অবৈধ মদের কারখানায় খোঁজ

Jalpaiguri News: ছ’কোটি টাকার নকল মদ! জলপাইগুড়ির কাণ্ড দেখলে চোখ কপালে উঠবে আপনারও

জলপাইগুড়ি: ময়নাগুড়ি থানাররামসাই এলাকার কাজল দিঘি গ্রামের নিরঞ্জন রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ছয় কোটি টাকা মূল্যের নকল বিদেশি মদ উদ্ধরের পাশপাশি নকল মদ তৈরির কারখানার হদিশপায়, এরপরেই চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে।

পুলিস, পুরসভার চোখ এড়িয়ে এত বড় নকল মদ তৈরির কারখানা জানতে পেরে হতবাক ময়নাগুড়ি-সহ সমগ্র জেলাবাসী। জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে একদিকে এই নকল বিদেশি মদ তৈরি করে বাজারে বিক্রি করায় রাজ্যসরকারের কোষাগারে যেমন বিপুল ক্ষতি হচ্ছিল, তার পাশাপাশি নকল মদ পান করায় স্বাস্থ্যের ক্ষতি হচ্ছিল হাজার হাজার মানুষের।

আবগারি দফতর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী নকল মদ তৈরির কারখানার মালিক নিরঞ্জন রায় যিনি এই মুহূর্তে পলাতক রয়েছেন। ওঁর স্ত্রী সরকারি কর্মী বলে জানা গিয়েছে। ঘটনা প্রসঙ্গে জেলা আবগারি দফতরের অতিরিক্ত কমিশনার সুজিত দাস জানালেন,এখন পর্যন্ত তদন্তে যেটুকু পাওয়া গেছে তাতে বেশ কয়েক মাস ধরে এই নকল বিদেশি মদ তৈরির কারবার চলছিল,আজকের অভিযানে নকল বিদেশি মদ এবং মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তদন্ত চলছে।

সুরজিৎ দে