Fish: লক্ষ লক্ষ টাকা দাম! দৈত্যাকৃতি এই মাছ উঠল জালে, কত কেজি ওজন? জানলে আঁতকে উঠবেন

*ফের মৎস্যজীবীদের জালে উঠল বহু মূল্যবান দুটি তেলিয়া ভোলা মাছ। এই দুটি মাছের দাম উঠল চড়চড়িয়ে। চড়া দামে মাছ বিক্রি করে লক্ষ্মী লাভ হল ওড়িশার বাসিন্দা এক ট্রলার মালিকের। এদিন মাছ দুটিকে বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছিল দিঘা মোহনার সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্রে।
*ফের মৎস্যজীবীদের জালে উঠল বহু মূল্যবান দুটি তেলিয়া ভোলা মাছ। এই দুটি মাছের দাম উঠল চড়চড়িয়ে। চড়া দামে মাছ বিক্রি করে লক্ষ্মী লাভ হল ওড়িশার বাসিন্দা এক ট্রলার মালিকের। এদিন মাছ দুটিকে বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছিল দিঘা মোহনার সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্রে।
*মাছ দুটির ওজন যথাক্রমে ২৪ ও ২৬ কেজি। মোট ওজন হয় ৫০ কেজি। দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে সুবিমল পয়ড়্যার আড়তে নিলামে তোলা হয় মাছদুটি।
*মাছ দুটির ওজন যথাক্রমে ২৪ ও ২৬ কেজি। মোট ওজন হয় ৫০ কেজি। দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে সুবিমল পয়ড়্যার আড়তে নিলামে তোলা হয় মাছদুটি।
*চারটি সংস্থা এই নিলামে অংশ নেয়। তিন ঘণ্টা ধরে চলে দরদাম পর্ব। শেষে ১৮ হাজার টাকা প্রতি কেজি মূল্যে মোট ৫০ কেজি ওজনের দুটি তেলিয়া ভোলা মাছ ৯ লক্ষ টাকায় কিনে নেয় এসএফটি নামের একটি সংস্থা।
*চারটি সংস্থা এই নিলামে অংশ নেয়। তিন ঘণ্টা ধরে চলে দরদাম পর্ব। শেষে ১৮ হাজার টাকা প্রতি কেজি মূল্যে মোট ৫০ কেজি ওজনের দুটি তেলিয়া ভোলা মাছ ৯ লক্ষ টাকায় কিনে নেয় এসএফটি নামের একটি সংস্থা।
*সাধারণ ভোলা মাছ এবং তেলিয়া ভোলা মাছের মধ্যে স্বাদের তেমন একটা ফারাক নেই। তবুও এই মাছ অসাধারণ, শুধুমাত্র তার পেটের মধ্যে থাকা পটকার জন্য। ঔষধিগুণ সম্পন্ন এই পটকার কারণেই মাছটির দাম এত বেশি হয়।
*সাধারণ ভোলা মাছ এবং তেলিয়া ভোলা মাছের মধ্যে স্বাদের তেমন একটা ফারাক নেই। তবুও এই মাছ অসাধারণ, শুধুমাত্র তার পেটের মধ্যে থাকা পটকার জন্য। ঔষধিগুণ সম্পন্ন এই পটকার কারণেই মাছটির দাম এত বেশি হয়।
*এদিন সকালে ট্রাকে করে ওড়িশা থেকে নিয়ে আসা হয় মাছ দুটি। ট্রাক থেকে নামিয়ে ভ্যানে করে আড়তে নিয়ে আসতে যেটুকু সময় লাগে তার মধ্যেই ছড়িয়ে পড়ে বাজারে তেলিয়া আসার খবর। ভিড় জমায় পাইকারি ব্যবসায়ী থেকে শুরু করে বেড়াতে আসা পর্যটকদের।
*এদিন সকালে ট্রাকে করে ওড়িশা থেকে নিয়ে আসা হয় মাছ দুটি। ট্রাক থেকে নামিয়ে ভ্যানে করে আড়তে নিয়ে আসতে যেটুকু সময় লাগে তার মধ্যেই ছড়িয়ে পড়ে বাজারে তেলিয়া আসার খবর। ভিড় জমায় পাইকারি ব্যবসায়ী থেকে শুরু করে বেড়াতে আসা পর্যটকদের।
*সাধারণত এই মাছ গভীর সমুদ্রে ধরা পড়ে। যেই ট্রলারে ওঠে সেই ট্রলারের মালিকের লক্ষ্মী লাভ হয়। এই নিয়ে চলতি বছরে বেশ কয়েকবার তেলিয়া ভোলা মাছ উঠল দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। এদিন এই মাছ ঘিরে ছবি তোলার হুড়োহুড়ি লাগে পর্যটক থেকে সাধারণ মানুষের মধ্যে।
*সাধারণত এই মাছ গভীর সমুদ্রে ধরা পড়ে। যেই ট্রলারে ওঠে সেই ট্রলারের মালিকের লক্ষ্মী লাভ হয়। এই নিয়ে চলতি বছরে বেশ কয়েকবার তেলিয়া ভোলা মাছ উঠল দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। এদিন এই মাছ ঘিরে ছবি তোলার হুড়োহুড়ি লাগে পর্যটক থেকে সাধারণ মানুষের মধ্যে।