দিঘা মৎস নিলাম কেন্দ্র

Ilish or Hilsa: অত্যন্ত কম দাম, বাজারে ইলিশের বন্যা! পুজোর মুখে মৎস্যজীবীদের মুখে চওড়া হাসি! জানলে আপনিও অবাক হবেন

*মাঝে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই বাংলা বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। পুজোর আগে খুশির হাওয়া দিঘা জুড়ে। নিম্নচাপ ও সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা উঠতেই মুখে হাসি ফুটেছে মৎস্যজীবী ও ট্রলার মালিকদের। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি। 
*মাঝে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই বাংলা বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। পুজোর আগে খুশির হাওয়া দিঘা জুড়ে। নিম্নচাপ ও সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা উঠতেই মুখে হাসি ফুটেছে মৎস্যজীবী ও ট্রলার মালিকদের। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
*নিম্নচাপের দুর্যোগ বারবার সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের মুখের হাসি কেড়ে নিয়েছিল। নিম্নচাপের কারণে মাছ ধরার অনুকূল পরিবেশ সৃষ্টি হলেও সমুদ্র পাড়ি দেওয়ায় সরকারি নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের অন্ধকারে ফেলে দিয়েছিল। পুজোর আগে সেই থমথমে পরিবেশ কেটে হাসির আলো ফুটল মাছ উঠে আসায়। ফাইল ছবি। 
*নিম্নচাপের দুর্যোগ বারবার সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের মুখের হাসি কেড়ে নিয়েছিল। নিম্নচাপের কারণে মাছ ধরার অনুকূল পরিবেশ সৃষ্টি হলেও সমুদ্র পাড়ি দেওয়ায় সরকারি নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের অন্ধকারে ফেলে দিয়েছিল। পুজোর আগে সেই থমথমে পরিবেশ কেটে হাসির আলো ফুটল মাছ উঠে আসায়। ফাইল ছবি।
*বিগত কয়েক বছর ইলিশের উৎপাদন অনেকটাই কমে গিয়েছে দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। ইলিশ না উঠে আসায় ট্রলার মালিক থেকে মৎস্যজীবীদের বছরের পর বছর ক্ষতির মুখ দেখতে হচ্ছে। চলতি বছর মাছ ধরার মরশুমের প্রথমের দিকে ইলিশের দেখা পাওয়া যায়নি। ফাইল ছবি। 
*বিগত কয়েক বছর ইলিশের উৎপাদন অনেকটাই কমে গিয়েছে দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। ইলিশ না উঠে আসায় ট্রলার মালিক থেকে মৎস্যজীবীদের বছরের পর বছর ক্ষতির মুখ দেখতে হচ্ছে। চলতি বছর মাছ ধরার মরশুমের প্রথমের দিকে ইলিশের দেখা পাওয়া যায়নি। ফাইল ছবি।
*অগাস্ট পেরিয়ে সেপ্টেম্বরে সেই চিত্রটা কিছুটা বদল হয়েছে। প্রতিদিনই দিঘা মৎস্য নিলাম কেন্দ্রে উঠে আসছে ইলিশ। সেপ্টেম্বরে শুধু ইলিশ না ইলিশের পাশাপাশি পমফ্রেট, চিংড়ি, পার্শে অন্যান্য সামুদ্রিক মাছ উঠে আসছে। ফাইল ছবি। 
*অগাস্ট পেরিয়ে সেপ্টেম্বরে সেই চিত্রটা কিছুটা বদল হয়েছে। প্রতিদিনই দিঘা মৎস্য নিলাম কেন্দ্রে উঠে আসছে ইলিশ। সেপ্টেম্বরে শুধু ইলিশ না ইলিশের পাশাপাশি পমফ্রেট, চিংড়ি, পার্শে অন্যান্য সামুদ্রিক মাছ উঠে আসছে। ফাইল ছবি।
*চলতি বছর মৎস্যজীবীরা আশা করেছিলেন এ বছর ভাল পরিমান ইলিশ উঠে আসবে। শুধু ইলিশ নয়, ইলিশের পাশাপাশি অন্যান্য সামুদ্রিক মাছ উঠে আসবে। কিন্তু মাছ ধরার মরশুম শুরু হওয়ার প্রথম দিকে কিছুটা হতাশ হয় মৎস্যজীবীরা। ফাইল ছবি। 
*চলতি বছর মৎস্যজীবীরা আশা করেছিলেন এ বছর ভাল পরিমান ইলিশ উঠে আসবে। শুধু ইলিশ নয়, ইলিশের পাশাপাশি অন্যান্য সামুদ্রিক মাছ উঠে আসবে। কিন্তু মাছ ধরার মরশুম শুরু হওয়ার প্রথম দিকে কিছুটা হতাশ হয় মৎস্যজীবীরা। ফাইল ছবি।
*দিঘার মোহনা মৎস নিলাম কেন্দ্রের মৎস্যজীবীরা জানান, যেখানে প্রতিদিন প্রায় ৭-১০ টন ইলিশ মাছ উঠে আসার কথা, সেখানে মেরে কেটে কয়েক কুইন্টাল ইলিশের দেখা মিলছে। ফাইল ছবি। 
*দিঘার মোহনা মৎস নিলাম কেন্দ্রের মৎস্যজীবীরা জানান, যেখানে প্রতিদিন প্রায় ৭-১০ টন ইলিশ মাছ উঠে আসার কথা, সেখানে মেরে কেটে কয়েক কুইন্টাল ইলিশের দেখা মিলছে। ফাইল ছবি।
*শুধুই ইলিশ না ইলিশের পাশাপাশি পমফ্রেট, চিংড়ি, ভোলা-সহ অন্যান্য ধরনের সামুদ্রিক মাছের যোগান চলতি বছর অনেকটাই কম। তবে সেপ্টেম্বরের শুরু থেকে কিছুটা হলেও দিঘায় সামুদ্রিক মাছ উৎপাদনের চিত্রটা বদলেছে। ফাইল ছবি। 
*শুধুই ইলিশ না ইলিশের পাশাপাশি পমফ্রেট, চিংড়ি, ভোলা-সহ অন্যান্য ধরনের সামুদ্রিক মাছের যোগান চলতি বছর অনেকটাই কম। তবে সেপ্টেম্বরের শুরু থেকে কিছুটা হলেও দিঘায় সামুদ্রিক মাছ উৎপাদনের চিত্রটা বদলেছে। ফাইল ছবি।
*মাঝে কয়েকদিন নিম্নচাপের দুর্যোগে সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা উঠতেই আবারও সমুদ্র পাড়ি দিয়েছে মৎস্যজীবীরা। দিঘায় মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের মৎস্যজীবীরা আশা এবার দুর্গাপুজোর সময়ও ভাল মাছ পাওয়া যাবে দিঘায়। আর তাতেই আশায় বুক বেঁধেছে মৎস্যজীবীরা। ভাল মাছ উঠে আসায় খুশির হাসি মৎস্যজীবী ও ট্রলার মালিকদের মনে। ফাইল ছবি। 
*মাঝে কয়েকদিন নিম্নচাপের দুর্যোগে সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা উঠতেই আবারও সমুদ্র পাড়ি দিয়েছে মৎস্যজীবীরা। দিঘায় মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের মৎস্যজীবীরা আশা এবার দুর্গাপুজোর সময়ও ভাল মাছ পাওয়া যাবে দিঘায়। আর তাতেই আশায় বুক বেঁধেছে মৎস্যজীবীরা। ভাল মাছ উঠে আসায় খুশির হাসি মৎস্যজীবী ও ট্রলার মালিকদের মনে। ফাইল ছবি।
*এ প্রসঙ্গে দিঘা মোহনা ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের-সহ সভাপতি নবকুমার পয়ড়্যা 'নিষেধাজ্ঞা উঠে যেতেই সমুদ্র পাড়ি দিয়েছে মৎস্যজীবীদের ট্রলার নৌকা ও ভুটভুটি। মাছের যোগান রয়েছে। আশা করা যায় আগামী কয়েকদিন ভাল মাছ উঠবে। নিম্নচাপের দুর্যোগ সরতেই চিত্রটা বদলেছে। আশা করা যায় পুজোর সময়ও ইলিশ-সহ অন্যান্য সামুদ্রিক মাছ উঠবে দিঘায়।" ফাইল ছবি। 
*এ প্রসঙ্গে দিঘা মোহনা ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের-সহ সভাপতি নবকুমার পয়ড়্যা ‘নিষেধাজ্ঞা উঠে যেতেই সমুদ্র পাড়ি দিয়েছে মৎস্যজীবীদের ট্রলার নৌকা ও ভুটভুটি। মাছের যোগান রয়েছে। আশা করা যায় আগামী কয়েকদিন ভাল মাছ উঠবে। নিম্নচাপের দুর্যোগ সরতেই চিত্রটা বদলেছে। আশা করা যায় পুজোর সময়ও ইলিশ-সহ অন্যান্য সামুদ্রিক মাছ উঠবে দিঘায়।” ফাইল ছবি।
*পুজো মানেই খাদ্য রসিক বাঙালির নস্টালজিয়া। এবার পুজোয় ইলিশ-সহ অন্যান্য সামুদ্রিক মাছ যোগান ভালই থাকবে বলে মনে করছেন মৎসজীবীরা। নিষেধাজ্ঞা উঠতেই মাছের যোগান শুরু হয়েছে দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। আগামী কয়েক দিন আরও যোগান বাড়বে বলে আশা করছে মৎস্যজীবীরা। ফাইল ছবি। 
*পুজো মানেই খাদ্য রসিক বাঙালির নস্টালজিয়া। এবার পুজোয় ইলিশ-সহ অন্যান্য সামুদ্রিক মাছ যোগান ভালই থাকবে বলে মনে করছেন মৎসজীবীরা। নিষেধাজ্ঞা উঠতেই মাছের যোগান শুরু হয়েছে দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। আগামী কয়েক দিন আরও যোগান বাড়বে বলে আশা করছে মৎস্যজীবীরা। ফাইল ছবি।
*মাছের যোগান থাকায় খুশির হাওয়া মৎস্যজীবীদের মধ্যে। পুজোর আগে প্রাণ ফিরে পেল দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র। মৎস্যজীবীরা মনে করছেন ইলিশ-সহ অন্যান্য সামুদ্রিক মাছের যোগান বাড়বে। ফাইল ছবি।
*মাছের যোগান থাকায় খুশির হাওয়া মৎস্যজীবীদের মধ্যে। পুজোর আগে প্রাণ ফিরে পেল দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র। মৎস্যজীবীরা মনে করছেন ইলিশ-সহ অন্যান্য সামুদ্রিক মাছের যোগান বাড়বে। ফাইল ছবি।