ভয় ধরাচ্ছে লা-নিনা...! হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! কালীপুজোর পরই কি জাঁকিয়ে পড়ছে শীত? বিরাট সতর্কবাণী IMD-র

La Nina Winter Forecast: ভয় ধরাচ্ছে লা-নিনা…! হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! কালীপুজোর পরই কি জাঁকিয়ে পড়ছে শীত? বিরাট সতর্কবাণী IMD-র

IMD-র পূর্বাভাস বলছে, লা নিনার প্রভাবে এবছর জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে গোটা বিশ্বে৷ লা নিনা হল দক্ষিণী উষ্ণ বায়ু চলাচল চক্রের শীতল পর্যায়, যা এক প্রাকৃতিক গ্লোবাল জলবায়ু প্যাটার্ন যা প্রশান্ত মহাসাগরে বায়ু এবং সমুদ্রের তাপমাত্রায় পরিবর্তনের সঙ্গে জড়িত এবং এটি পৃথিবীজুড়ে চরম আবহাওয়া সৃষ্টি করতে পারে।যার প্রভাব উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই পড়বে৷
IMD-র পূর্বাভাস বলছে, লা নিনার প্রভাবে এবছর জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে গোটা বিশ্বে৷ লা নিনা হল দক্ষিণী উষ্ণ বায়ু চলাচল চক্রের শীতল পর্যায়, যা এক প্রাকৃতিক গ্লোবাল জলবায়ু প্যাটার্ন যা প্রশান্ত মহাসাগরে বায়ু এবং সমুদ্রের তাপমাত্রায় পরিবর্তনের সঙ্গে জড়িত এবং এটি পৃথিবীজুড়ে চরম আবহাওয়া সৃষ্টি করতে পারে।যার প্রভাব উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই পড়বে৷
 আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি বছরেও জাঁকিয়ে পড়ছে শীত৷ কালীপুজো মিটতেই শীতের আমেজ পাওয়া যাবে৷ কারণ বছর শেষে ধেয়ে আসছে ঘাতক লা-নিনা৷
আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি বছরেও জাঁকিয়ে পড়ছে শীত৷ কালীপুজো মিটতেই শীতের আমেজ পাওয়া যাবে৷ কারণ বছর শেষে ধেয়ে আসছে ঘাতক লা-নিনা৷
লা-নিনা-র ভয়ঙ্কর প্রভাবে হু হু কমবে তাপমাত্রার পারদ৷ গোটা বিশ্বে কাঁপবে হাড়কাঁপানো ঠান্ডায়৷ আবহাওয়ার দফতর সূত্রের খবর, দীপাবলির পরের সপ্তাহেই শীত পড়তে শুরু করবে৷
লা-নিনা-র ভয়ঙ্কর প্রভাবে হু হু কমবে তাপমাত্রার পারদ৷ গোটা বিশ্বে কাঁপবে হাড়কাঁপানো ঠান্ডায়৷ আবহাওয়ার দফতর সূত্রের খবর, দীপাবলির পরের সপ্তাহেই শীত পড়তে শুরু করবে৷
আবহাওয়ার দফতরের খবর, চলতি বছরের অক্টোবর থেকে পরের বছর ফেব্রুয়ারি পর্যন্ত লা-নিনার তীব্রতা ৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে৷ যার প্রভাব পড়বে গোটা ভারতে৷
আবহাওয়ার দফতরের খবর, চলতি বছরের অক্টোবর থেকে পরের বছর ফেব্রুয়ারি পর্যন্ত লা-নিনার তীব্রতা ৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে৷ যার প্রভাব পড়বে গোটা ভারতে৷
লা-নিনার প্রভাবে উত্তর ভারতের জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশে কনকনে ঠান্ডা পড়বে৷ উত্তর ভারতের সব রাজ্যেই প্রবল শীত অনুভূত হবে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে৷
লা-নিনার প্রভাবে উত্তর ভারতের জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশে কনকনে ঠান্ডা পড়বে৷ উত্তর ভারতের সব রাজ্যেই প্রবল শীত অনুভূত হবে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে৷
আইএমডি সম্প্রতি ঘোষণা করেছে যে ভারতের একটি তীব্র শীতের জন্য আগাম প্রস্তুত থাকা উচিত, কারণ লা নিনা ঘটনাটি প্রশান্ত মহাসাগর জুড়ে সমুদ্রের তাপমাত্রার চেয়ে শীতল হয়ে যায়, যা বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনকে ট্রিগার করে। উত্তর ভারতের জন্য, এর অর্থ হল আরও ঘন ঘন তুষারপাত-সহ একটি শীতল, দীর্ঘ শীতের ঋতু।
আইএমডি সম্প্রতি ঘোষণা করেছে যে ভারতের একটি তীব্র শীতের জন্য আগাম প্রস্তুত থাকা উচিত, কারণ লা নিনা ঘটনাটি প্রশান্ত মহাসাগর জুড়ে সমুদ্রের তাপমাত্রার চেয়ে শীতল হয়ে যায়, যা বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনকে ট্রিগার করে। উত্তর ভারতের জন্য, এর অর্থ হল আরও ঘন ঘন তুষারপাত-সহ একটি শীতল, দীর্ঘ শীতের ঋতু।
আবহাওয়াবিদদের অনুমান, চলতি বছরে শীতে স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা তাপমাত্রা কম থাকবে৷ যার ফলে শীত কাঁপিয়ে পড়তে চলেছে৷
আবহাওয়াবিদদের অনুমান, চলতি বছরে শীতে স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা তাপমাত্রা কম থাকবে৷ যার ফলে শীত কাঁপিয়ে পড়তে চলেছে৷