Tag Archives: sandakphu

Khopidara-Sandakphu : সান্দাকফুর পাদদেশে রয়েছে ছোট্ট এই গ্রাম! মাত্র ১৫০০ টাকায় থাকা-খাওয়া সব! জানুন বিস্তারিত

দার্জিলিং: মেঘ, পাইন আর কাঞ্চনজঙ্ঘা নিয়ে খোপিদাঁড়া। পাইনের বনের কোলে দাঁড়িয়ে মেঘেদের দেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ রয়েছে খোপিদাঁড়াতে। সম্ভবত খোপিদাঁড়াই সবচেয়ে নিচু পর্যটন কেন্দ্র যেখান থেকে স্লিপিং বুদ্ধার অবয়ব স্পষ্ট দেখা যায় । একই সঙ্গে এক ফ্রেমে দার্জিলিং এর পাহাড় থেকে শুরু করে সিকিমের পাহাড় দেখার সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুর পাদদেশে অবস্থিত ছোট্ট এই গ্রাম খোপিদাঁড়া।

প্রত্যেক পাহাড় প্রেমী মানুষেরা ছুটি পেলেই ছুটে আসে পাহাড়ে। শান্ত শীতল আবহাওয়ায় যেন নিমিষেই মন ভরে যায়। রাতের অন্ধকারে টিমটিম করে জ্বলতে থাকা পাহাড়ি গ্রামের আলোগুলি যেন জোনাকির মত ধরা দেয় চোখে আর যারা পূর্ণিমার রাতে চাঁদের আলোয় মুড়ে থাকা পাহাড় যেন এক বাড়তি পাওনা।

আরও পড়ুন: ডায়াবেটিস, কোলেস্টেরল, ত্বক, চুলের সমস্যা-সহ বহু রোগের মহা-ওষুধ পেয়ারা পাতা

বর্তমানে এ শহরের কোলাহল ছেড়ে সকলেই চায় নিরিবিলিতে একটু সময় কাটাতে। আপনিও যদি আপনার ব্যস্ততম জীবন থেকে বিরতি নিয়ে নিরিবিলিতে পাহাড়ের কোলে শান্ত শীতল পরিবেশে কিছুটা সময় কাটাতে চান তাহলে আপনার জন্য সেরা ঠিকানা হতে চলেছে খোপিদাঁড়া।

সান্দাকফুর গেটওয়ে মানেভঞ্জন থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত এই খোপিদাঁড়া গ্রাম। এই ছোট্ট গ্রামের মধ্যেই রয়েছে টোটোলা হোমস্টে। ঘরোয়া পরিবেশে এই হোমস্টেতে থেকেই আপনি দার্জিলিং থেকে শুরু করে সিকিমের পাহাড়ের মজা নিতে পারবেন। পাশাপাশি সান্দাকফু ট্রেক যদি আপনার স্বপ্ন হয়ে থাকে তাহলে সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। এই হোমস্টেতে থাকলে জনপ্রতি ১৫০০ টাকা খরচা করে আপনি পেয়ে যাবেন তিন বেলার খাবার। গ্রামের মধ্যেই চাষ করা বিভিন্ন অর্গানিক শাকসবজি দিয়ে তৈরি করা হয় সুস্বাদু খাবার।

আরও পড়ুন: চোখের সামনে তৈরি হবে আম, গন্ধরাজ লেবু, তরমুজ ফ্লেভারের বিয়ার! খেতে হলে চলে আসুন এই ঠিকানায়

তাই আর দেরি না করে আপনিও যদি পাহাড় ভ্রমণের কথা ভাবছেন তাহলে অবশ্যই ঘুরে আসুন চারিদিকে পাহাড়ে ঘেরা অসম্ভব সুন্দর এই খোপিদাঁড়া গ্রাম থেকে।সান্দাকফুর পাদদেশে অবস্থিত এই গ্রামের হাতের নাগালেই রয়েছে সিঙ্গলিলা জাতীয় উদ্যান। যেই পথ ধরে আপনি হেরিটেজ ল্যান্ড রোভার অথবা পায়ে হেঁটে সান্দাকফু ভ্রমণের মজা নিতে পারবেন। এখানে আসতে হলে রিজার্ভ গাড়ি করে আপনারা এখানে চলে আসতে পারেন খুব সহজে। অথবা শেয়ার গাড়িতেও আপনারা এখানে আসতে পারেন।

অনির্বাণ রায়

Darjeeling Sandakphu: কাঞ্চনজঙ্ঘার টানে ইচ্ছে হলেই আর সান্দাকফু যেতে পারবেন না কেউ! পর্যটকদের জন্য বিরাট নির্দেশিকা

*সান্দাকফু তাদের জন্যে স্বর্গ, যারা হয়ত খুব ভাল ট্রেকার নয় কিন্তু পাহাড় ভালবাসে। সান্দাকফুকে হয়ত এ জন্যেই বলা হয় ট্রেকার্স প্যারাডাইস। গত কয়েক বছরে সান্দাকফু ভ্রমণের জন্য পর্যটকদের সংখ্যা বেড়েছে অনেকটাই।
*সান্দাকফু তাদের জন্যে স্বর্গ, যারা হয়ত খুব ভাল ট্রেকার নয় কিন্তু পাহাড় ভালবাসে। সান্দাকফুকে হয়ত এ জন্যেই বলা হয় ট্রেকার্স প্যারাডাইস। গত কয়েক বছরে সান্দাকফু ভ্রমণের জন্য পর্যটকদের সংখ্যা বেড়েছে অনেকটাই।
*তবে, কিছু ক্ষেত্রে সঠিক শারীরিক সক্ষমতা না নিয়েই সান্দাকফু যাচ্ছেন অনেকে। অসুস্থ হচ্ছেন অনেক পর্যটক। সম্প্রতি পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে অসুস্থ হয়ে ৩ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে পাহাড়ে।
*তবে, কিছু ক্ষেত্রে সঠিক শারীরিক সক্ষমতা না নিয়েই সান্দাকফু যাচ্ছেন অনেকে। অসুস্থ হচ্ছেন অনেক পর্যটক। সম্প্রতি পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে অসুস্থ হয়ে ৩ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে পাহাড়ে।
*সেই কারণেই এবার পর্যটকদের ফিটনেস টেস্ট করার ব্যাপারে চিন্তাভাবনা করছে জিটিএ। তাঁরা সিদ্ধান্ত নিয়েছে, পাহাড়ি দুর্গম এলাকায় বিশেষ করে সান্দাকফুতে যেসব পর্যটক আসবেন, তাঁদের ফিটনেস সার্টিফিকেট দেখাতেই হবে। খুব শীঘ্রই এই নিয়ম লাগু হবে পর্যটকদের জন্য।
*সেই কারণেই এবার পর্যটকদের ফিটনেস টেস্ট করার ব্যাপারে চিন্তাভাবনা করছে জিটিএ। তাঁরা সিদ্ধান্ত নিয়েছে, পাহাড়ি দুর্গম এলাকায় বিশেষ করে সান্দাকফুতে যেসব পর্যটক আসবেন, তাঁদের ফিটনেস সার্টিফিকেট দেখাতেই হবে। খুব শীঘ্রই এই নিয়ম লাগু হবে পর্যটকদের জন্য।
*এ নিয়ে জিটিএ’র অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিভাগের চিফ কো-অর্ডিনেটর সোনম ভুটিয়া জানান,
*এ নিয়ে জিটিএ’র অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিভাগের চিফ কো-অর্ডিনেটর সোনম ভুটিয়া জানান, “পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের পর্যটন দফতরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। পর্যটন দফতর অনুমতি দিলে তবেই স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার ব্যাপরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
*যাতে প্রায় ৩৫০০ মিটার উঁচুতে উঠে কোনও সমস্যায় না পড়তে হয়। সেই জন্য ট্রেক করার আগে পর্যটকদের নিজেদের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে কোনও চিকিৎসকের কাছ থেকে ফিটনেস টেস্ট করিয়ে নেওয়া উচিত। এ বিষয়ে জিটিএ-র তরফে পর্যটকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
*যাতে প্রায় ৩৫০০ মিটার উঁচুতে উঠে কোনও সমস্যায় না পড়তে হয়। সেই জন্য ট্রেক করার আগে পর্যটকদের নিজেদের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে কোনও চিকিৎসকের কাছ থেকে ফিটনেস টেস্ট করিয়ে নেওয়া উচিত। এ বিষয়ে জিটিএ-র তরফে পর্যটকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
*প্রাথমিকভাবে জানা গিয়েছে সান্দাকফুগামী পর্যটকদের একটি তথ্যকেন্দ্র চালু করা হতে পারে। সেখানে স্বাস্থ্যপরীক্ষা করার ব্যবস্থাও থাকবে। একটি মেডিক্যাল টিম সেখানে থাকবে, যারা প্রত্যেক পর্যটকের স্বাস্থ্য পরীক্ষা করে তবেই তাঁদের সান্দাকফু যাওয়ার ছাড়পত্র দেবে। তবে, এ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি জিটিএ।
*প্রাথমিকভাবে জানা গিয়েছে সান্দাকফুগামী পর্যটকদের একটি তথ্যকেন্দ্র চালু করা হতে পারে। সেখানে স্বাস্থ্যপরীক্ষা করার ব্যবস্থাও থাকবে। একটি মেডিক্যাল টিম সেখানে থাকবে, যারা প্রত্যেক পর্যটকের স্বাস্থ্য পরীক্ষা করে তবেই তাঁদের সান্দাকফু যাওয়ার ছাড়পত্র দেবে। তবে, এ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি জিটিএ।

Sandakphu Snowfall: গাছের পাতা থেকে পাকদণ্ডী ঢেকেছে পুরু বরফের চাদরে! দেখুন তুষারসুন্দরী সান্দাকফুর অ্যালবাম

পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে সান্দাকফু। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কোথাও কোথাও প্রায় সাড়ে তিন ফুট পর্যন্ত বরফের আস্তারণে ঢেকে গিয়েছে সান্দাকফুর রাস্তা।
পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে সান্দাকফু। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কোথাও কোথাও প্রায় সাড়ে তিন ফুট পর্যন্ত বরফের আস্তারণে ঢেকে গিয়েছে সান্দাকফুর রাস্তা।
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পয়েন্ট হল সান্দাকফু। সিঙ্গলিলা জাতীয় উদ্যানের পাশ দিয়ে এগিয়ে যাওয়া সান্দাকফুর পথে গোটা রাস্তা জুড়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা-সহ হোটা স্লিপিং বুদ্ধা।
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পয়েন্ট হল সান্দাকফু। সিঙ্গলিলা জাতীয় উদ্যানের পাশ দিয়ে এগিয়ে যাওয়া সান্দাকফুর পথে গোটা রাস্তা জুড়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা-সহ হোটা স্লিপিং বুদ্ধা।
সেই অভিরাম নৈস্বর্গিক শোভার টানে প্রচুর পর্যটক ও ট্রেকার সান্দাকফু-ফালুটে যান। কিন্তু আচমকা এই তুষারপাতের জেরে বন্ধ হয়ে গিয়েছে সান্দাকফু-ফালুটের রাস্তা।
সেই অভিরাম নৈস্বর্গিক শোভার টানে প্রচুর পর্যটক ও ট্রেকার সান্দাকফু-ফালুটে যান। কিন্তু আচমকা এই তুষারপাতের জেরে বন্ধ হয়ে গিয়েছে সান্দাকফু-ফালুটের রাস্তা।
সামনেই দোল ও হোলির ছুটি রয়েছে। এই সময়ে ট্রেকার ও পর্যটকদের ভিড় আরও বাড়ার সম্ভাবনা ছিল সান্দাকফু, ফালুটের পথে। কিন্তু এমন প্রতিকূল আবহাওয়ার কারণে পর্যটকের সংখ্যা তুলনায় অনেকটা কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
সামনেই দোল ও হোলির ছুটি রয়েছে। এই সময়ে ট্রেকার ও পর্যটকদের ভিড় আরও বাড়ার সম্ভাবনা ছিল সান্দাকফু, ফালুটের পথে। কিন্তু এমন প্রতিকূল আবহাওয়ার কারণে পর্যটকের সংখ্যা তুলনায় অনেকটা কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে আরও শ্বেতশুভ্র হয়ে উঠবে সান্দাকফু। আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বক্তব্য, 'পরিস্থিতি যা তাতে আগামী ২৪ ঘণ্টায় সান্দাকফু সহ বেশ কয়েকটি এলাকায় তুষারপাত হতে পারে। একইসঙ্গে বিচ্ছিন্নভাবে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে।'
আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে আরও শ্বেতশুভ্র হয়ে উঠবে সান্দাকফু। আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বক্তব্য, ‘পরিস্থিতি যা তাতে আগামী ২৪ ঘণ্টায় সান্দাকফু সহ বেশ কয়েকটি এলাকায় তুষারপাত হতে পারে। একইসঙ্গে বিচ্ছিন্নভাবে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে।’

North Bengal Weather: মাইনাস ডিগ্রিতে ‘এই’ জেলা! প্রবল শীতে কাঁপছে উত্তর, আর কতদিন হাড়হিম ঠান্ডা? আবহাওয়ার মেগা আপডেট

North Bengal Weather Alert: বৃহস্পতিবারের উত্তরের আবহাওয়ার খবর। উত্তরবঙ্গের সকালটা ছিল কুয়াশাচ্ছন্ন। পাহাড়ে ঠান্ডার কাঁপুনি, সান্দাকফুতে বরফ পড়ার পর আরও ঝলমলে।
North Bengal Weather Alert: বৃহস্পতিবারের উত্তরের আবহাওয়ার খবর। উত্তরবঙ্গের সকালটা ছিল কুয়াশাচ্ছন্ন। পাহাড়ে ঠান্ডার কাঁপুনি, সান্দাকফুতে বরফ পড়ার পর আরও ঝলমলে।
North Bengal Weather Alert: শিলিগুড়িতে কুয়াশার সকাল। হালকা রোদ, ঠান্ডা হাওয়া, শীতের দাপট রয়েছে। তাপমাত্রা এখন ১০ ডিগ্রি। জলপাইগুড়িতে সকাল থেকে কুয়াশাচ্ছন্ন আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.০৫ ডিগ্রি সেলসিয়াস।
North Bengal Weather Alert: শিলিগুড়িতে কুয়াশার সকাল। হালকা রোদ, ঠান্ডা হাওয়া, শীতের দাপট রয়েছে। তাপমাত্রা এখন ১০ ডিগ্রি। জলপাইগুড়িতে সকাল থেকে কুয়াশাচ্ছন্ন আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.০৫ ডিগ্রি সেলসিয়াস।
North Bengal Weather Alert: দার্জিলিংয়ে হালকা মেঘ আর রোদের লুকোচুরি। কনকনে ঠান্ডায় কাঁপছে। পারদ ৪-৫ ডিগ্রি। কালিম্পংয়ে মেঘলা ওয়েদার। শীতল হাওয়া। তাপমাত্রা ৬-৭ ডিগ্রি।
North Bengal Weather Alert: দার্জিলিংয়ে হালকা মেঘ আর রোদের লুকোচুরি। কনকনে ঠান্ডায় কাঁপছে। পারদ ৪-৫ ডিগ্রি। কালিম্পংয়ে মেঘলা ওয়েদার। শীতল হাওয়া। তাপমাত্রা ৬-৭ ডিগ্রি।
North Bengal Weather Alert: তুষারপাতের পর রোদ ঝলমলে সকাল সান্দাকফুতে। আজ সান্দাকফুর একাংশ সাদা তুষারে আবৃত। রাতে মাইনাসে নেমে এসেছিল তাপমাত্রা। সকালে শূন্য ডিগ্রিতে দাঁড়িয়ে তাপমাত্রা।
North Bengal Weather Alert: তুষারপাতের পর রোদ ঝলমলে সকাল সান্দাকফুতে। আজ সান্দাকফুর একাংশ সাদা তুষারে আবৃত। রাতে মাইনাসে নেমে এসেছিল তাপমাত্রা। সকালে শূন্য ডিগ্রিতে দাঁড়িয়ে তাপমাত্রা।
North Bengal Weather Alert: ডুয়ার্সে শীতের স্পেল চলছে। পারদ ১০-১১ ডিগ্রির আশপাশে। রোদের দেখা। আলিপুরদুয়ারে হালকা মেঘ ও রোদ। সকালটা ছিল কুয়াশাচ্ছন্ন। ঠান্ডার মুড। তাপমাত্রা ১০-১১।
North Bengal Weather Alert: ডুয়ার্সে শীতের স্পেল চলছে। পারদ ১০-১১ ডিগ্রির আশপাশে। রোদের দেখা। আলিপুরদুয়ারে হালকা মেঘ ও রোদ। সকালটা ছিল কুয়াশাচ্ছন্ন। ঠান্ডার মুড। তাপমাত্রা ১০-১১।
North Bengal Weather Alert: কোচবিহারে রোদ ঝলমলে আকাশ। সঙ্গে শীতের অনুভূতি। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরে আকাশ পরিষ্কার। ঠান্ডার আমেজ। তাপমাত্রা ১১-১২ ডিগ্রি।
North Bengal Weather Alert: কোচবিহারে রোদ ঝলমলে আকাশ। সঙ্গে শীতের অনুভূতি। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরে আকাশ পরিষ্কার। ঠান্ডার আমেজ। তাপমাত্রা ১১-১২ ডিগ্রি।
North Bengal Weather Alert: ইসলামপুরে পরিষ্কার আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুরে হালকা মেঘলা আকাশ, গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
North Bengal Weather Alert: ইসলামপুরে পরিষ্কার আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুরে হালকা মেঘলা আকাশ, গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
North Bengal Weather Alert: দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আকাশ। বালুরঘাটে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০.০৭ ডিগ্রি সেলসিয়াস।
North Bengal Weather Alert: দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আকাশ। বালুরঘাটে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০.০৭ ডিগ্রি সেলসিয়াস।

Sandakphu Snowfall: আজ রাতেই খেলা ঘুরবে পাহাড়ে! সাদা তুলোর মতো বরফ পড়া শুরু, সকালে কী দেখতে চলেছে সান্দাকফু!

Sandakphu Snowfall হাওয়া অফিসের পূর্বাভাস ছিলই। সেই মতো সাদা বরফে ঢাকল সান্দাকফু! ফেব্রুয়ারিতে যখন কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকে গুটিগুঁটি পায়ে শীত বিদায়ের পথে, ওই সময়ে সাদা তুলোয় ঢাকা পড়ল সান্দাকফু! যেদিকেই চোখ যায়, শুধুই সাদা ক্যানভাস!
Sandakphu Snowfall হাওয়া অফিসের পূর্বাভাস ছিলই। সেই মতো সাদা বরফে ঢাকল সান্দাকফু! ফেব্রুয়ারিতে যখন কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকে গুটিগুঁটি পায়ে শীত বিদায়ের পথে, ওই সময়ে সাদা তুলোয় ঢাকা পড়ল সান্দাকফু! যেদিকেই চোখ যায়, শুধুই সাদা ক্যানভাস!
Sandakphu Snowfall: বিকেলের দিকে অঝোরে ঝরতে থাকে সাদা বরফের টুকরো। আর তা নিয়েই মাতোয়ারা পর্যটকেরা। কাল, বৃহস্পতিবারর সকালে দার্জিলুং, মিরিক, সুখিয়াপোখরিতে থাকা পর্যটকদেরও ডেস্টিনেশন যে সান্দাকফু হতে চলেছে, তা সহজেই বলে দেওয়া যায়! রাতের দিকে ফের সান্দাকফু-তে মাইনাসে চলে যাবে তাপমাত্রা।
Sandakphu Snowfall: বিকেলের দিকে অঝোরে ঝরতে থাকে সাদা বরফের টুকরো। আর তা নিয়েই মাতোয়ারা পর্যটকেরা। কাল, বৃহস্পতিবারর সকালে দার্জিলুং, মিরিক, সুখিয়াপোখরিতে থাকা পর্যটকদেরও ডেস্টিনেশন যে সান্দাকফু হতে চলেছে, তা সহজেই বলে দেওয়া যায়! রাতের দিকে ফের সান্দাকফু-তে মাইনাসে চলে যাবে তাপমাত্রা।
IMD Bengal Weather Forecast: অরুণাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। সিকিমেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর এর প্রভাব পড়বে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।
IMD Bengal Weather Forecast: অরুণাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। সিকিমেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর এর প্রভাব পড়বে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।
IMD Bengal Weather Forecast: ইতিমধ্যেই সান্দাকফু-সহ সংলগ্ন এলাকায় তাপমাত্রা শূন্যের কাছাকাছি। এরপর হালকা বৃষ্টি বা শিলাবৃষ্টি হলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে।
IMD Bengal Weather Forecast: ইতিমধ্যেই সান্দাকফু-সহ সংলগ্ন এলাকায় তাপমাত্রা শূন্যের কাছাকাছি। এরপর হালকা বৃষ্টি বা শিলাবৃষ্টি হলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে।
IMD Bengal Weather Forecast: উত্তরবঙ্গে দার্জিলিং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা। উচু পার্বত্য এলাকায় আগামী ২৪ ঘণ্টায় হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। দার্জিলিং-এ বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।
IMD Bengal Weather Forecast: উত্তরবঙ্গে দার্জিলিং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা। উচু পার্বত্য এলাকায় আগামী ২৪ ঘণ্টায় হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। দার্জিলিং-এ বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।
IMD Bengal Weather Forecast: উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে তাই জলীয় বাষ্প বেশি থাকবে বাতাসে। আংশিক মেঘলা আকাশ কোথাও এবং সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে।
IMD Bengal Weather Forecast: উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে তাই জলীয় বাষ্প বেশি থাকবে বাতাসে। আংশিক মেঘলা আকাশ কোথাও এবং সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে।
IMD Bengal Weather Forecast: বৃহস্পতিবার কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে মালদহ ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা থাকতে পারে।
IMD Bengal Weather Forecast: বৃহস্পতিবার কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে মালদহ ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা থাকতে পারে।

Snowfall Alert: সান্দাকফু, টুমলিংয়ে তুষারপাত! বরফে ঢেকেছে পাহাড়! চমকে দেওয়া তথ্য আবহাওয়া দফতরের! জানুন

দার্জিলিং : তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাওয়ায় তুষারপাত শুরু হয়েছে সান্দাকফু ও টুমলিংয়ে। দার্জিলিংয়েও হাড় হিম করা ঠান্ডা। এদিন পূর্ব সিকিমের ছাঙ্গুতেও তুষারপাত হয়েছে।
দার্জিলিং : তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাওয়ায় তুষারপাত শুরু হয়েছে সান্দাকফু ও টুমলিংয়ে। দার্জিলিংয়েও হাড় হিম করা ঠান্ডা। এদিন পূর্ব সিকিমের ছাঙ্গুতেও তুষারপাত হয়েছে।
সাদা তুষারের চাদরে ঢেকেছে ছাঙ্গুর শেরথাং এলাকা। এই সময় পাহাড়ে যথেষ্ট ভিড়। যে পর্যটকরা বর্তমানে সেখানে ঘুরতে গিয়েছেন স্বাভাবিকভাবেই তাঁরা ভীষণ খুশি।
সাদা তুষারের চাদরে ঢেকেছে ছাঙ্গুর শেরথাং এলাকা। এই সময় পাহাড়ে যথেষ্ট ভিড়। যে পর্যটকরা বর্তমানে সেখানে ঘুরতে গিয়েছেন স্বাভাবিকভাবেই তাঁরা ভীষণ খুশি।
মরশুমে প্রথম এক অঙ্কে ঠেকল উত্তরের তাপমাত্রা গত বছর মকর সংক্রান্তির পরের দিন শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
মরশুমে প্রথম এক অঙ্কে ঠেকল উত্তরের তাপমাত্রা গত বছর মকর সংক্রান্তির পরের দিন শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে গত বছরকে পিছিয়ে দিয়ে পারদ চেপেছে ৯-এর ঘরে। আগামী দু'দিন দার্জিলিয়ের উঁচু এলাকায় বরফ পড়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে গত বছরকে পিছিয়ে দিয়ে পারদ চেপেছে ৯-এর ঘরে। আগামী দু’দিন দার্জিলিয়ের উঁচু এলাকায় বরফ পড়ার সম্ভাবনা রয়েছে।
পারদ পতন ঘটেছে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রেও। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আবহবিদরা।
পারদ পতন ঘটেছে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রেও। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আবহবিদরা।