দুর্যোগে ত্রান শিবিরে আশ্রয় মানুষের

Cyclone Remal Update: হাওড়াতেও রিমলের দাপট! মৎস্যজীবীদের ঘর ভাঙল শ্যামপুরের গ্রামে

হাওড়া: রিমলের রেশ রয়েছে গ্রামে-গ্রামে, আর তাতেই অসহায় অবস্থা উপদ্রুত সেই মানুষদের! এই দুর্যোগের দিনে হাওড়ার শ্যামপুর দুই ব্লকের সাইবেরিয়া গ্রামে ঘরহারা বেশ কিছু মানুষ। আমফান ও ইয়াশ-এর তান্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছিল সাইবেরিয়া গ্রামের মানুষের জীবন। এবারেও তাই হল৷

শ্যামপুর দুই ব্লকের ডিহি মন্ডল ঘাট ২ নং গ্রাম পঞ্চায়েতের সাইবেরিয়া গ্রামটিতে মূলত মৎস্যজীবী শ্রেণির মানুষের বাস। অধিকাংশ মানুষই রূপনারায়ণের বুক থেকে মাছ ধরে জীবন যাপন করেন। স্বাভাবিক ভাবে আমফান ইয়াশ বা রিমল-এর মত ঘূর্ণিঝড়ের প্রভাব দারুণ ভাবে পড়ে এই মানুষগুলির জীবনে। সেই কারণেই ঘূর্ণিঝড় রিমল আছড়ে পড়ার আগে আমফান বা ইয়াশের স্মৃতি মনে করে মানুষ দারুণ আতঙ্কে ছিলেন তাঁরা। রবিবার গভীর রাতে রিমল আছড়ে পড়ে, আমফান ইয়াশের মতো ক্ষতিকর না হলেও, এই ঘূর্ণি ঝড়ের প্রভাবে সাইবেরিয়া গ্রামের বেশ কিছু মানুষ অসহায় হয়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে।

সাইবেরিয়া গ্রামে অধিকাংশ কাঁচা বাড়ি গ্রামে বেশিরভাগ মৎস্যজীবী পরিবার। গত দু’বছর আগে ইয়াশ-এর তাণ্ডবের ক্ষত এখনও মানুষের মধ্যে রয়ে গেছে। এর মধ্যেই ধেয়ে আসে রিমল। ঝড়ের দাপটে গ্রামের বেশ কিছু বাড়ি ক্ষতি হয়েছে। দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির ফলে এখনও মানুষের মধ্যে রয়েছে আতঙ্কের রেশ। কিছু পরিবার ঘর ছাড়া হয়ে, এমতবস্থায় ত্রান শিবিরে আশ্রয় নিয়েছেন তাঁরা।

স্থানীয় পঞ্চায়েত, ব্লক অফিস এবং স্থানীয় বেশ মানুষ ঐক্যবদ্ধ হয়ে অসহায় মানুষদের জন্য ত্রান শিবিরে খোলেন। এই দুর্যোগের দিনে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন।

রাকেশ মাইতি