর গুরুত্বপূর্ণ হল ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন। যে যে ছবির জন্য তাঁরা পুরস্কৃত হয়েছেন, সেই ছবিগুলির নাম এবং সঙ্গে দিতে হবে সাল। বাংলা চলচ্চিত্রের উপর তাঁদের অবদান পড়ে রাখতে হবে।

অবশেষে রয়েছে বিজ্ঞানের ধারা এবং শিল্পের ধারা। বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক জানান, বিজ্ঞানের ধারা থেকে মেঘনাদ সাহা, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ বসু এবং প্রফুল্ল চন্দ্র রায়। এবং শিল্পের ধারা থেকে যামিনী রায়, রামকিঙ্কর বেইজ এবং পট শিল্প। বিশেষ করে কালীঘাটের পট শিল্পের অবদান ভাল করে পড়ার উপদেশ দিয়েছেন তিনি।

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়