খেলা IND vs BAN: তরুণ ভারতের সামনেও ফিকে বাংলাদেশ! ১২৭ রানে গুটিয়ে গল ‘টাইগাররা’ Gallery October 6, 2024 Bangla Digital Desk ‘ভারতের মত আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই’। ফের হুমকিই সার হল বাংলাদেশ অধিনায়কের। তরুণ ভারতীয় দলের বোলিং অ্যাটাকের সামনেও বড় স্কোর করতে ব্যর্থ হল বাংলাদেশ ক্রিকেট দল। (Photo Courtesy- AP) ম্যাচ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম ওভার থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলা টাইগার্সরা। যার ফলে দ্রুত গতিতে রান তোলা সম্ভব হয়নি। (Photo Courtesy- AP) বাংলাদেশকে প্রথম ও তৃতীয় ওভারে পরপর ধাক্কা দেন অর্শদীপ সিং। সেখানেই ম্যাচের খেই অনেকটাই হারিয়ে ফেলে নাজমুল হোসেন শান্তর দল। আর ঘুড়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইন। (Photo Courtesy- AP) ভারতীয় বোলিং অ্যাটাকে নজর কাড়েন প্রায় ৩ বছর পর জাতীয় দলে ফেরা কেকেআরের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন এই মিস্ট্রি স্পিনার। (Photo Courtesy- AP) এছাড়া বাংলাদেশের প্রথম টি-২০ ম্যাচে অভিষেক হয় ভারতের সরুণ স্পিড স্টার মায়াঙ্ক যাদবের। প্রথম ওভারেই মেডেন দেন তিনি। ৪ ওভারে ২১ রান ১ উইকেট নিয়ে নজরকাড়া বোলিং করেন তিনি। (Photo Courtesy- AP) শেষ পর্যন্ত ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ৩৫ ও শান্ত ২৭ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজমক স্কোরের সম্মুখীন হতে হচ বাংলাদেশকে। ভারতের সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও অর্শদীপ সিং। (Photo Courtesy- AP)