সুস্বাতী কুন্ডু

HS Result 2024: বাঁকুড়ায় প্রথম, রাজ্যে পঞ্চম হয়েও হাউ হাউ করে কান্না! কারণ জানলে চোখে জল আসবে

বাঁকুড়া: ২০২৪ উচ্চ মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছেন বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী কেন্দুয়াডিহির বাসিন্দা সুস্বাতী কুন্ডু।৫০০ নম্বরের মধ্যে ৪৯২ পেয়ে, রাজ্যে পঞ্চম এবং বাঁকুড়ায় প্রথম স্থান অধিকার করে একপ্রকার তাক লাগিয়েছে এই কন্যা। আগের বছরই মারা গিয়েছেন মেসোমশাই। তার জন্মদিনেই উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত ফল। মাসিকে জড়িয়ে ধরে বাঁধভাঙ্গা কান্নায় ভেঙে পড়লেন বাঁকুড়ার কৃতী।

তবে বাঁকুড়ার কৃতিছাত্রী সুস্বাতী কুন্ডু বলছেন, তার আসল ভালবাসা ভারতনাট্যম নৃত্য। বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের কলা বিভাগের ছাত্রী সুস্বাতী কুন্ডু। বাংলা, ইংরেজি ছাড়া ভূগোল, সংস্কৃত এবং শরীর শিক্ষার মধ্যে ভূগোলই তার বিশেষ প্রিয়। তবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, নাচকেই গুরুত্ব দেবেন তিনি। নাচকে পেশা করে এগিয়ে যেতে চান সুস্বাতী।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

সম্পর্কে বড় মাসি দিপালী ঘোষকে জড়িয়ে ধরে বাঁধভাঙ্গা খুশির কান্নায় ভেঙে পড়েন কৃতি। দিপালী ঘোষ বলেন, সুস্বাতীর বড় মেসোমশাই পড়াশোনার অনুরাগী ছিলেন। এক বছর হল গত হয়েছেন। ২৫ বৈশাখ তাঁর জন্মদিন। আজ তিনি নেই তবে তাঁর স্বপ্নকে সফল করেছে সুস্বাতী।দুর্দান্ত ফল করেছে সুস্বাতী। সেই কারণেই আনন্দ অশ্রু দেখা গেল তাঁর চোখেও।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী কেন্দুয়াডিহির বাসিন্দা সুস্বাতী কুন্ডু প্রমাণ করলেন বিজ্ঞান বিভাগ ছাড়াও দুর্দান্ত ফল করা যায় উচ্চ মাধ্যমিকের মত কঠিন পরীক্ষায়। তাছাড়াও নিজের প্যাসনকে তাড়া করে এগিয়ে যাওয়াও সম্ভব এই কম্পিটিশনের যুগে।

নীলাঞ্জন ব্যানার্জী