জোয়ারের ধাক্কায় সমুদ্রের দিকে ভেসে যাচ্ছে একটা আস্ত আইসক্রিম ভ্যান।

Ice Cream Truck Gets Carried Away By Tide: জোয়ারের ধাক্কায় ভেসে গেল আস্ত একটা আইসক্রিমের ভ্যান! সমুদ্র সৈকতে অদ্ভুত কাণ্ড!

লন্ডন: জোয়ারের ধাক্কায় সমুদ্রের দিকে ভেসে যাচ্ছে একটা আস্ত আইসক্রিম ভ্যান। রবিবার ঘটনাটি ঘটে ইংল্যান্ডের কর্নওয়ালের এক সৈকতে৷ রবিবার হার্লিন উপসাগরের সৈকতে রাখা একটা আইসক্রিমের ভ্যান জলে চলে যাচ্ছিল।

আরও পড়ুন: জিকে তো সবাই পড়েন! জানেন কি GK-এর জনক কাকে বলা হয়? উত্তরটা কিন্তু ভাবাবে!

ভ্যানটিকে বাঁচানোর চেষ্টায় সমুদ্র সৈকতে উপস্থিত বিশাল জনতা জলে নেমেছিল৷ যদিও তাঁদের সবরকম প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। ভ্যানটিকে বাঁচানোর জন্য একটা উদ্ধারকারী ট্রাককে সেখানে পাঠানো হয়৷ জোয়ার কমে যাওয়ার পর, ট্রাকটিকে ভ্যানটিকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়।

ঘটনাটি ঘটার আগের মুহূর্তে চালক গাড়িতে ছিলেন না৷ একজন কোস্ট গার্ড রিচার্ড হিগম্যান ‘স্কাই নিউজ’কে বলেছেন ট্রাকটি ভেসে যাওয়ার আগে চালক সৈকতে আইসক্রিম বিক্রি করছিল। তিনি আরও বলেছিলেন জোয়ারের সময় সমুদ্রের জল গাড়িটিকে ছাপিয়ে যায়৷ সঙ্গে সঙ্গে এই ভ্যান প্লাবিত হয়ে গিয়েছিল৷ এই সময় চালকটি আইসক্রিম ভ্যান বন্ধ করে দিয়েছিলেন৷ তিনি আরও বলেন “সৈকতে সেই সময় অনেকে একটা দড়ি পেয়েছিল, সেই দিয়েই অনেকে ভ্যানটা টানার চেষ্টা করেছিল৷ কিন্তু ওরা ব্যর্থ হয়েছিল৷।”

আরও পড়ুন: চুরির পর চোর রেখে গেল একখানা ভয়ঙ্কর নোট, কী লেখা ছিল তাতে!

সেইদিন সৈকতে বেশ ভিড় ছিল৷ সম্ভবত ব্যবসা করার মাথায় রেখেই তিনি ভ্যানটিকে অনেক দূর নিয়ে গিয়েছিলেন৷ কিন্তু তারপরে জোয়ার আসতে শুরু করে ফলে তখন আর সে গাড়ি চালাতে পারেনি। সামনের টায়ারটি বালিতে চলে গিয়েছিল। একজন এইচএম কোস্টগার্ডের তরফে জানানো হয়েছে, ৯:৪৫ এর সময় যখন জল স্তর অনেকটা নামতে শুরু করেছে তখন ভ্যানটিকে উদ্ধার করা সম্ভব হয়েছিল৷