ট্রাম্পেলিং পার্ক নিউ টাউন

Trampling Tark: নাতি নাতনিদের সঙ্গে শৈশবের আনন্দ ফিরে পেতে আসতে হবে নিউটাউনের এই পার্কে

এই প্রথম কলকাতার বুকে চালু হয়েছে 'জাস্ট জাম্পিং' ট্রাম্পলিং পার্ক, অন্যান্য রাজ্যে থাকলেও এতদিন কলকাতায় ছিল না বড়দের এই ফান জোন
এই প্রথম কলকাতার বুকে চালু হয়েছে ‘জাস্ট জাম্পিং’ ট্রাম্পলিং পার্ক, অন্যান্য রাজ্যে থাকলেও এতদিন কলকাতায় ছিল না বড়দের এই ফান জোন।
ছোট কচিকাঁচাদের মত এখন এই পার্কে আনন্দ করতে পারবেন সকল বয়সের মানুষেরাই। বিভিন্ন রকমের এক্টিভিটিস থাকছে এই পার্কে।
ছোট কচিকাঁচাদের মত এখন এই পার্কে আনন্দ করতে পারবেন সকল বয়সের মানুষেরাই। বিভিন্ন রকমের এক্টিভিটিস থাকছে এই পার্কে।
নিউটাউনে ইকো পার্কের উল্টো দিকে এবিসি স্কোয়ার মলে চালু হওয়া এই পার্কে শৈশবে ফিরে যাওয়ার আনন্দ নিতে হাজির হতে পারবেন বয়স্করাও।
নিউটাউনে ইকো পার্কের উল্টো দিকে এবিসি স্কোয়ার মলে চালু হওয়া এই পার্কে শৈশবে ফিরে যাওয়ার আনন্দ নিতে হাজির হতে পারবেন বয়স্করাও।
৬৫০ টিকিট ও ৬০ টাকার এক ধরনের বিশেষ মোজা কিনে ভিতরে প্রবেশের পরই পেয়ে যাবেন হরেক রকমের গেম এক্টিভিটিস।
৬৫০ টিকিট ও ৬০ টাকার এক ধরনের বিশেষ মোজা কিনে ভিতরে প্রবেশের পরই পেয়ে যাবেন হরেক রকমের গেম এক্টিভিটিস ।
ভেতরে প্রবেশের পর থেকে ৯০ মিনিট অর্থাৎ দেড় ঘন্টা সময় পাবেন বিভিন্ন এক্টিভিটি ট্রাই করার জন্য, যেখানে থাকছে রক ক্লাইম্বিং থেকে জাম্পিং ঝপাং সহ আরও অনেক কিছু
ভেতরে প্রবেশের পর থেকে ৯০ মিনিট অর্থাৎ দেড় ঘন্টা সময় পাবেন বিভিন্ন এক্টিভিটি ট্রাই করার জন্য, যেখানে থাকছে রক ক্লাইম্বিং থেকে জাম্পিং ঝ।পাং সহ আরও অনেক কিছু।
তাই এই পার্কের আনন্দ নিতে এখন নাতি-নাতনী ছেলে-মেয়েদের সঙ্গে ভিড় জমাচ্ছেন বাবা-মা, দাদু দিদারাও, জমিয়ে করছেন হুল্লোড়।
তাই এই পার্কের আনন্দ নিতে এখন নাতি-নাতনী ছেলে-মেয়েদের সঙ্গে ভিড় জমাচ্ছেন বাবা-মা, দাদু দিদারাও, জমিয়ে করছেন হুল্লোড়।