Tag Archives: Higher Secondary Exam

HS Result 2024: বিরল রোগে বেঁকে গিয়েছে মেরুদণ্ড! অদম্য জেদকে সঙ্গী করেই উচ্চ মাধ্যমিকে সফল জয়দীপ

দক্ষিণ দিনাজপুর: বিরল দুরারোগ্য অ্যানকোলাইসিস স্পন্ডেলাইটিসের সঙ্গে লড়াই করে উচ্চ মাধ্যমিকে চোখ ধাঁধানো সাফল্য বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র জয়দীপ সামন্তের। মার্কশিট বলছে ৫০০ এর মধ্যে ৪৮২। যা সকলকে তাক লাগিয়ে দিয়েছে। জয়দীপের এই নম্বর তাঁর স্কুল বালুরঘাট হাইস্কুলের মধ্যে সেরা। এমনকি জেলার মধ্যেও সম্ভাব্য প্রথম বলেই জানা গিয়েছে। মাত্র ৫ নম্বরের জন্য রাজ্যের দশজনের মেধাতালিকায় আসতে পারেনি জয়দীপ। ভবিষ্যতে জয়দীপ আই এস অফিসার হতে চায়।

সে গত তিন বছর ধরে অ্যানকিওলজিং স্পন্ডেলাইটিসের সঙ্গে লড়াই করছে। স্কুল-সহ তাঁর শুভাকাঙ্ক্ষীরা ভেবেছিলেন তার শারীরিক অবস্থা হয়ত তাকে পরীক্ষায় বসতে দেবে না। কিন্তু সেই ধারণাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে উচ্চমাধ্যমিকে ৯৬. ৪ শতাংশ নম্বর জয়দীপের। যদিও প্রিয় ইতিহাস বিষয়ে তাঁর নম্বর কম আসায় হতাশ জয়দীপ। বালুরঘাট শহরের উত্তরায়ন ক্লাব সংলগ্ন এলাকায় বাড়ি। ছোট থেকেই এলাকায় মেধাবী ছাত্র বলে পরিচিতি রয়েছে। মাধ্যমিকে এসেছিল ৬৬০ নম্বর।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

কিন্তু, মাধ্যমিকের পর থেকে শরীরে বাসা বাঁধে অ্যানকোলাইসিস স্পন্ডেলাইটিস। বেঁকে যাচ্ছিল গোটা শরীর। সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাটাই যেন ধীরে ধীরে উবে যাচ্ছিল। নানা জায়গায় দেখানো হয় ডাক্তার। চলতে থাকে চিকিৎসা। এরই মধ্যে দুয়ারে কড়া নাড়তে থাকে উচ্চ মাধ্যমিক।৫০ শতাংশের ওপরে শারীরিক অক্ষমতার শিকার সে। কিন্তু পড়াশোনার কাছে সবই তুচ্ছ তাঁর জন্য। যে ছেলেটি শারীরিক সমস্যার জন্য স্কুলের টেস্ট পরীক্ষা ঠিকমতো দিতে পারেনি।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

তিন বছর আগেও জয়দীপের উচ্চতা ছয় ফিটের উপরে ছিল। কিন্তু তাঁর মেরুদন্ড বেঁকে যাওয়ায় এখন উচ্চতা কয়েক ইঞ্চি কমে এসেছে। এমনকি তখন শয্যাশায়ী হয়ে পড়ে। পরীক্ষার সময় ডান হাতে লিখতে তাঁর যথেষ্ট সমস্যা হয়েছে। বাম হাত দিয়ে ডান হাত চেপে মাথা বেঞ্চে ঠেকিয়ে সে পরীক্ষা দিয়েছে। কুইজেও সে তুখোর। মালদা ডিভিশনের থেকে কুইজ চ্যাম্পিয়ন সে। ঐতিহাসিক গল্প কাহিনী-সহ বিভিন্ন গল্পের বই তাঁর প্রিয়। জয়দীপের এই তাক লাগানো রেজাল্টে স্বভাবতই খুশি পরিবারের সদস্য-সহ বালুরঘাট হাই স্কুলের শিক্ষকেরাও।

সুস্মিতা গোস্বামী

HS Result 2024: বাবা পরি‌যায়ী শ্রমিক, মা চা বাগানের দিনমজুর! ঘর সামলেও উচ্চ মাধ্যমিকে সাফল্য দীপশিখার

আলিপুরদুয়ার: সংসারের হাল ফেরাতে পাশাপাশি মেয়ের পড়াশুনো আরও এগিয়ে নিয়ে যেতে ভিনরাজ্যে পাড়ি দিয়েছেন বাবা, মা চা বাগানের শ্রমিক, সকাল হতেই বাগানের কাজে বেরিয়ে পড়েন।এরপরই একা হাতে ঘরের কাজ সামলে সময়মতো পড়াশুনো করে উচ্চমাধ্যমিকে ভাল ফল করেছে দীপশিখা লামা।সে কালচিনি ব্লকের গাঙ্গুটিয়া চা বাগানের গুম্বা লাইনের বাসিন্দা।উচ্চমাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৪৩৮।সে কালচিনি হিন্দি হাইস্কুলের ছাত্রী। চা বাগানের মেয়ে দীপশিখা লামার এই ফলাফলে খুশি তার পরিবারের সদস্যদের থেকে শুরু করে এলাকার বাসিন্দারাও।

দীপশিখার বাবা পূর্বে বাগানের শ্রমিক ছিলেন, তবে সংসারের হাল ধরতে ভিনরাজ্যে পাড়ি দিয়েছেন তিনি। আর মা এখনও কাজ করছেন বাগানে। ফলে একা হাতেই ঘর সামলাতে এবং ছোট বোনকে দেখাশোনা করতে হত দীপশিখাকে। এর মাঝেই সময় বের করে পড়াশোনা চালিয়ে যেত সে।স্কুল শিক্ষক ও গৃহ শিক্ষকদের সহায়তায় এবার উচ্চমাধ্যমিকে ৪৩৮ নম্বর পেয়েছে সে। যারমধ্যে হিন্দিতে ৮৫, ইংরেজিতে ৯০, ভূগোলে ৮৫, ইতিহাসে ৮৪ এবং পলিটিক্যাল সায়েন্সে ৯৪ নম্বর পেয়েছে দীপশিখা।আগামীতে পলিটিক্যাল সায়েন্সে অনার্স করে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি আমলা হতে চায় সে।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এ বিষয়ে দীপশিখার মা শ্যামনা লামা বলেন, ‘দুই মেয়ের ভবিষ্যতের জন্য আমরা কষ্ট করছি। ঘর সামলানোর পাশাপাশি দীপশিখা যে এত ভাল ফল করবে তা আমরা সত্যি ভাবিনি। সে যতদূর পড়াশোনা করতে চায় আমরা করব।’

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

অন্যদিকে, দীপশিখা লামা বলেন, ‘মা বাগানে কাজে যাওয়ায় ঘরের কাজ করতে হত। ফলে নিয়মিত সময় করে পড়াশোনা করা হত না।তবে পরীক্ষার কয়েক মাস আগে থেকে সব ভুলে কয়েকঘণ্টা পড়াশোনা করেছি, আর তারই ফল হয়তো আমার এই নম্বর।পরিবারের সদস্যরা এবং শিক্ষক-শিক্ষিকাদের সহায়তায় এই অর্জন আমার।’ এক চা বাগানের মেয়ে এরূপ ফল করায় খুশি এলাকার সকলে। দীপশিখার বাড়ি এসে তাকে এবং তার মা সংবর্ধনা জানান গ্রামবাসীরা।

Annanya Dey

HS Result 2024: বাবা সবজি বিক্রেতা, উচ্চ মাধ্যমিকে দারুণ সাফল্য মেয়ের! ভবিষ্যতে নার্স হতে চায় শীতলকুচির ডালিয়া 

শীতলকুচি: চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কোচবিহারের তিন কৃতি ছাত্রী রয়েছে মেধাতালিকায়। তবে মেধা তালিকা ছাড়াও এমন বেশ কিছু ছাত্র-ছাত্রী রয়েছে যারা ভাল ফলাফল করেছে। এমনই এক ছাত্রী ডালিয়া রায়। কোচবিহারের মাথাভাঙা মহকুমার শীতলকুচি ব্লক। এখানের গোঁসাইরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ডালিয়া তাঁর প্রাপ্ত নম্বর ৪৬৯। ডালিয়া পরবর্তীতে নার্সিং নিয়ে পড়ে নার্স হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তাঁর লক্ষ্য সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করা। অভাবে পরিবারের ছাত্রীর এমন সাফল্যে রীতিমতো খুশি তাঁর বাবা-মা ও আত্মীয় পরিজনের। এছাড়া খুশি হয়েছেন তাঁর এলাকার মানুষেরাও।

ডালিয়া জানায়, “কোনও বাঁধা নিয়ম ধরে সে পড়াশোনা করতে পারেনি। তবে পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল অনেকটাই বেশি। দিনের অধিকাংশ সময় পড়াশোনার পিছনেই অতিবাহিত করতে। তার বাবা পেশাগতভাবে একজন সবজি বিক্রেতা। তাই পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। তবে এতকিছুর পরেও তাঁর বাবা তাকে পড়াশোনার বিষয় নিয়ে কোনদিনও বাধা দেননি। তবে তার ইচ্ছে ছিল সাইন্স নিয়ে পড়ার। কিন্তু পারিবারিক আর্থিক অবস্থা ভাল না থাকায় তা সম্ভব হয়নি। তবে সেই আক্ষেপ সেই পূরণ করতে চায়। ভবিষ্যৎ দিনে সে নিজেকে একজন নার্স রূপে প্রতিষ্ঠিত করতে চায় সমাজের বুকে।”

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

ডালিয়ার মা মীনাক্ষী রায় জানান, “মেয়ে যা করতে চায় তাতেই তাঁদের মত রয়েছে। ডালিয়ার বাবা সামান্য সবজি বিক্রি করে সংসার চালান। তাইতো অনেকটা কষ্ট করেই সংসার চালাতে হয়। মেয়ের পড়াশোনার পেছনে খরচ ক্রমশ বেড়েই চলেছে। সেজন্য অনেকটাই চিন্তায় রয়েছেন তাঁর বাবা। তবে ডালিয়ার ছোট থেকেই অদম্য ইচ্ছে পড়াশোনার প্রতি। ভবিষ্যতে মেয়ে আরও অনেকটাই সাফল্য অর্জন করুক এমনটাই প্রত্যাশা তাঁদের।”

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

ডালিয়ার এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। তাঁরাও চান আগামী দিনে যেন ডালিয়া আরও অনেকটা সফলভাবে নিজেকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে পারে। তবে শীতলকুচি ব্লকের মধ্যে গোঁসাইরহাট উচ্চ বিদ্যালয় থেকে ডালিয়া সম্ভবত ব্লকের মধ্যে প্রথম হয়েছে। তাইতো ভবিষ্যৎ দিনে ডালিয়াকে দেখে আরও অনেকেই অনুপ্রাণিত হবে। আর্থিক বাধা জয় করে ডালিয়ার এই সাফল্য ভবিষ্যৎ পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা।

Sarthak Pandit

HS Result 2024: ট্র্যাভেল ব্লগ করেই মেলে মনের অক্সিজেন! উচ্চমাধ্যমিকে পঞ্চম ইউটিউবার সুপ্তোত্থিতা 

মালদহ: ইউটিউবে চ্যানেল রয়েছে। পাশাপাশি পড়াশোনা। প্রায় নিয়মিত ইউটিউবে ব্লগ বা রিলস বানিয়েও উচ্চমাধ্যমিকে সেরার তালিকায় সুপ্তোত্থিতা সরকার। ইউটিউবে তার নিজস্ব চ্যানেল রয়েছে। সেখানে নিয়মিত ট্রাভেল ব্লগ তৈরি করে। বিভিন্ন জায়গায় ঘোরার শখ রয়েছে সুপ্তোত্থিতার। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। আর সেখান থেকেই ইউটিউবে ব্লগ বানানোর নেশা।‌ ইউটিউবে ব্লগ বানিয়েও উচ্চমাধ্যমিকে রাজ্যের যুগ্ম ভাবে পঞ্চম সুপ্তোত্থিতা সরকার। কলা বিভাগের ছাত্রী। মেধা তালিকায় যুগ্মভাবে পঞ্চম হয়েছে সে পাশাপাশি মালদহ জেলায় যুগ্মভাবে দ্বিতীয়।

এমনকি মেয়েদের মধ্যে প্রথম মালদহের গ্রামীণ স্কুলের ছাত্রী সুপ্তোত্থিতা। সুপ্তোত্থিতা সরকার বলে, ইউটিউবে ভিডিও তৈরি করতে আমার ভাল লাগে তবে এটা আমার নেশা নয়। সোশাল মাধ্যমে নেশা হওয়া এক ধরনের ক্ষতিকর। আমার চ্যানেল রয়েছে কিন্তু আমি এটার নেশাগ্রস্ত হয়নি। বরং ইউটিউবে ভিডিও তৈরি করা রিলস তৈরি করা আমাকে বাড়তি অক্সিজেন দেয়।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডি গিরিজা সুন্দরী বিদ্যামন্দিরের ছাত্রী। বাবা প্রান্তিক সরকার পেশায় একজন স্কুল শিক্ষক। মা পম্পা বিশ্বাস অধ্যাপিকা।ভূগোল সংস্কৃত ও মিউজিক ছিল উচ্চ মাধ্যমিকে। সেখান থেকেই এই ফল। মোট ৫ জন গৃহশিক্ষক ছিল সুপ্তোত্থিতার। পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে গান করে। তবে অধিকাংশ সময় ইউটিউবের ভিডিও তৈরি করেছে। বাবা প্রান্তিক সরকার বলেন, পড়াশোনার পাশাপাশি এই ধরনের এক্টিভিটি ভাল। তবে সেগুলো যেন নেশা না হয়। আমি মেয়েকে প্রথম থেকেই সাপোর্ট করি।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

যদিও পরীক্ষার কিছুদিন আগে থেকে ইউটিউব ভিডিও তৈরি করা বন্ধ করে দিয়েছিল পড়াশোনার জন্য। বর্তমানে আবার নিয়মিত শুরু করেছে ইউটিউব ভিডিও তৈরি করা। আগামীতে অধ্যাপিকা হওয়ার স্বপ্ন রয়েছে সুপ্তোত্থিতার। মাধ্যমিকেও ভাল ফল করেছিল তবে মেধা তালিকার নাম আসেনি। উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় আসতে পেরে খুশি সুপ্তোত্থিতা-সহ তার পরিবারের প্রত্যেকেই।

হরষিত সিংহ

WB HS Exam 2025 Full Routine: ২০২৫ সালেই শেষ পুরোনো নিয়মের উচ্চ মাধ্যমিক! আগামী বছর কবে কী পরীক্ষা? দেখে নিন সম্পূর্ণ রুটিন

কলকাতাঃ ২০২৫ সালেই শেষ হচ্ছে পুরনো নিয়মের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কারণ এ বছরে যারা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তাঁদের থেকে পরীক্ষা হবে সেমেস্টার পদ্ধতিতে। এই পড়ুয়ারা একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করবে নয়া পদ্ধতিতে। এরপর ২০২৬ সালে প্রথম ব্যাচের পড়ুয়া হিসেবে সেমেস্টার প্রথায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। অর্থাৎ একটি বোর্ড পরীক্ষা নয়, দু’বছরের সেমেস্টারের ফল মিলিয়েই প্রকাশিত হবে ফলাফল।

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার পুরো রুটিন:

১) ৩ মার্চ (সোমবার): বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি এবং পঞ্জাবি।

২) ৪ মার্চ (মঙ্গলবার): হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার – ভোকেশনাল সাবজেক্ট।

আরও পড়ুনঃ চমকে দিল এ বছরের HS-র মেধাতালিকা! প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থানে দারুণ চমক! দেখুন মেধাতালিকা…

৩) ৫ মার্চ (বুধবার): ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা) এবং অল্টারনেটিভ ইংলিশ।

৪) ৬ মার্চ (বৃহস্পতিবার): অর্থনীতি।

৫) ৭ মার্চ (শুক্রবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি।

৬) ৮ মার্চ (শনিবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিস্যুয়াল আর্টস।

৭) ১০ মার্চ (সোমবার): কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি এবং সোশিয়োলজি।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের ফলে অনেক পিছিয়ে গেল কলকাতা! কোন জেলা প্রথম স্থানে, শুনলে চমকে উঠবেন

১০) ১১ মার্চ (মঙ্গলবার): কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক এবং ফরাসি।

১১) ১৩ মার্চ (বৃহস্পতিবার): ম্যাথমেটিক্স (অঙ্ক), সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি এবং ইতিহাস।

১২) ১৭ মার্চ (সোমবার): বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স।

১৩) ১৮ মার্চ (মঙ্গলবার): স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

SSC Recruitment Scam: একলপ্তে হাজার হাজার শিক্ষকের চাকরি নেই! এ বছরের উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের কী হবে? বিরাট আশঙ্কা

কলকাতা: কয়েকদিন আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল এবার থেকে উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে মে মাস থেকে। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি বছরে যারা একাদশ শ্রেণিতে উঠবেন তাঁদের সময় থেকেই উচ্চ মাধ্যমিকে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। একেবারে নতুন ধাঁচায় হবে পঠনপাঠন থেকে পরীক্ষা। এমন সময় রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক শিক্ষকের চাকরি বাতিল।

একলপ্তে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষকের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের দাবি, ‘নতুন সেমিস্টার পদ্ধতিতে কী ভাবে পড়ুয়াদের পড়ানো হবে, তা নিয়ে কিছু দিনের মধ্যেই বেশ কিছু প্রশিক্ষণ শিবির করার কথা। কিন্তু এই পরিস্থিতিতে কতজন শিক্ষক এই প্রশিক্ষণ নেবেন, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। উচ্চ মাধ্যমিকে কৃত্রিম মেধা, ডেটা সায়েন্সের মতো নতুন বিষয় যোগ হয়েছে। এই দু’টি বিষয় পড়াতে বিজ্ঞান বিষয়ক শিক্ষকই প্রশিক্ষণ নিয়েছেন। এ বার তাঁরা যদি বাতিলের তালিকায় থাকেন, তা হলে এগুলোই বা কে পড়াবেন?’

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে সুন্দর হাতের লেখা প্রাকৃতির, নেপালি কন্যের মুক্তাক্ষর MS Word-এর ফন্টকেও হার মানায়

এ বছর থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে। এই পরিস্থিতিতে শিক্ষকদের একাংশের দাবি, যাঁদের চাকরি বাতিল হয়েছে তাঁদের বেশিরভাগই উচ্চ মাধ্যমিকের শিক্ষক। ওই স্তরে একটি বিষয় পড়ানোর জন্য এক জন শিক্ষকই থাকেন। তাঁর বিষয়টি অন্য বিষয়ের শিক্ষক পড়াতে পারেন না। চাকরি বাতিলের জেরে এবার পড়ুয়াদের পড়াশোনার কী সুরাহা হবে তা-ই প্রশ্নচিহ্নের মুখে।

আরও পড়ুন: সুকান্তর গড়ে বিজেপির প্রচারে কোয়েল, ভোটের ময়দানে সুন্দরীকে দেখে শোরগোল! সঙ্গে দারুণ ‘রহস্য’

স্কুল সার্ভিস কমিশন যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টে গিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরি বাতিল হওয়া যোগ্য শিক্ষকেরাও যাবেন সুপ্রিম কোর্টে। অভিভাবকদের একাংশের প্রশ্ন, পড়ুয়াদের পঠনপাঠন কী ভাবে হবে, তা নিয়ে কেউ কি চিন্তাভাবনা করছেন? গরমের ছুটির পরে স্কুল খুললে কী হবে, তা নিয়ে কারও কোনও সুনিশ্চিত পরিকল্পনা রয়েছে? আশঙ্কায় রাজ্যের হাজার হাজার পড়ুয়া ও তাঁদের অভিভাবকেরা।

HS Exam 2025: চারটি সেমিস্টারে হবে উচ্চ মাধ্যমিক, বাংলা সিলেবাসে পড়তে হবে শ্রীজাতর কবিতা

কলকাতা: উচ্চ মাধ্যমিক নিয়ে বিরাট ঘোষণা। বদলে যাবে পরীক্ষা পদ্ধতি। আর বার্ষিক নয়, উচ্চ মাধ্যমিকেও এবার শুরু হতে চলেছে সেমিস্টার। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদয়ের এই পদ্ধতিতেই দিতে হবে পরীক্ষা। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক সংসদের সাংবাদিক বৈঠক করেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

জানা গিয়েছে, ২০১৩ সালের পর উচ্চ মাধ্যমিকে এবার সিলেবাসেরও কিছু পরিবর্তন হয়েছে। এবার থেকে উচ্চ মাধ্যমিকের দু’বছরে চারটি সেমিস্টারে পরীক্ষা হবে। একাদশ শ্রেণির দুটি সেমিস্টার হবে। সেটা পরিচালনা করবে স্কুল নিজেই। তবে দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে দু’টি সেমিস্টার নেবে কাউন্সিল।

আরও পড়ুন: প্রাক্তন রেডিও জকি এই বাঙালি সুন্দরীকে চেনেন? সোনু নিগমের সঙ্গে রয়েছে গভীর যোগ!

১ম ও ৩য় সেমিস্টার হবে নভেম্বর মাসে। ২য় ও চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে। ৩য় ও ৪র্থ সেমিস্টার পরীক্ষা দিতে পারবে একটি অ্যাডমিট কার্ডে। বাংলায় শ্রীজাতর কবিতা নতুন সংযোজন হয়েছে বলে খবর। আগে উচ্চ মাধ্যমিকে ছিল ৬০ টি বিষয়। এবার থেকে সেটি ৬২টি হল।

তবে পুরনো তিনটি বিষয় গুজরাতি, ফ্রেঞ্চ এবং পঞ্জাবি ভাষা বাদ গিয়েছে। সঙ্গে AI ( science student), Science of well being (psychology for all students), Cyber security( Science) এই তিনটি বিষয় যোগ হয়েছে। এবার থেকে কোনও বিষয়ে একটি সেমিস্টারে ফেল করলেও, আর একটি সেমিস্টারে সেই নম্বর পূরণ করলেই পাশ।

আরও পড়ুন: রাস্তার ধারে গাছের গায়ে সাদা রং করা হয় কেন জানেন? আসল কারণ জানলে চমকে যাবেন!

আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ, ২০২৫ থেকে। শেষ হবে ১৮ মার্চ, ২০২৫। পরীক্ষা হবে সকাল ১০ টা থেকে দুপুর একটা ১৫ মিনিট পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আগামী বছরের যে রুটিন দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে ৩ মার্চ প্রথম ভাষার পরীক্ষা হবে। ৪ মার্চ বিভিন্ন ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে। ৫ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে।

আগামী বছরই দু’টি নতুন বিষয়ের পরীক্ষা নিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সাইন্সের পরীক্ষা আগামী বছরই প্রথম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিতে চলেছে পরীক্ষা আকারে। অন্যদিকে এবার ৩৮ জনেরও বেশি পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মূলত পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়ার জন্যই এই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। যা মাধ্যমিকের থেকেও বেশি বাতিলের সংখ্যা নিজেকে।

শঙ্কু সাঁতরা

WB HS Exam 2024: ঘর ভর্তি মেয়ে পরীক্ষার্থী! সে একা ছেলে! উচ্চ মাধ্যমিকের হলে একী করল ছাত্র! চমকে যাবেন

মাথাভাঙা: আজ থেকে শুরু হয়েছে গোটা রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় অংশ নিয়েছে বহু ছাত্র-ছাত্রী। তবে পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুহূর্তেই পরীক্ষায় বসতে নারাজ হয় কোচবিহারের মাথাভাঙা মহকুমার এক ছাত্র। শিক্ষকরা অনেক বোঝালেও তাকে পরীক্ষা দিতে রাজি করা সম্ভব হয়নি। তারপর সে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে পড়ে বাড়িতে ফেরত যাওয়ার জন্য। এমনই ঘটনায় শোরগোল পড়েছে কোচবিহারের মাথাভাঙা ২ ব্লকের আটপুকুরি উচ্চবিদ্যালয়ে। পরীক্ষার্থীর এই অদ্ভূত আচরণে অবাক হয়ে যান পরীক্ষাকেন্দ্রে উপস্থিত শিক্ষকরা।

পরীক্ষাকেন্দ্রের শিক্ষকদের সূত্রে জানা গিয়েছে, “শুক্রবার ছিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরুর প্রথম দিন। এদিন ছিল বাংলা পরীক্ষা। এবারে পারডুবি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র জয়ন্ত বর্মন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। তার পরীক্ষা কেন্দ্র হয়েছে আটপুকুরি উচ্চবিদ্যালয়ে। এদিন সে পরীক্ষা কেন্দ্রে ঢুকেই দেখে তার পরীক্ষার সিট পড়েছে মেয়েদের ঘরে। আর তা দেখেই সে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে সোজা রওনা দেয় বাড়ির দিকে। সেখানে উপস্থিত শিক্ষকরা তাকে অনেক বোঝালেও কোনও লাভ হয়নি। তাই জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় কারও কথা না শুনেই সে পরীক্ষা না দিয়ে সোজা বাড়ি চলে যায়।”

আরও পড়ুন: মহা শিব-রাত্রিতে জ্যোতিষীর মত মেনে করুন এই কাজ! জপ করুন এই মন্ত্র! ধন-বৃষ্টি হবে! উন্নতি কেউ আটকাতে পারবে না!

এই ঘটনার বিষয়ে পারডুবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী জানান, “ওই ছাত্রের অ্যাডমিটে কিছু ভুল রয়েছে। মূলত সেই কারণেই তাঁর বসার জায়গা পড়েছে মেয়েদের মাঝে। তবে ভুল আসার বিষয়টি এখন ঠিক করা যাবে না। কারণ, অ্যাডমিট আসে একেবারে শেষ মুহূর্তে। তাই যাতে সে ভাল মতো পরীক্ষা দিতে পারে সেজন্য তাকে শেষ বেঞ্চে বসানোর কথা জানানো হয়েছিল। তবে মেয়েদের ঘরে বসে পরীক্ষা দেওয়ার বিষয়টি সে মানতে রাজি নয়। এছাড়া সমস্ত শিক্ষকদের কথাও সে শুনতে রাজি নয়। তাই সে বাড়ি চলে যায়। তবে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন ইতিমধ্যেই।”

আরও পড়ুন: ডায়াবেটিস থেকে হাই-প্রেশার কমাবে মাত্র তিনটি কাঠ বাদাম! তবে শরীরে এই সমস্যা থাকলে ভুলেও খাবেন না! বিষের সমান!

এদিন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে জেলায় জেলায় বিভিন্ন স্কুলে শুরু হয়ে যায় পরীক্ষা। এবার উচ্চ মাধ্যমিকে কোচবিহার জেলায় প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী রয়েছে। জেলায় ২৫টি সেন্টারের মোট ১০১টি  কেন্দ্রে পরীক্ষা চলছে। যার মধ্যে মোট ৩৪টি  ভ্যেনু স্পর্শকাতর বলে জানা গিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে। টুকলি ঠেকাতে ব্যবহার করা শুরু হয়েছে মেটাল ডিটেক্টর, রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। এছাড়াও থাকছে সিসিটিভি। ফোন কিংবা টুকলি ধরা পড়লেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করার নির্দেশিকাও রয়েছে পর্ষদ থেকে।

Sarthak Pandit

Saraswati Puja 2024: পরীক্ষার ধাক্কায় কোণঠাসা বাগদেবী! তাও অন্য ছবি আসানসোলে

পশ্চিম বর্ধমান: একদিন পরেই শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ফলে এবারের সরস্বতী পুজো আগে থেকেই কিছুটা জৌলুস হারিয়েছে। তাও হাতেগোনা কিছু ক্লাব পুজোর আয়োজনে খামতি রাখেনি। তার মধ্যে অন্যতম আসানসোলের বুধা মাঠের সরস্বতী পুজো। এই পুজো চলতি বছর ২৭ তম বর্ষে পা রেখেছে। এই বছরে তাদের থিম ‘রং-তুলির খেলা’। রং মিলান্তির কারখানায় যেন আবাহন হয়েছে বিদ্যাদেবীর।

আরও পড়ুন: ‘লিখব আমিও’, এক অভিনব আয়োজন

গত কয়েক বছর ধরেই আসানসোলের এই ক্লাবের পুজো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে আশপাশের এলাকার পড়ুয়া, কচিকাঁচা, যুবক-যুবতীদের সরস্বতী পুজোর ডেস্টিনেশন হয়ে উঠেছে এই জায়গাটি। চলতি বছরে তাঁদের পুজোর বাজেট ৬ লক্ষ টাকারও বেশি। এই মণ্ডপের প্রতিমা তৈরি হয়েছে সাবেকিয়ানা ধাঁচে। প্রতিমা তৈরি করেছেন মহিশিলার শিল্পী। অন্যদিকে দীপ চ্যাটার্জি সাজিয়ে তুলেছেন এই মণ্ডপটি।

পুজোর আয়োজনে কোনওরকম খামতি রাখতে চাননি উদ্যোক্তারা। তবুও কিছুটা চিন্তার মধ্যেই রয়েছেন আয়োজকরা। বিশেষ করে আবহাওয়ার খামখেয়ালিপনা, মুখ ভার করে থাকা আকাশ চিন্তায় রেখেছে উদ্যোক্তাদের। তাছাড়াও উদ্যোক্তারা মনে করছেন যেহেতু সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে, ফলে চলতি বছরে পড়ুয়াদের আনাগোনা কিছুটা হলেও কম হবে। তবে সবাইকে অংশগ্রহণ করা এবং আনন্দ করার জন্য আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে নানারকম থিম এই ক্লাবের উদ্যোক্তারা উপহার দিয়ে আসছেন শহরবাসীকে। দুর্গাপুজো, কালীপুজোয় থিমের আধিক্য দেখা গেলেও, সরস্বতী পুজোয় বড় আকারের থিম বিশেষ দেখা যায় না। জেলায় যে কয়েকটি ক্লাবের উদ্যোগে থিমের মণ্ডপ সরস্বতী পুজোয় তৈরি করা হয়, তার মধ্যে আসানসোলের এই ক্লাব অন্যতম। আর এ বছর তাঁরা রঙে রঙে মিলিয়ে দিয়েছেন মণ্ডপ। আর সেখানেই আরাধনা শুরু হয়েছে বিদ্যদেবীর। পাশাপাশি মণ্ডপ চত্বরেই আট দিনের একটি বিশাল মেলার আয়োজন করা হয়েছে।

নয়ন ঘোষ

Higher Secondary Examination 2024: বাংলার বিশাল সিলেবাস হাতের মুঠোয়! ‘ফিনিশিং টাচ’ কেমন হওয়া উচিত, জেনে নিন

বাঁকুড়া: বাংলা সাহিত্যের সিলেবাস বেশ বড়। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে যথেষ্ট সংশয়ের একটি জায়গা। সেই সংশয়ের জায়গাগুলি সুন্দর করে বুঝিয়ে দিলেন বাঁকুড়া জিলা স্কুলের বাংলা বিভাগের শিক্ষক অমল আচার্য্য। শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে ৫ নম্বরের দুটি বড় প্রশ্ন আসে। মাত্র দু’টি প্রশ্নের জন্য পড়তে হয় অনেক। শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের সিলেবাসও বেশ বড়। এই অংশে রয়েছে বাংলা সাহিত্যের গানের ধারা, চলচ্চিত্রের ধারা, বিজ্ঞানের ধারা এবং শিল্পের ধারা। প্রত্যেকটি ধারা থেকেই চলে আসতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে কী পড়বেন আর কী পড়বেন না বুঝে উঠতে পারছেন না? কীভাবে তুলবেন ১০/১০?

শিক্ষক অমল আচার্য জানান, “গানের ধারার সিলেবাস প্রকৃতপক্ষেই পড়ে শেষ করা অসম্ভব। সে ক্ষেত্রে কিছু বাছাই করা প্রশ্ন তৈরি করে গেলে আত্মবিশ্বাস বেশি থাকবে বলে মনে করছেন বাংলার শিক্ষক। সেই কারণে এই বছর কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত, অতুলপ্রসাদ সেন এবং হেমন্ত মুখোপাধ্যায়ের গান আসার সম্ভাবনা অত্যন্ত বেশি।

আরও পড়ুন: পারিবারিক বিবাদের জেরে চরম বিপাকে মাধ্যমিক পরীক্ষার্থী, শিকেয় উঠল পড়াশোনা

আরও পড়ুন: নিয়োগে কড়া নিয়ম আছে কেন্দ্র, চাকরিতে দুর্নীতি আটকাতে নয়া আইন

বাংলার গানের ধারার পরের অংশ হল চলচ্চিত্রের ধারা। গতবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের ধারা প্রশ্নে এসেছিল। এই বছর ঠিক কোন জায়গাগুলিতে গুরুত্ব বেশি বললেন বাংলার শিক্ষক অমল আচার্য। তিনি জানান এই বছর গুরুত্বপূর্ণ হল ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন। যে যে ছবির জন্য তাঁরা পুরস্কৃত হয়েছেন, সেই ছবিগুলির নাম এবং সঙ্গে দিতে হবে সাল। বাংলা চলচ্চিত্রের উপর তাঁদের অবদান পড়ে রাখতে হবে।

অবশেষে রয়েছে বিজ্ঞানের ধারা এবং শিল্পের ধারা। বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক জানান, বিজ্ঞানের ধারা থেকে মেঘনাদ সাহা, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ বসু এবং প্রফুল্ল চন্দ্র রায়। এবং শিল্পের ধারা থেকে যামিনী রায়, রামকিঙ্কর বেইজ এবং পট শিল্প। বিশেষ করে কালীঘাটের পট শিল্পের অবদান ভাল করে পড়ার উপদেশ দিয়েছেন তিনি।

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়