জাল নোট উদ্ধার

Fake Note: টাকা কিন্তু টাকা নয়! ভোটের আগের রাতে বসিরহাটের আবাসনে ভয়ঙ্কর কাণ্ড! ভিন রাজ্য থেকে কারা এলেন?

অনুপম সাহা, বসিরহাট: বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট শুরু হওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে, গভীর রাতে একটি বহুতল আবাসন থেকে কয়েক লক্ষ টাকা জাল নোট সহ চারজন বহিরাগতকে গ্রেফতার করে SOG এবং বসিরহাট থানার পুলিশ। সূত্রের খবর কয়েক লক্ষ জল টাকা সহ আরও কিছু জিনিস তাদের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বসিরহাটের বর্ণালী পাড়া এলাকায় একটি বহুতল আবাসন থেকে ২২ লক্ষ টাকারও বেশি জাল নোট সহ ৮ জনকে গ্রেফতার করে SOG এবং বসিরহাট থানার পুলিশ। এরমধ্যে কয়েকজন ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, এই টাকা বিজেপি নিয়ে এসেছিল ভোটারদের প্রভাবিত করার জন্য এবং তৃণমূল কর্মী সমর্থকদের টাকা দিয়ে কেনার জন্য।

আরও পড়ুন: ফের নজরে সন্দেশখালি! রেখা পাত্রকে ভোট দিতে বাধা তৃণমূল এজেন্টের? বড় অভিযোগ বিজেপির

কিন্তু পুলিশ তা ব্যর্থ করে দিয়েছে। অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির অবজারভার ডক্টর অর্চনা মজুমদার বলেন, এত টাকা বিজেপির নেই, আর জাল নোটের তো কোনও প্রশ্নই ওঠে না, এসব তৃণমূলের চক্রান্ত। নিজেদের পিঠ বাঁচাতে এখন বিজেপির নামে দোষ দিচ্ছে।

এদিকে, বসিরহাট লোকসভার সন্দেশখালি খুলনা অঞ্চলের দক্ষিণ খুলনার ১৭৭ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মনিকা মণ্ডলের স্বামী তথা এলাকার তৃণমূলের কর্মী রামকৃষ্ণ মণ্ডলকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মারধরের অভিযোগ অস্বীকার করে বিজেপি।