Income Tax: বার্ষিক আয় ১০ লাখ টাকার বেশি? ১৭,৫০০ নয়, ১৮,২০০ টাকা কর সঞ্চয় করতে পারবেন, দেখে নিন কীভাবে

বাজেটে নতুন কর ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এর ফলে সবচেয়ে বেশি সুবিধা পাবে মধ্যবিত্ত শ্রেণী। সংশোধিত আয়কর স্ল্যাবে বার্ষিক ১০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা আয়ের ব্যক্তিদের উপর থেকে করের বোঝা অনেকটা কমবে। সঞ্চয় বাড়বে।
বাজেটে নতুন কর ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এর ফলে সবচেয়ে বেশি সুবিধা পাবে মধ্যবিত্ত শ্রেণী। সংশোধিত আয়কর স্ল্যাবে বার্ষিক ১০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা আয়ের ব্যক্তিদের উপর থেকে করের বোঝা অনেকটা কমবে। সঞ্চয় বাড়বে।
বেশ কিছু আলোচনায় উঠে এসেছে, বার্ষিক ১০ লাখ টাকার বেশি আয়ের ব্যক্তিরা ১৭,৫০০ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারবেন। তবে এটা ছিল প্রাথমিক অনুমান। এখন দেখা যাচ্ছে, ১৭,৫০০ টাকা নয়, তাঁরা ১৮,২০০ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারবেন। কীভাবে?
বেশ কিছু আলোচনায় উঠে এসেছে, বার্ষিক ১০ লাখ টাকার বেশি আয়ের ব্যক্তিরা ১৭,৫০০ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারবেন। তবে এটা ছিল প্রাথমিক অনুমান। এখন দেখা যাচ্ছে, ১৭,৫০০ টাকা নয়, তাঁরা ১৮,২০০ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারবেন। কীভাবে?
সংশোধিত ট্যাক্স স্ল্যাব এবং নতুন কর ব্যবস্থায় বর্ধিত স্ট্যান্ডার্ড ডিডাকশনের অধীনে, ১০ লক্ষ টাকা বা তার বেশি আয়ের ব্যক্তিদের প্রাথমিকভাবে বার্ষিক ১৭,৫০০ টাকা কর সাশ্রয় হবে বলে প্রাথমিকভাবে আশা করা হয়েছিল। যাইহোক, এখন দেখা যাচ্ছে, স্বাস্থ্য ও শিক্ষা সেস হ্রাসের ফলে এই সঞ্চয়ের পরিমাণ আরও বাড়বে।
সংশোধিত ট্যাক্স স্ল্যাব এবং নতুন কর ব্যবস্থায় বর্ধিত স্ট্যান্ডার্ড ডিডাকশনের অধীনে, ১০ লক্ষ টাকা বা তার বেশি আয়ের ব্যক্তিদের প্রাথমিকভাবে বার্ষিক ১৭,৫০০ টাকা কর সাশ্রয় হবে বলে প্রাথমিকভাবে আশা করা হয়েছিল। যাইহোক, এখন দেখা যাচ্ছে, স্বাস্থ্য ও শিক্ষা সেস হ্রাসের ফলে এই সঞ্চয়ের পরিমাণ আরও বাড়বে।
কত টাকা? কর বিশেষজ্ঞরা বলছেন, অন্তত ৭০০ টাকা অতিরিক্ত কর সাশ্রয় করা সম্ভব হবে। ১৭,৫০০ টাকার ৪ শতাংশ। যার ফলে মোট বার্ষিক কর সঞ্চয় দাঁড়াবে ১৮,২০০ টাকা। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে।
কত টাকা? কর বিশেষজ্ঞরা বলছেন, অন্তত ৭০০ টাকা অতিরিক্ত কর সাশ্রয় করা সম্ভব হবে। ১৭,৫০০ টাকার ৪ শতাংশ। যার ফলে মোট বার্ষিক কর সঞ্চয় দাঁড়াবে ১৮,২০০ টাকা। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে।
যদি কারও বার্ষিক আয় ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকার মধ্যে হয়, তাহলে তিনি সারচার্জে ১,৭৫০ টাকা (১৭,৫০০ টাকার ১০ শতাংশ) সাশ্রয় করবেন। যার ফলে ২০,০২০ টাকার সেস সহ নেট সঞ্চয় হবে৷ ১ কোটি থেকে ২ কোটি টাকার মধ্যে আয়ের জন্য, ১৫ শতাংশ সারচার্জ লাগু হলে সারচার্জ এবং সেস সহ তাঁর মোট সঞ্চয় বেড়ে হয় ২০,৯৩০ টাকা। ২ কোটি থেকে ৫ কোটি টাকার মধ্যে আয়ের ক্ষেত্রে, লভ্যাংশ এবং মূলধন লাভ ছাড়া ২৫ শতাংশ সারচার্জ সহ মোট ২২,৭৫০ টাকা সঞ্চয় হবে।
যদি কারও বার্ষিক আয় ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকার মধ্যে হয়, তাহলে তিনি সারচার্জে ১,৭৫০ টাকা (১৭,৫০০ টাকার ১০ শতাংশ) সাশ্রয় করবেন। যার ফলে ২০,০২০ টাকার সেস সহ নেট সঞ্চয় হবে৷ ১ কোটি থেকে ২ কোটি টাকার মধ্যে আয়ের জন্য, ১৫ শতাংশ সারচার্জ লাগু হলে সারচার্জ এবং সেস সহ তাঁর মোট সঞ্চয় বেড়ে হয় ২০,৯৩০ টাকা। ২ কোটি থেকে ৫ কোটি টাকার মধ্যে আয়ের ক্ষেত্রে, লভ্যাংশ এবং মূলধন লাভ ছাড়া ২৫ শতাংশ সারচার্জ সহ মোট ২২,৭৫০ টাকা সঞ্চয় হবে।
বাজেটে ট্যাক্স স্ল্যাব সংশোধনের পর নতুন কর কাঠামোর অধীনে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পর ৭.৭৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হবে না। পাশাপাশি ব্যক্তির আয় এই থ্রেশহোল্ডের নিচে হলেও কোনও কর লাগু হবে না।
বাজেটে ট্যাক্স স্ল্যাব সংশোধনের পর নতুন কর কাঠামোর অধীনে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পর ৭.৭৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হবে না। পাশাপাশি ব্যক্তির আয় এই থ্রেশহোল্ডের নিচে হলেও কোনও কর লাগু হবে না।