হাসিনা সরকারের পতনের পর শাকিবের বিরুদ্ধে খুনের মামলা হয়। তাই এখনই শাকিবের দেশে ফেরার সম্ভাবনা কম। সেক্ষেত্রে তিনি মিরপুর টেস্টে খেলতে পারবেন কি না বলা মুশকিল! আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন শাকিব।

Shakib Al Hasan Viral Video: শাকিবের মুখে দড়ি, ব্যাট করার সময় ক্রমাগত চিবোচ্ছেন সেটা, কাণ্ডটা কী, ফাঁস করে দিলেন তাঁরই সতীর্থ

চেন্নাই: ভারত বনাম বাংলাদেশ চিপকে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারত নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে পড়েছে৷  প্রথম ইনিংসে মূলত রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর দিয়ে ৩৭৬ রান করেছিল ভারত৷ টপ অর্ডারের ব্যর্থতার পর দুই সিনিয়র দলের হাল ধরেছিলেন৷ আগুনে বল করা বাংলাদেশ অবশ্য ব্যাট করতে নেমে প্রথমেই হোঁচট খায়৷

বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার, শাকিব আল হাসান যখন ব্যাট করতে নামেন তখন টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে ৩৬ রান করে প্যাকআপ হয়ে গেছে৷ সেই সময়ে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের কাছেই  বাঁচার পথ খুঁজছিল গোটা টিম৷ তিনি এদিন প্রথম ইনিংসে দলের হয়ে সর্বাধিক ৩২ রান করেন৷ কিন্তু  চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তার ব্যাটিং ইনিংসের সময় একটি অস্বাভাবিক অন-ফিল্ড অ্যাক্ট দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছিল সকলের৷

ভেঙে পড়া টপ অর্ডারের চাপ সামলাতে শাকিব আলাদাই ফোকাস জোনে চলে যান৷  চাপের মধ্যে চলে যান, পাল্টা আক্রমণের পদ্ধতির সঙ্গে হঠাৎই এক আজব জিনিস করে ফেলেন৷

 

ফ্যানদের আগ্রহ চরমে পৌঁছে যায়, যখন ক্যামেরাম্যানরা শাকিবকে ফোকাস করেন তখন দেখা যায় একটি দড়ির মতো জিনিস কামড়াচ্ছেন৷  প্রথমে সেটা কী বোঝা যাচ্ছিল না দেখে মনে হচ্ছিল তার গলার চারপাশে কিছু একটা ঝুলছে এবং তাঁর হেলমেটের সঙ্গে সেটা যুক্ত৷ হেলমেটের স্ট্র্যাপে এটা কী হচ্ছে এই কৌতূহলোদ্দীপক কাজটি দেখার জন্য ক্যামেরাগুলি আজব  দৃশ্য পরিষ্কার করে দেখতে জুম করে৷

—- Polls module would be displayed here —-

দেখে নিন সেই ভাইরাল ভিডিও

 

এর পরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন সৃষ্টি  হয়৷

ফ্যানরা উদ্দেশ্য অনুমান করতে শুরু করে। কেউ কেউ ভাবছেন যে এটা নিছক অভ্যাস নাকি চাপের পরিস্থিতিতে শাকিব ফোকাস ঠিক রাখতে এইভাবে হেলমেটের স্ট্যাপ চিবোচ্ছেন!

লাইভ টেলিকাস্টের সময়, ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ কার্তিক এই বিষয় নিয়ে মুখ খোলেন৷

কার্তিকের মতে, বাংলাদেশের তামিম ইকবাল, যিনি সিরিজের ধারাভাষ্য দলেও রয়েছেন, তাঁকে জানিয়েছিলেন যে স্ট্র্যাপটি শাকিবের অবস্থানের একটি কার্যকরী উদ্দেশ্যে কাজ করে।

শাকিবের স্টান্সের সঙ্গে যুক্ত এটা একটা ফাংশানাল পারপাস দেয় ব্যাটিংয়ের সময়ে৷ সেলফ চেক মেকানিজমের একটা অংশ এটা৷ এটা দিয়ে শাকিব  নিশ্চিত করে স্টান্স বা শট মেকিং কোনও সময়েই যেন তাঁর মাথা লেগ সাইডে হেলে না যায়৷ হেলমেটের সঙ্গে বাঁধা এই দড়ি দিয়ে এটাই ঠিক করা হয় কোনওভাবেই তার মাথা যেন একদিকে খুব বেশি হেলে না যায়৷ এর ফলে ভাল ব্যালান্স ও কন্ট্রোল থাকে যখন ও ক্রিজে থাকে৷

এটা বেশ একটি আশ্চর্য প্র্যাকটিশ, একাধিক  ক্রিকেটারদের প্রাক-খেলার আচার বা অভ্যাসে এরকম নানা পদ্ধতি রয়েছে যা তাঁরা বিশ্বাস করেন যে তাঁদের মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে৷