আবহাওয়ার নতুন সিস্টেমের জেরে ৪-৫ দিন ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, আবহাওয়ার এই নতুন সিস্টেমের জেরে ওড়িশা, আন্ধ্রপ্রদেশ, ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলঙ্গানা এবং গুজরাত রাজ্যগুলিতে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

IMD West Bengal Weather: ঝমঝমিয়ে বৃষ্টি না টিপটিপ-ঝিরঝির? শুক্র-শনি-রবি কী হতে চলেছে বাংলা জুড়ে…! আবহাওয়ার বিরাট আপডেট দিল অলিপুর!

বৃষ্টির ঘনঘটা বাংলা জুড়ে। ঘূর্ণাবর্তের জেরে আরও বাড়তে পারে বৃষ্টি? কী বলেছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস? চলুন জেনে নেওয়া যাক।
বৃষ্টির ঘনঘটা বাংলা জুড়ে। ঘূর্ণাবর্তের জেরে আরও বাড়তে পারে বৃষ্টি? কী বলেছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস? চলুন জেনে নেওয়া যাক।
আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস বলছে, ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে বেলা গড়াতেই।
আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস বলছে, ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে বেলা গড়াতেই।
শুক্রবার থেকে বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টি শুরু হবে শুক্রবার থেকে।
শুক্রবার থেকে বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টি শুরু হবে শুক্রবার থেকে।
বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ৭ জেলায়। পূর্বাভাস অনুযায়ী, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিকেল থেকে।
বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ৭ জেলায়। পূর্বাভাস অনুযায়ী, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিকেল থেকে।
এছাড়া কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। এর জেরে এই সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
এছাড়া কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। এর জেরে এই সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
এদিকে শুক্রবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। রিপোর্ট অনুযায়ী, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে শুক্রবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। রিপোর্ট অনুযায়ী, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া কলকাতা সহ হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃ্ষ্টি জারি থাকবে। এরপরে ৭ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি থাকবে।
এছাড়া কলকাতা সহ হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃ্ষ্টি জারি থাকবে। এরপরে ৭ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি থাকবে।
পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গে ২ অগাস্ট থেকে ভারী বৃষ্টি শুরু হবে। অর্থাৎ, শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে।
পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গে ২ অগাস্ট থেকে ভারী বৃষ্টি শুরু হবে। অর্থাৎ, শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে।
এরপর ৪ অগাস্ট অর্থাৎ রবিবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং আলিপুরদুয়ারে।
এরপর ৪ অগাস্ট অর্থাৎ রবিবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং আলিপুরদুয়ারে।
৫ অগাস্ট সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।
৫ অগাস্ট সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।

আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, ২ অগাস্ট শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ৩ অগাস্ট শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস।

৪ অগাস্ট রবিবার শহর কলকাতার সর্বোচ্চ পারদ আরও কিছুটা বেড়ে ৩৩ ডিগ্রির গণ্ডি ছুঁতে পারে। এরপর ৫ অগাস্টও শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি থাকতে পারে।

তবে ফের ৬ ও ৭ তারিখ কলকাতার সর্বোচ্চ পারদ ৩১ ডিগ্রি হতে পারে। এই ক’দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে।