IND vs BAN: পুরোনো ‘রোগে’ আক্রান্ত কোহলি! কীভাবে সারবে সমস্যা? ‘ওষুধ’ দিলেন শাস্ত্রী ‘স্যার’

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু ভারতীয় দলের জয়ের মাঝেও চিন্তা হল বিরাট কোহলির রান না পাওয়া। দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তারকা ব্যাটার।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু ভারতীয় দলের জয়ের মাঝেও চিন্তা হল বিরাট কোহলির রান না পাওয়া। দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তারকা ব্যাটার।
লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেননি বিরাট কোহলি। টেস্টে দীর্ঘদিন চেনা ছন্দে পাওয়া যায়নি বিরাটকে। ২০২০ সাল থেকে বিরাটের টেস্টে ব্যাটিং গড় মাচ্র ৩২-এর কিছু বেশি। চেন্নাইতে দুই ইনিংসে কোহলির সংগ্রহ ৬ ও ১৭।
লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেননি বিরাট কোহলি। টেস্টে দীর্ঘদিন চেনা ছন্দে পাওয়া যায়নি বিরাটকে। ২০২০ সাল থেকে বিরাটের টেস্টে ব্যাটিং গড় মাচ্র ৩২-এর কিছু বেশি। চেন্নাইতে দুই ইনিংসে কোহলির সংগ্রহ ৬ ও ১৭।
তারমধ্যে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের অফ স্পিনার মেহেদি হাসান মিরাজের সোজা বলে এলবিডব্লুউ আউট হন বিরাট কোহলি। বলটি ব্যাটে লাগলেও রিভিউ নেননি  বিরাট। কিন্তু অফ স্পিনারারে বলে আউট হওয়ার রোগ কোহলির নতুন নয়।
তারমধ্যে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের অফ স্পিনার মেহেদি হাসান মিরাজের সোজা বলে এলবিডব্লুউ আউট হন বিরাট কোহলি। বলটি ব্যাটে লাগলেও রিভিউ নেননি বিরাট। কিন্তু অফ স্পিনারারে বলে আউট হওয়ার রোগ কোহলির নতুন নয়।
পরিসংখ্যান বলছে টেস্ট কেরিয়ারে এই নিয়ে মোট ৩৯ বার অফ-স্পিনারের বলে আউট হন কোহলি। সুতরাং প্রশ্ন উঠছে যে, তবে কি অফ-স্পিন বোলিং টেস্টে কোহলির কাছে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে?
পরিসংখ্যান বলছে টেস্ট কেরিয়ারে এই নিয়ে মোট ৩৯ বার অফ-স্পিনারের বলে আউট হন কোহলি। সুতরাং প্রশ্ন উঠছে যে, তবে কি অফ-স্পিন বোলিং টেস্টে কোহলির কাছে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে?
যদিও কোহলি এই সমস্যা থেকে কীভাবে বেরোতে পারেন তার টিপস দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন,"বিশেষ করে গত ২-৩ বছরে স্পিনারদের বিরুদ্ধে বারবার আউট হচ্ছে কোহলি। যদিও রানও করেছে বিস্তর। তবে ওকে আরও একটু পায়ের ব্যবহার করতে হবে। বলের ড্রপের কাছে পৌছতে হবে।"
যদিও কোহলি এই সমস্যা থেকে কীভাবে বেরোতে পারেন তার টিপস দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন,”বিশেষ করে গত ২-৩ বছরে স্পিনারদের বিরুদ্ধে বারবার আউট হচ্ছে কোহলি। যদিও রানও করেছে বিস্তর। তবে ওকে আরও একটু পায়ের ব্যবহার করতে হবে। বলের ড্রপের কাছে পৌছতে হবে।”
কি কি শট নিতে পারেন বিরাট কোহলি তাএ বলেছেন রবি শাস্ত্রী। তিনি বলেছেন,"সম্ভব হলে সুইপ মারো। ফিল্ডার উপরে থাকলে তুলে মারতে ভয় পেও না। স্পিনারদের সেট হওয়ার সুযোগ দিলে চলবে না। যখন বিস্তর রান করে, ওকে এভাবেই খেলতে দেখা যায়।"
কি কি শট নিতে পারেন বিরাট কোহলি তাএ বলেছেন রবি শাস্ত্রী। তিনি বলেছেন,”সম্ভব হলে সুইপ মারো। ফিল্ডার উপরে থাকলে তুলে মারতে ভয় পেও না। স্পিনারদের সেট হওয়ার সুযোগ দিলে চলবে না। যখন বিস্তর রান করে, ওকে এভাবেই খেলতে দেখা যায়।”