প্রায় ১৬ ঘণ্টা বন্ধ ইলেকট্রিক পরিষেবা চিন্তা বাড়ছে মানুষের

Howrah News: উসকে দিচ্ছে আমফানের স্মৃতি! হাওড়ায় টানা ১৬ ঘণ্টা নেই বিদ্যুৎ পরিষেবা

হাওড়া: এক এক করে বন্ধ হচ্ছে মুঠো ফোন। এতেই চিন্তা বাড়ছে মানুষের! বন্ধ কাজ কর্ম! আবারও কি ফিরতে চলেছে ‘আমফান’-এর পুরনো স্মৃতি? এমনই নানা প্রশ্ন মানুষের মনে। ঘূর্ণিঝড় ‘ রিমল ‘ আছড়ে পড়তে স্বাভাবিক ইলেকট্রিক পরিষেবা বিচ্ছিন্ন হয় রবিবার গভীর রাতে। এরপর হাওড়ায় প্রায় ১৫-১৬ ঘণ্টা বন্ধ ইলেকট্রিক পরিষেবা! সোমবার প্রায় সারা দিনই বিদ্যুতের দেখা নেই বলে জানান স্থানীয়রা । বিদ্যুৎ পরিষেবা না থাকার ফলে সকাল থেকে থমকে মানুষের কাজ কর্ম।

কয়েক বছর আগে আমফানের তাণ্ডবে প্রায় ৯-১০ দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ছিল হাওড়া জেলার বেশ কিছু এলাকা। আবারও কি তাহলে ফিরল সেই স্মৃতি? আশঙ্কা দানা বাঁধছে মানুষের মনে। বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, দীর্ঘ মেয়াদী ইলেকট্রিক বন্ধ হবার আশঙ্কা কম, ফলে এখনই সেভাবে চিন্তার কারণ নেই। আবহাওয়ার পরিস্তিতি উন্নতি হলে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে পারে।

রাকেশ মাইতি