‘বাজেট’ শব্দের অর্থ কী বলুন তো? কোথা থেকে এল এই শব্দ! মজার তথ্য জেনে নিন

মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ টানা সপ্তমবার দেশের অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন।
মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ টানা সপ্তমবার দেশের অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন।
আচ্ছা বলুন তো, এই বাজেট শব্দটির অর্থ কী? কোথা থেকে এল এই শব্দ! অনেকেই কিন্তু জানেন না এই শব্দের অর্থ। আজ আমরা সেই উত্তরই জানাব আপনাদের।
আচ্ছা বলুন তো, এই বাজেট শব্দটির অর্থ কী? কোথা থেকে এল এই শব্দ! অনেকেই কিন্তু জানেন না এই শব্দের অর্থ। আজ আমরা সেই উত্তরই জানাব আপনাদের।
অষ্টাদশ শতকে 'Budget' শব্দটি ব্যবহার করা হত সরকারের আয়-ব্যয়ের হিসেব রাখার জন্য। ১৭৩৯ সালে ব্রিটিশ সংসদে প্রথমবার 'Budget' শব্দটি ব্যবহার করা হয়।
অষ্টাদশ শতকে ‘Budget’ শব্দটি ব্যবহার করা হত সরকারের আয়-ব্যয়ের হিসেব রাখার জন্য। ১৭৩৯ সালে ব্রিটিশ সংসদে প্রথমবার ‘Budget’ শব্দটি ব্যবহার করা হয়।
'বাজেট', ইংরেজিতে 'Budget' শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ 'bougette' থেকে। যার অর্থ 'ছোট ব্যাগ'।  পঞ্চদশ শতকে ব্যক্তিগত ও পরিবারের আয় ও ব্যয়ের হিসেব রাখতে এই শব্দের ব্যবহার করা হত।
‘বাজেট’, ইংরেজিতে ‘Budget’ শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ ‘bougette’ থেকে। যার অর্থ ‘ছোট ব্যাগ’। পঞ্চদশ শতকে ব্যক্তিগত ও পরিবারের আয় ও ব্যয়ের হিসেব রাখতে এই শব্দের ব্যবহার করা হত।
বাজেট শব্দের বহুল ব্যবহার শুরু হয় উনিশ শতকে। এর পর থেকে বিভিন্ন দেশের আয়-ব্যয়ের হিসেবের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হয়।
বাজেট শব্দের বহুল ব্যবহার শুরু হয় উনিশ শতকে। এর পর থেকে বিভিন্ন দেশের আয়-ব্যয়ের হিসেবের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হয়।
স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ হয়েছিল ১৯৪৭ সালে। অর্থমন্ত্রী আর কে শানমুখম চেট্টি ২৬ নভেম্বর সেই বাজেট পেশ করেছিলেন।
স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ হয়েছিল ১৯৪৭ সালে। অর্থমন্ত্রী আর কে শানমুখম চেট্টি ২৬ নভেম্বর সেই বাজেট পেশ করেছিলেন।