গান্ধী স্মারক নিধি কেন্দ্র

Independence Day 2024: স্বদেশি আন্দোলনের আঁতুরঘর গ্রাম! এই বাড়িতে কে থেকেছেন জানলে গর্বিত হবেন

কুলপি: গ্রামের নাম বসর, দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের প্রত্যন্ত এক গ্রাম এটি। কিন্তু এই গ্রামের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এই গ্রামে একসময় অনেক বিপ্লবী বসবাস করতেন।

সেই সমস্ত বিপ্লবীদের নেতৃত্ব দিতেন নিশিকান্ত মজুমদার (মিস্ত্রি)। তাঁর সঙ্গে ছিলেন নিরাপদ মণ্ডল, আনন্দ সরদার, জিতেন্দ্রনাথ মিস্ত্রি-সহ আরও অনেকেই। ১৯৩০ সালে তাঁরা সকলে বসর গ্রামে একটি সভা ডেকেছিলেন। সেই সভায় আশেপাশের ২৭ টি গ্রামের মানুষ অংশগ্রহণ করেন।

এই সভার সাফল্য শুনে গান্ধিজিও এসেছিলেন সেখানের স্বদেশি আন্দোলনে যোগ দিতে। পরে সেই স্মৃতিতে গ্রামে তৈরি করা হয় গান্ধি স্মারক নিধি কেন্দ্র।

আরও পড়ুন: খেতে ভাল লাগুক বা না লাগুক, কলা গাছের ‘মজ্জা’ এই মারণরোগ থেকে রেহাই দেবেই! চমকে যাবেন জানলে

সেই স্মৃতি আজও চোখের সামনে ভাসে স্থানীয় বাসিন্দা তারারানি মণ্ডলের। স্বামীর সঙ্গে তিনিও যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। দেশ স্বাধীন হওয়ার পর তিনি স্বাধীনতার মিছিলে অংশ নিয়েছিলেন। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মাটির তৈরি এই গান্ধী স্মারক নিধি কেন্দ্র আজ ধ্বংসের মুখে। ঘূর্ণিঝড় আমফানে অনেকটাই ক্ষতি হয়েছিল এই কেন্দ্রের।

আরও পড়ুন: বুড়িয়ে যাচ্ছে চামড়া? রাতে শোওয়ার আগে ‘এই’ এক কাজে চকচক করবে মুখ! রইল গোপন টিপস

তবে গ্রামের বাসিন্দারা আজও স্মরণ করেন সেই সমস্ত সোনালি দিনগুলির। একথা জানিয়েছেন নিশিকান্ত মজুমদারের পরিবারের সদস্য তুষারকান্তি মিস্ত্রি। স্বাধীনতা দিবসের দিন এই গ্রামে বড় অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন তিনি।

নবাব মল্লিক