পোস্ট অফিসে আগুন ঘটনাস্থলে পৌঁছিল পুলিশ ও দমকল বাহিনী

Fire Accident: দাসনগর পোস্ট অফিসে আগুন! ঘটনাস্থলে দমকল, অল্পের জন্য রক্ষা বহু নথি

হাওড়া: পোষ্ট অফিসে আগুন অল্পের জন্য রক্ষা বহু নথি! ঘটনাস্থলে পৌঁছোয় স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাওড়া দাসনগর পোষ্ট অফিসে বৃহস্পতি বার সকালে আগুন লাগে। স্থানীয় মানুষের নজরে আসে পোষ্ট অফিস থেকে নির্গত হচ্ছে ধোঁয়া। মুহূর্তে সেই ধোঁয়া বারতে থাকায়, দ্রুত খবর দেওয়া হয় দাসনগর থানায় এবং দমকলে।

আরও পড়ুনঃ সিঙ্গাপুর, দুবাইের পর এবার কলকাতায়! প্রথমবার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল

ঘটনাস্থলে আসে দমকলের একটা ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালায়। সূত্রে জানা যায়, বহু বছরের পুরানো ইলেক্ট্রিক লাইন হওয়ায় কারণেই হতে পারে শর্টশার্কিট। তা থেকেই এই অগ্নিসংযোগ বলেই মনে করছেন অনেকে। গ্রাহকদের মতে হাজার হাজার মানুষের কোটি কোটি টাকার নথি এখানে রয়েছে।

বহু মানুষ রয়েছে যাদের ভবিষ্যৎ বলতে এই পোস্ট অফিসে সঞ্চিত অর্থ। অল্পের জন্য সেই সমস্ত গুরুত্বপূর্ণ নথি রক্ষা। যদিও স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘ দিন এই পোস্ট অফিস জরাজীর্ণ অবস্থায় রয়েছে। যে কোন সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে জানায় গ্রাহকরা। দুর্ঘটনা বড়সড় ঘটার আগেই স্থানীয় মানুষের নজরে পড়ে অগ্নিকাণ্ড। একই সঙ্গে দ্রুততার সঙ্গে পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়, যে কারণে শেষ রক্ষা হয়েছে বলে মনে করছে স্থানীয় মানুষ।

রাকেশ মাইতি