পূর্ব বর্ধমান: দীপাবলির জন্য সাধারণ মাটির প্রদীপ অথবা বৈদ্যুতিক আধুনিক প্রদীপ কেনার কথা ভাবছেন ? তবে তার আগে একবার দেখে নিতে পারেন এই বিশেষ প্রদীপের থালি। নকশা করা মাটির থালা এবং তার উপরে রয়েছে রং বেরঙের প্রদীপ। দীপাবলির আগে ভাল চাহিদা রয়েছে এই প্রদীপের থালির। পূর্ব বর্ধমানের এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তৈরি করছে এই বিশেষ ধরণের প্রদীপের থালি।
পড়াশোনার পাশাপাশি দীপাবলির আগে প্রদীপের থালি বিক্রি করেই অর্থ উপার্জন করছে ওই পড়ুয়া। কাটোয়া শহরের ডিডিসি গার্লস স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী প্রমিলা পাল। নিজের শিল্পসত্তাকে কাজে লাগিয়ে সে এই বিশেষ ধরণের প্রদীপ তৈরি করছে। এই প্রসঙ্গে প্রমিলা জানিয়েছে, “কালী পুজোর জন্যই এই থালি তৈরি করছি। দশকর্মার দোকান থেকে মাটির থালা, প্রদীপ কিনে এনে , তারপর সেগুলো রং করে তৈরি করা হচ্ছে।”
আরও পড়ুন: এই চাষ করে হতে পারেন লাভবান, সারাবছর হবে মোটা টাকা রোজগার
বর্তমানে পূর্ব বর্ধমানের প্রমিলার তৈরি এই বিশেষ প্রদীপের থালি বাজারে ব্যাপক ভাবে বিক্রি হচ্ছে। দূর দূরান্ত থেকেও প্রচুর অর্ডার আসছে। তবে সবথেকে বেশি বিক্রি হচ্ছে অনলাইন মাধ্যমে। জেলা, ভিন জেলা সহ এখন বাইরের রাজ্যেও পাড়ি দিচ্ছে বর্ধমানের প্রমিলার তৈরি প্রদীপের থালি। ছোট থেকেই প্রমিলা ছবি আঁকা শিখত। সেই হিসেবে তার হাতের কাজ একদম নিখুঁত। লকডাউন থেকে বাড়িতে বসেই শুরু করে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে এবং তারপরই একদিন সে বানিয়ে ফেলে এই বিশেষ প্রদীপের থালি। প্রমিলা এই বিষয়ে আরও জানিয়েছে, “ঝাড়খন্ড, বাঁকুড়া সহ জেলার বিভিন্ন জায়গায় যাচ্ছে এই প্রদীপ যাচ্ছে। চাহিদা ভাল রয়েছে। মা আমাকে সাহায্য করে এই কাজে। পড়াশোনার পাশাপাশি এই কাজ করছি। উপার্জনও হচ্ছে এখান থেকে।”
আরও পড়ুন: সারান ফুটবলের ‘অসুখ’…! ৩২ বছর ধরে এই নিয়েই মহিলার ‘জীবন’! দেখুন আশ্চর্য কাহিনি!
কোনও থালার মধ্যে আঁকা রয়েছে মা কালির মুখ। আবার কোনও থালায় রয়েছে আধুনিক আকর্ষণীয় নকশা। দীপাবলির আগে এই থালি বিক্রি করেই অর্থ উপার্জন করছে প্রমিলা। সখের বশে প্রমিলা এই কাজ করলেও উপর্জিত অর্থ সে অনেক কাজে ব্যবহার করতে পারে। প্রমিলার এই কর্মকাণ্ডে খুশি তার পরিবারের সকলেই। আগামী দিনেও আরও নতুন কিছু বানানোর চেষ্টা করবে বলেই জানিয়েছে প্রমিলা।
বনোয়ারীলাল চৌধুরী