কলকাতা, দক্ষিণ দিনাজপুর IMD Weather Update: আগামী ২ ঘণ্টায় ‘তোলপাড়’ কলকাতা! মুষলধারে ঝেঁপে আসছে ঝড়-বৃষ্টি, ঝোড়ো হাওয়া-বজ্রপাতের তাণ্ডব ৪ জেলায়, জানিয়ে দিল আলিপুর Gallery May 11, 2024 Bangla Digital Desk সকাল থেকেই আকাশের মুখ ভার৷ গরমও বেশ খানিকটা কম৷ শনিবার সকাল থেকেই তুমুল বদলে গেল আবহাওয়া৷ তীব্র গরমে বৃষ্টির অপেক্ষায় ছিল সকলেই৷ কবে আসবে স্বস্তির বৃষ্টি৷ জ্বালাপোড়া গরম থেকে মুক্তি কবে মিলবে৷ এর মধ্যেই আবহাওয়ার বিরাট আপডেট জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর৷ শনিবার সকাল থেকেই রোদ নেই বললেই চলে৷ আংশিক মেঘলা আকাশ ও হালকা ঝোড়ো হাওয়া বইছে৷ তীব্র গরমে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর৷ কালো মেঘে ঢেকেছে আকাশ৷ কোথাও হালকা তো কোথাও আবার মাঝারি বৃষ্টি সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়৷ সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়া বইবে৷ বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। যে তীব্র দাবদাহ থেকে মুক্তি মিলবে তার পূর্বাভাস আগেই মিলেছিল৷ বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। যে তীব্র দাবদাহ থেকে মুক্তি মিলবে তার পূর্বাভাস আগেই মিলেছিল৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, কলকাতার পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান পুরুলিয়া জেলায় ঝড় বৃষ্টির সর্তকতা রয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের৷ সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে রাজ্যে। বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ ঝাড়খন্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা। এটা নিয়ে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। আগামী ৪৮ ঘন্টায় ঝড়বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে টানা কয়েকদিন৷ পূর্বাভাস বলছে, আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই। আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে।thunderstorm আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা আগামী কয়েক দিন স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে, বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি দু-এক জায়গায় তাপমাত্রা বাড়তে পারে।