প্রতিকী ছবি

Bangladesh Update: ভারত-বাংলাদেশ বাস পরিষেবা বন্ধ! প্রতিদিন কত টাকার ক্ষতি? পুজোর আগে মাথায় হাত বাস ব্যবসায়ীদের

অশান্ত বাংলাদেশের প্রভাব ইতিমধ্যেই পড়ছে ভারত-বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিষয়াদিতে। পড়শী দেশে অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে বন্ধ হল শিলিগুড়ি- ঢাকা ইন্টারন্যাশনাল বাস পরিষেবা! একইভাবে আসন্ন পুজোয় পর্যটনের ক্ষেত্রেও বড়সড় প্রভাব পড়তে চলেছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। চিন্তায় কপালে ভাঁজ ব্যবসায়ীদের।(সুরজিৎ দে)
অশান্ত বাংলাদেশের প্রভাব ইতিমধ্যেই পড়ছে ভারত-বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিষয়াদিতে। পড়শী দেশে অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে বন্ধ হল শিলিগুড়ি- ঢাকা ইন্টারন্যাশনাল বাস পরিষেবা! একইভাবে আসন্ন পুজোয় পর্যটনের ক্ষেত্রেও বড়সড় প্রভাব পড়তে চলেছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। চিন্তায় কপালে ভাঁজ ব্যবসায়ীদের।(সুরজিৎ দে)
দুই দেশের যোগাযোগের সুবিধার্থে শুরু হয়েছিল শিলিগুড়ি-ঢাকা বাস সার্ভিস। একটি বাসে বসলেই এপার বাংলা থেকে ওপার বাংলার গতব্যস্থলে পৌঁছে যেত দুই দেশের যাত্রীরা। কিন্তু হঠাৎ বাংলাদেশের উত্তপ্ত পরিবেশের কারণেই থমকে গেল ইন্টারন্যাশনাল বাস পরিষেবা। এতেই সমস্যার সম্মুখীন দুই দেশে আটকে পড়া দুই দেশের নাগরিকরা এবং মাথায় হাত দুই দেশের বাস ব্যবসায়ীদের।
দুই দেশের যোগাযোগের সুবিধার্থে শুরু হয়েছিল শিলিগুড়ি-ঢাকা বাস সার্ভিস। একটি বাসে বসলেই এপার বাংলা থেকে ওপার বাংলার গতব্যস্থলে পৌঁছে যেত দুই দেশের যাত্রীরা। কিন্তু হঠাৎ বাংলাদেশের উত্তপ্ত পরিবেশের কারণেই থমকে গেল ইন্টারন্যাশনাল বাস পরিষেবা। এতেই সমস্যার সম্মুখীন দুই দেশে আটকে পড়া দুই দেশের নাগরিকরা এবং মাথায় হাত দুই দেশের বাস ব্যবসায়ীদের।
তাদের কথায়, দিনে লক্ষাধিক টাকার মত টিকিট বিক্রি হত। আসন্ন পুজোয় দুই দেশের পর্যটন ব্যবসাও ভাল হত বলেই ব্যবসায়ীদের কাছ থেকে জানা গিয়েছে। সেই দিকটিও এখন টালমাটাল। এক পর্যটন সংস্থার তরফে জানা যায়, আগামী অক্টোবর-নভেম্বরে বাংলাদেশে বিদেশি একাধিক পর্যটক দলের বুকিং ছিল, পাশাপাশি বিভিন্ন পর্যটন কেন্দ্রীয় বাংলাদেশি নাগরিকদের বুকিং ছিল।
তাদের কথায়, দিনে লক্ষাধিক টাকার মত টিকিট বিক্রি হত। আসন্ন পুজোয় দুই দেশের পর্যটন ব্যবসাও ভাল হত বলেই ব্যবসায়ীদের কাছ থেকে জানা গিয়েছে। সেই দিকটিও এখন টালমাটাল। এক পর্যটন সংস্থার তরফে জানা যায়, আগামী অক্টোবর-নভেম্বরে বাংলাদেশে বিদেশি একাধিক পর্যটক দলের বুকিং ছিল, পাশাপাশি বিভিন্ন পর্যটন কেন্দ্রীয় বাংলাদেশি নাগরিকদের বুকিং ছিল।
কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেসব এখন বাতিলের খাতায়। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরপরই ডলারের নিরিখে বাংলাদেশের মুদ্রার দাম পড়তে শুরু করেছে।
কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেসব এখন বাতিলের খাতায়। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরপরই ডলারের নিরিখে বাংলাদেশের মুদ্রার দাম পড়তে শুরু করেছে।
আগে, বাংলাদেশের ১০০ টাকার বিনিময়ে ভারতীয় মুদ্রায় ৭১ টাকা দেওয়া হত। মঙ্গলবার বাংলাদেশের ১০০ টাকার বিনিময়ে মিলছে মাত্র ৬৫ টাকা। উল্টোদিকে, গতকাল পর্যন্ত ভারতে ১০০ টাকার বিনিময়ে ১৩৭ বাংলাদেশি টাকা পাওয়া যেত। আজ সেটা মিলছে ১৪৫ টাকা। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় এখন সে দিকেই তাকিয়ে সকলেই!
আগে, বাংলাদেশের ১০০ টাকার বিনিময়ে ভারতীয় মুদ্রায় ৭১ টাকা দেওয়া হত। মঙ্গলবার বাংলাদেশের ১০০ টাকার বিনিময়ে মিলছে মাত্র ৬৫ টাকা। উল্টোদিকে, গতকাল পর্যন্ত ভারতে ১০০ টাকার বিনিময়ে ১৩৭ বাংলাদেশি টাকা পাওয়া যেত। আজ সেটা মিলছে ১৪৫ টাকা। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় এখন সে দিকেই তাকিয়ে সকলেই!