প্রতীকী ছবি

Crime News: অচেনা নাম্বার থেকে ফোন! রিসিভ করতেই ‘গ্রেফতারি’-র ফাঁদে সর্বস্বান্ত সরকারি কর্মী…জানলে শিউরে উঠবেন

রাকেশ মাইতি, হাওড়া: Crime News: অচেনা নাম্বার থেকে ফোন! রিসিভ করতেই ‘গ্রেফতারি’-র ফাঁদে সর্বস্বান্ত সরকারি কর্মী…জানলে শিউরে উঠবেন

হাওড়ার দাশনগর থানার অন্তর্গত কোণা মণ্ডলপাড়ার বাসিন্দা সুমন্ত কুমার বিশ্বাস। গত ৩১  অগাস্ট অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। কল রিসিভ করতেই ওই প্রান্ত থেকে বলা হয় ‘ মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে বলছি’ । সুমন্ত বাবুকে জানান হয়, তাঁর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। তারই তদন্ত চলছে। এমন কথা শুনে অবাক হন তিনি, ফোনে ও প্রান্ত থেকে জানানো হয় তাঁর নামের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকা জমা পড়েছে। ফোনে একাধিক মেসেজ পাঠানো হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য এবং অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠানো হয়।

আরও পড়ুন :  টাকার পাহাড়! বাড়ি! গাড়ি! চাকরি! চন্দ্রগ্রহণের পূর্ণিমায় ভাগ্য হাসছে এই ৫ রাশির

রীতিমতো ঘাবড়ে যান সুমন্তবাবু। এর পর তাদের দাবি মতো কয়েক দফায় ৭ লক্ষ ৫৫ হাজার টাকা অনলাইনে পাঠান। একই ভাবে ওই প্রান্ত থেকে টাকার দাবি বাড়তে থাকে। এভাবেই দাবি বাড়তে থাকায় সন্দেহ হয় সুমন্ত বাবুর। আইনজীবীর সহযোগিতা নেন তিনি। গত ৩ রা সেপ্টেম্বর দাশনগর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

তদন্তে নেমে পুরো বিষয়টি এনসিআরপি বা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে ঘটনার বিস্তারিত জানায় পুলিশ। এর পর পুলিশ অভিযান চালিয়ে ধীরে ধীরে ৬ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার করে। আদালতের মাধ্যমে ওই টাকা ফিরিয়ে দেওয়া হয় তাঁকে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। অভিযুক্তদের খোঁজে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ।