উত্তরবঙ্গ, দার্জিলিং IMD Weather Update: মহাষষ্ঠীতে ‘তোলপাড়’ …! বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কালো করে ঝেঁপে আসছে তুমুল ঝড়-জল, জারি হলুদ সতর্কতা! আবহাওয়ার বড় খবর! Gallery October 9, 2024 Bangla Digital Desk পঞ্চমীর পাশাপাশি মহাষষ্ঠীতেও বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না গোটা বাংলা। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই চলবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। যদিও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই তিন জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে , জলপাইগুড়ি এবং কোচবিহার এই দুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ইতিমধ্যেই উত্তরের তিন জেলায় জারি হলুদ সর্তকতা। উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এই পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই তিন জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ফলে দুর্যোগের কোনও আশঙ্কা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন উত্তরের সবক’টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।