ট্রেন দুর্ঘটনায় যে সমস্ত ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ

Train Accident: হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনা, হাওড়া থেকে আজ বাতিল কোন রুটের কোন ট্রেন? রইল তালিকা

হাওড়া: ভোররাতে মুম্বই মেল দুর্ঘটনার হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল। পাশাপাশি নিয়ন্ত্রণও করা হয়েছে বেশ কিছু ট্রেন। শুরু হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ। দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষের তরফে খোলা হয়েছে হেল্প ডেস্ক। মঙ্গলবার ভোর রাতে ঝাড়খণ্ড-চক্রধরপুর রেলওয়ে মণ্ডলের বাদাবাম্বুর কাছে হাওড়া-সিএসটিএম ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে।

রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে ছেড়ে মুম্বই যাবার পথে দুর্ঘটনার কবলে পড়ে ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস এক্সপ্রেস। দুর্ঘটনাটি ঘটে ভোর ৩ টে ৪৫ মিনিট নাগাদ। ঘটনায় ১৮ টি বগি লাইনচ্যুত হয়েছে। এই রুটে বহু দূরপাল্লার ট্রেন যাতায়াত করে প্রতিদিন। সেরকমই একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

বাতিল ট্রেনের তালিকা:

22861 হাওড়া–কাটপাডি এক্সপ্রেস

08015/18019 খড়গপুর – ধানবাদ এক্সপ্রেস

12021/12022 হাওড়া – বারবিল – হাওড়া এক্সপ্রেস

13512/13511 আসানসোল – টাটা- আসানসোল এক্সপ্রেস

22861 হাওড়া- টিটাগড় কান্তাবানজি এক্সপ্রেস

08015/18019 খড়্গপুর-ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস

12021/12022 হাওড়া-বারাবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস

আরও পড়ুনঃ ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত হাওড়া-মুম্বই এক্সপ্রেস, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

যে সব ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে:

12262 হাওড়া-ছত্রপতি শিবাজী দুরন্ত এক্সপ্রেস

12130 হাওড়া- পুনে এক্সপ্রেস 18005-হাওড়া-জব্বলপুর এক্সপ্রেস

12834 হাওড়া- আমেদাবাদ এক্সপ্রেস

18477 পুরী-হৃষিকেশ এক্সপ্রেস

18029 লোকমান্য তিলক কুরলা- শালিমার এক্সপ্রেস

12859 ছত্রপতি শিবাজী-হাওড়া এক্সপ্রেস

12833- আমেদাবাদ- হাওড়া এক্সপ্রেস

13288 আরা-দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস- (আসানসোল- জয়চণ্ডী পাহাড়- বোকারো- রাউরকেল্লা হয়ে ঘুরে যাবে ট্রেনটি)

রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ট্রেনে থাকা ৮০ শতাংশ যাত্রীকে বাসে করে চক্রধরপুর স্টেশনে নিয়ে আসা হয়েছে। বাকি ২০ শতাংশ যাত্রীকে স্পেশ্যাল ট্রেনের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে। এই দুর্ঘটনায় ২ যাত্রীর মৃত্যু হয়েছে। আহতদের চক্রধরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চক্রধরপুর স্টেশন থেকে সকাল সাড়ে দশটা নাগাদ স্পেশ্যাল ট্রেন রওনা দেবে যাত্রীদের নিয়ে।

রাকেশ মাইতি