বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ ওড়িশার পুরীর কাছাকাছি স্থল ভাগে প্রবেশ করে রাতারাতি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ওড়িশা ও ছত্রিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি।

IMD West Bengal Weather: ঘূর্ণাবর্ত-পশ্চিমী ঝঞ্ঝা-নিম্নচাপ! ৬০কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা সাগরে! বৃষ্টি নিয়ে বড় পূর্বাভাস IMD-র

দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ওয়াইড স্প্রেইড রেইন সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে কাল থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। রবিবার ফের বাড়বে বৃষ্টি। আপাতত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলায়।
দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ওয়াইড স্প্রেইড রেইন সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে কাল থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। রবিবার ফের বাড়বে বৃষ্টি। আপাতত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলায়।
আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট বলছে, আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। দু এক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা বৃহস্পতিবার পর্যন্ত।
আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট বলছে, আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। দু এক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা বৃহস্পতিবার পর্যন্ত।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে ওড়িশাতে। আগামী ২৪ ঘণ্টায় ক্রমশ উত্তর দিকে সরবে। মৌসুমী অক্ষরেখা জয়সলমির থেকে কোটা, গুনা, ডামোহ হয়ে ছত্তিশগড়, মধ্যপ্রদেশে নিম্নচাপ এলাকা হয়ে সম্বলপুর ও পুরীর কাছাকাছি সমুদ্রে প্রবেশ করেছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে ওড়িশাতে। আগামী ২৪ ঘণ্টায় ক্রমশ উত্তর দিকে সরবে। মৌসুমী অক্ষরেখা জয়সলমির থেকে কোটা, গুনা, ডামোহ হয়ে ছত্তিশগড়, মধ্যপ্রদেশে নিম্নচাপ এলাকা হয়ে সম্বলপুর ও পুরীর কাছাকাছি সমুদ্রে প্রবেশ করেছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে।
অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় উত্তর পশ্চিম ভারতে। যদিও বঙ্গোপসাগরের নিম্নচাপ ছত্রিশগড়ের হয়ে মধ্যপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে।
অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় উত্তর পশ্চিম ভারতে। যদিও বঙ্গোপসাগরের নিম্নচাপ ছত্রিশগড়ের হয়ে মধ্যপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে ৪০ থেকে ৫০ এমনকি ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকবে। উত্তাল থাকবে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে বৃহস্পতিবার পর্যন্ত।
আবহাওয়ার পূর্বাভাস বলছে সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে ৪০ থেকে ৫০ এমনকি ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকবে। উত্তাল থাকবে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে বৃহস্পতিবার পর্যন্ত।
দক্ষিণবঙ্গের আবহাওয়া :মৌসম ভবনের রিপোর্ট জানাচ্ছে আজ মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেইড রেইন চলবে। এই বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি; তাই অস্বস্তিও থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া :
মৌসম ভবনের রিপোর্ট জানাচ্ছে আজ মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেইড রেইন চলবে। এই বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি; তাই অস্বস্তিও থাকবে।
মঙ্গলবার ভারী বৃষ্টি অর্থাৎ ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব বর্ধমান, এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার ভারী বৃষ্টি অর্থাৎ ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব বর্ধমান, এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছু জেলায় বাড়লে প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব মেদিনীপুর জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা।
বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছু জেলায় বাড়লে প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব মেদিনীপুর জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা।
উত্তরবঙ্গের আবহাওয়া:আজ মঙ্গলবার ওয়াইড স্প্রেইড রেইন হবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। রবিবারে ফের বৃষ্টি বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের।
উত্তরবঙ্গের আবহাওয়া:
আজ মঙ্গলবার ওয়াইড স্প্রেইড রেইন হবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। রবিবারে ফের বৃষ্টি বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র কালিম্পং ও আলিপুরদুয়ারের দু এক জায়গায়। বুধবার থেকে উপরের দিকের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে শনিবারের মধ্যে।
ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র কালিম্পং ও আলিপুরদুয়ারের দু এক জায়গায়। বুধবার থেকে উপরের দিকের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে শনিবারের মধ্যে।
কলকাতার আবহাওয়া :আজ ও কাল মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতে। মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কখনও আংশিক মেঘলা আকাশ তখন জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতে।
কলকাতার আবহাওয়া :
আজ ও কাল মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতে। মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কখনও আংশিক মেঘলা আকাশ তখন জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতে।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ২১.৭ মিলিমিটার।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ২১.৭ মিলিমিটার।
দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য : হট এবং হিউমিড ওয়েদার থাকবে রাজস্থানে আগামী দু'দিন। স্বাভাবিক তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা এবং অস্বস্তি ভোগাবে রাজধানী দিল্লি-সহ পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড় এলাকার বাসিন্দাদের।
দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য : হট এবং হিউমিড ওয়েদার থাকবে রাজস্থানে আগামী দু’দিন। স্বাভাবিক তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা এবং অস্বস্তি ভোগাবে রাজধানী দিল্লি-সহ পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড় এলাকার বাসিন্দাদের।
আগামী কয়েক দিনে গুজরাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। গোটা গুজরাত রিজিয়নে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
আগামী কয়েক দিনে গুজরাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। গোটা গুজরাত রিজিয়নে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, কঙ্কন, গোয়া এবং মধ্য মহারাষ্ট্র সংলগ্ন এলাকায়। এছাড়াও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টি চলবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, বিদর্ভ, ছত্রিশগড়, এবং কর্নাটক সংলগ্ন এলাকায়।
অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, কঙ্কন, গোয়া এবং মধ্য মহারাষ্ট্র সংলগ্ন এলাকায়। এছাড়াও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টি চলবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, বিদর্ভ, ছত্রিশগড়, এবং কর্নাটক সংলগ্ন এলাকায়।