বৃষ্টির পূর্বাভাস

IMD Weather Update: সপ্তাহব্যাপী বৃষ্টির পূর্বাভাস, যে কোনও মুহূর্তে ধেয়ে আসতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি

আগামী সপ্তাহেও মালদহ-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একদিন দু’দিন নয়, সপ্তাহব্যাপী হতে পারে বৃষ্টি। এখনও পর্যন্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়নি।
আগামী সপ্তাহেও মালদহ-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একদিন দু’দিন নয়, সপ্তাহব্যাপী হতে পারে বৃষ্টি। এখনও পর্যন্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ জুন পর্যন্ত গৌড়বঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। জেলাগুলিতে মেঘলা আকাশ রয়েছে গত কয়েক দিন থেকেই। মাঝে মাঝে হালকা বৃষ্টি হয়েছে। তবে ভারী বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ জুন পর্যন্ত গৌড়বঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। জেলাগুলিতে মেঘলা আকাশ রয়েছে গত কয়েকদিন থেকেই। মাঝে মাঝে হালকা বৃষ্টি হয়েছে। তবে ভারী বৃষ্টিপাত হয়নি।
মেঘলা আকাশ থাকায় স্বভাবতই জেলাগুলির তাপমাত্রার পারদ কিছুটা কম রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
মেঘলা আকাশ থাকায় স্বভাবতই জেলাগুলির তাপমাত্রার পারদ কিছুটা কম রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমনভাবে বৃষ্টি হচ্ছে না গৌড়বঙ্গের জেলাগুলিতে। কখনও গরম কখনও আবার তাপমাত্রা কিছুটা কম হচ্ছে। এই সময় বৃষ্টিপাত হলে অনেকটাই সুবিধা হবে সাধারণ মানুষের। কৃষিকাজের জন্য এখন বৃষ্টির প্রয়োজন।
বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমনভাবে বৃষ্টি হচ্ছে না গৌড়বঙ্গের জেলাগুলিতে। কখনও গরম কখনও আবার তাপমাত্রা কিছুটা কম হচ্ছে। এই সময় বৃষ্টিপাত হলে অনেকটাই সুবিধা হবে সাধারণ মানুষের।‌ কৃষিকাজের জন্য এখন বৃষ্টির প্রয়োজন।